ETV Bharat / sports

Women's WC 2022 : 'মাস্ট উইন' ম্যাচে কাল প্রোটিয়াদের সামনে মিতালিরা - India to face South Africa in must win game tomorrow

'মাস্ট উইন' ম্যাচে মিতালিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই (India to face South Africa in must-win game tomorrow) ৷ স্বভাবতই তাগিদটা বেশি ভারতের ৷

Women's WC 2022
'মাস্ট-উইন' ম্যাচে কাল প্রোটিয়াদের সামনে মিতালিরা
author img

By

Published : Mar 26, 2022, 11:08 PM IST

ক্রাইস্টচার্চ, 26 মার্চ : হারলে কার্যত নিশ্চিত বিদায় ৷ কারণ একই পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডকে শেষ ম্যাচে হারানোর স্বপ্ন দেখছে না অতি বড় বাংলাদেশ সমর্থকও ৷ ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে রবিবার তাই ভারতের সামনে জয় ছাড়া কোনও গতি নেই ৷ 'মাস্ট উইন' ম্যাচে মিতালিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই (India to face South Africa in must-win game tomorrow) ৷ স্বভাবতই তাগিদটা বেশি ভারতের ৷

যদিও তৃতীয়স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ 7 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করায় ড্র হলেও সেমির টিকিট পেয়ে যাবেন ঝুলন-মন্ধনারা ৷ ইতিবাচক রান-রেট সেক্ষেত্রে সহায় হবে ভারতের ৷ যদিও সেসব ভাবনাকে দূরে সরিয়ে জয়েই চোখ ভারতের মেয়েদের ৷ ছ'টি খেলে তিনটি জয়, তিনটি হারে আপাতত পাঁচে মিতালি অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন : পরের বছরেই মেয়েদের আইপিএলের পরিকল্পনায় বোর্ড, জানালেন সৌরভ

কঠিন ম্যাচে নামার আগেরদিন ওপেনার শেফালি বর্মা বলছেন, "কালকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সবাই জানে ৷ আমরা 100 শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত সকলেই ৷ যেই ক্রিজে ব্যাট করতে যাক লক্ষ্য থাকবে বড় পার্টনারশিপ তৈরি ৷"

ক্রাইস্টচার্চ, 26 মার্চ : হারলে কার্যত নিশ্চিত বিদায় ৷ কারণ একই পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডকে শেষ ম্যাচে হারানোর স্বপ্ন দেখছে না অতি বড় বাংলাদেশ সমর্থকও ৷ ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে রবিবার তাই ভারতের সামনে জয় ছাড়া কোনও গতি নেই ৷ 'মাস্ট উইন' ম্যাচে মিতালিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই (India to face South Africa in must-win game tomorrow) ৷ স্বভাবতই তাগিদটা বেশি ভারতের ৷

যদিও তৃতীয়স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ 7 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করায় ড্র হলেও সেমির টিকিট পেয়ে যাবেন ঝুলন-মন্ধনারা ৷ ইতিবাচক রান-রেট সেক্ষেত্রে সহায় হবে ভারতের ৷ যদিও সেসব ভাবনাকে দূরে সরিয়ে জয়েই চোখ ভারতের মেয়েদের ৷ ছ'টি খেলে তিনটি জয়, তিনটি হারে আপাতত পাঁচে মিতালি অ্যান্ড কোম্পানি ৷

আরও পড়ুন : পরের বছরেই মেয়েদের আইপিএলের পরিকল্পনায় বোর্ড, জানালেন সৌরভ

কঠিন ম্যাচে নামার আগেরদিন ওপেনার শেফালি বর্মা বলছেন, "কালকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সবাই জানে ৷ আমরা 100 শতাংশ দেওয়ার জন্য প্রস্তুত সকলেই ৷ যেই ক্রিজে ব্যাট করতে যাক লক্ষ্য থাকবে বড় পার্টনারশিপ তৈরি ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.