ETV Bharat / sports

IND vs SA Third ODI : ডি'ককের শতরানে নিয়মরক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের সামনে - Quinton De Kock scores 124 runs

ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান হাঁকিয়ে প্রাক্তনী এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন স্টাম্পার-ব্যাটার (De Kock equals De Villiers record) ৷ ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরানকারী প্রোটিয়া ব্যাটার এখন তিনি ৷

IND vs SA Third ODI
ডি'ককের শতরানে নিয়মরক্ষার ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের সামনে
author img

By

Published : Jan 23, 2022, 6:25 PM IST

Updated : Jan 23, 2022, 7:09 PM IST

কেপটাউন, 23 জানুয়ারি : কুইন্টন ডি'ককের দুরন্ত শতরানে সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ান-ডে ম্যাচে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ৷ রেনবো নেশনে ওয়ান-ডে সিরিজে ক্লিন-সুইপ এড়াতে ভারতের চাই 288 রান (India need 288 runs to avoid clean sweep) ৷ ভারতীয় বোলারদের শাসন করে নিউল্যান্ডসে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি'কক খেললেন 124 রানের ইনিংস (Quinton De Kock scores 124 runs) ৷ যদিও শেষদিকে কামব্যাক করে প্রোটিয়াদের তিনশোর মধ্যে বেঁধে রাখলেন জসপ্রীত বুমরা-প্রসিদ্ধ কৃষ্ণারা ৷ একাদশে সুযোগ পেয়ে 59 রানে 3 উইকেট তুলে নিলেন তরুণ প্রসিদ্ধ ৷

তবে নিউল্যান্ডসে প্রথমার্ধটা এদিন ডি'ককেরই ৷ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান হাঁকিয়ে প্রাক্তনী এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন স্টাম্পার-ব্যাটার (De Kock equals De Villiers record) ৷ ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরানকারী প্রোটিয়া ব্যাটার এখন তিনি ৷ শুরুতে জানেমান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করামদের সঙ্গত না পেলেও চতুর্থ উইকেটে ভ্যান ডুসেনের সঙ্গে ডি'কেকর 144 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷

ডুসেনকে নিয়েই 17তম ওয়ান-ডে শতরান পূর্ণ করেন বাঁ-হাতি এই ওপেনার ৷ অর্ধশতরান করেন ডুসেনও ৷ তবে 52 রানের বেশি দীর্ঘ হয়নি তাঁর ইনিংস ৷ এরপর 124 (12টি চার, 2টি ছয়) রানে ডি'কক ফিরতে রানের গতি স্লথ হয়ে যায় প্রোটিয়াদের ৷ একইসঙ্গে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে তিনশোর মধ্যেই গুটিয়ে যায় তারা ৷ মিলার করেন 39 রান ৷ শেষ 10 ওভারে ভারতীয় বোলারদের চেনা ছন্দে দেখা যায় ৷

আরও পড়ুন : IND vs SA 3rd ODI : নিয়মরক্ষার ম্যাচে একাধিক পরিবর্তন, টসে জিতে ফিল্ডিং ভারতের

প্রত্যাঘাত ছুঁড়ে দিয়ে ইনিংস শেষ হওয়ার এক বল আগেই প্রতিপক্ষকে অল-আউট করে দেয় তারা ৷ প্রসিদ্ধ নেন সর্বাধিক 3 উইকেট ৷ বুমরাহ, দীপক চাহারের ঝুলিতে 2টি করে উইকেট ৷ যুজবেন্দ্র চাহাল পান একটি উইকেট ৷

কেপটাউন, 23 জানুয়ারি : কুইন্টন ডি'ককের দুরন্ত শতরানে সিরিজের তৃতীয় তথা অন্তিম ওয়ান-ডে ম্যাচে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ৷ রেনবো নেশনে ওয়ান-ডে সিরিজে ক্লিন-সুইপ এড়াতে ভারতের চাই 288 রান (India need 288 runs to avoid clean sweep) ৷ ভারতীয় বোলারদের শাসন করে নিউল্যান্ডসে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি'কক খেললেন 124 রানের ইনিংস (Quinton De Kock scores 124 runs) ৷ যদিও শেষদিকে কামব্যাক করে প্রোটিয়াদের তিনশোর মধ্যে বেঁধে রাখলেন জসপ্রীত বুমরা-প্রসিদ্ধ কৃষ্ণারা ৷ একাদশে সুযোগ পেয়ে 59 রানে 3 উইকেট তুলে নিলেন তরুণ প্রসিদ্ধ ৷

তবে নিউল্যান্ডসে প্রথমার্ধটা এদিন ডি'ককেরই ৷ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ শতরান হাঁকিয়ে প্রাক্তনী এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ডে ভাগ বসালেন স্টাম্পার-ব্যাটার (De Kock equals De Villiers record) ৷ ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরানকারী প্রোটিয়া ব্যাটার এখন তিনি ৷ শুরুতে জানেমান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করামদের সঙ্গত না পেলেও চতুর্থ উইকেটে ভ্যান ডুসেনের সঙ্গে ডি'কেকর 144 রানের জুটি বড় রানের ভিত গড়ে দেয় দলের ৷

ডুসেনকে নিয়েই 17তম ওয়ান-ডে শতরান পূর্ণ করেন বাঁ-হাতি এই ওপেনার ৷ অর্ধশতরান করেন ডুসেনও ৷ তবে 52 রানের বেশি দীর্ঘ হয়নি তাঁর ইনিংস ৷ এরপর 124 (12টি চার, 2টি ছয়) রানে ডি'কক ফিরতে রানের গতি স্লথ হয়ে যায় প্রোটিয়াদের ৷ একইসঙ্গে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে তিনশোর মধ্যেই গুটিয়ে যায় তারা ৷ মিলার করেন 39 রান ৷ শেষ 10 ওভারে ভারতীয় বোলারদের চেনা ছন্দে দেখা যায় ৷

আরও পড়ুন : IND vs SA 3rd ODI : নিয়মরক্ষার ম্যাচে একাধিক পরিবর্তন, টসে জিতে ফিল্ডিং ভারতের

প্রত্যাঘাত ছুঁড়ে দিয়ে ইনিংস শেষ হওয়ার এক বল আগেই প্রতিপক্ষকে অল-আউট করে দেয় তারা ৷ প্রসিদ্ধ নেন সর্বাধিক 3 উইকেট ৷ বুমরাহ, দীপক চাহারের ঝুলিতে 2টি করে উইকেট ৷ যুজবেন্দ্র চাহাল পান একটি উইকেট ৷

Last Updated : Jan 23, 2022, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.