ETV Bharat / sports

অশ্বিনের 800 উইকেট নেওয়ার যোগ্য়তা রয়েছে, বলছেন মুরলীধরণ - নাথন লায়েন

ইংল্য়ান্ডের একটি সংবাদমাধ্য়মে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনায় তিনি বলেন, "অশ্বিনের কাছে একটা সুযোগ রয়েছে কারণ তিনি একজন উচ্চমানের বোলার । তা ছাড়া আমি মনে করি না আর কোনও তরুণ ক্রিকেটার এসে 800 উইকেট নিতে পারবেন ।"

অশ্বিনের 800 উইকেট নেওয়ার যোগ্য়তা রয়েছে, নাথনের তা নেই : মুরলীধরণ
author img

By

Published : Jan 14, 2021, 2:05 PM IST

ব্রিসবেন, ১৪ জ়ানুয়ারি : রবিচন্দ্রন অশ্বিন টেস্টে 700 থেকে 800 উইকেট নিতে পারেন । মনে করছেন মুথাইয়া মুরলীধরণ । তবে অস্ট্রেলিয়ার নাথান লায়নকে বড় মানের অফস্পিনার বলে মনে করেন না তিনি ।

ইংল্য়ান্ডের একটি সংবাদমাধ্য়মে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনায় তিনি বলেন, "অশ্বিনের কাছে একটা সুযোগ রয়েছে কারণ তিনি একজন উচ্চমানের বোলার । তা ছাড়া আমি মনে করি না আর কোনও তরুণ ক্রিকেটার এসে 800 উইকেট নিতে পারবেন ।" এরপরই তিনি বলেন, "নাথান লায়ন এই লক্ষ্য়ে পৌঁছানোর মত অত ভালো বোলার নন । তিনি খুব বেশি হলে চারশোর কিছু বেশি উইকেট নিতে পারেন ।"

আরও পড়ুন : চতুর্থ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করল ভারতীয় দল

তবে পরিসংখ্য়ান ও বয়সের হিসেব অন্য় কথা বলছে । বর্তমানে নাথান লায়নের বয়স 33 বছর । তিনি 99 ম্য়াচ খেলে 396টি টেস্ট উইকেট নিয়েছেন । সেখানে অশ্বিন 34 বছর বয়সে 377টি উইকেট টেস্ট ম্য়াচে নিয়েছেন । ফলে 800 উইকেট না হলেও উইকেট শিকারের দিক থেকে লায়ন অশ্বিনের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন । এদিকে শেন ওয়ার্ন মনে করেন, নাথান লায়ন টেস্ট ক্রিকেটে 600-650 উইকেট নিতে পারেন ।

ব্রিসবেন, ১৪ জ়ানুয়ারি : রবিচন্দ্রন অশ্বিন টেস্টে 700 থেকে 800 উইকেট নিতে পারেন । মনে করছেন মুথাইয়া মুরলীধরণ । তবে অস্ট্রেলিয়ার নাথান লায়নকে বড় মানের অফস্পিনার বলে মনে করেন না তিনি ।

ইংল্য়ান্ডের একটি সংবাদমাধ্য়মে প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনায় তিনি বলেন, "অশ্বিনের কাছে একটা সুযোগ রয়েছে কারণ তিনি একজন উচ্চমানের বোলার । তা ছাড়া আমি মনে করি না আর কোনও তরুণ ক্রিকেটার এসে 800 উইকেট নিতে পারবেন ।" এরপরই তিনি বলেন, "নাথান লায়ন এই লক্ষ্য়ে পৌঁছানোর মত অত ভালো বোলার নন । তিনি খুব বেশি হলে চারশোর কিছু বেশি উইকেট নিতে পারেন ।"

আরও পড়ুন : চতুর্থ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করল ভারতীয় দল

তবে পরিসংখ্য়ান ও বয়সের হিসেব অন্য় কথা বলছে । বর্তমানে নাথান লায়নের বয়স 33 বছর । তিনি 99 ম্য়াচ খেলে 396টি টেস্ট উইকেট নিয়েছেন । সেখানে অশ্বিন 34 বছর বয়সে 377টি উইকেট টেস্ট ম্য়াচে নিয়েছেন । ফলে 800 উইকেট না হলেও উইকেট শিকারের দিক থেকে লায়ন অশ্বিনের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন । এদিকে শেন ওয়ার্ন মনে করেন, নাথান লায়ন টেস্ট ক্রিকেটে 600-650 উইকেট নিতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.