ETV Bharat / sports

ICC World Cup 2023: দলের ভারসাম্যের কারণে ভারত বিশ্বকাপ জয়ের দাবিদার, মত রোহিতের ছোটবেলার কোচের - আইসিসি

India's Chance in Cricket World Cup 2023: ভারত অধিনায়ক রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড ৷ তিনি আবার ভারতের বিশ্বকাপ দলের সদস্য মিডিয়াম-পেসার শার্দূল ঠাকুরের কোচও বটে ৷ বিশ্বকাপের আগে এই 'দ্রোণাচার্য' আশা প্রকাশ করলেন, তাঁর শিষ্যরা যেমন বিশ্বকাপে সফল হবেন, তেমনি ভারত বিশ্বকাপ জিতবেও ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 5:17 PM IST

মুম্বই, 1 অক্টোবর: অধিনায়ক রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুর ৷ এই দু’টি নাম করলে, বিশ্বের সবচেয়ে খুশি ব্যক্তি হবে দীনেশ লাড ৷ ইনি আর কেউ নন, রোহিত এবং শার্দূলের ছোটবেলার কোচ ৷ আর তাঁর দুই শিষ্য এখন ভারতীয় দলের বিশ্বকাপের অংশ ৷ আর তার উপর রোহিত ভারতীয় দলের অধিনায়ক ৷ দুই ছাত্রের সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে খুশি কোচ দীনেশ ৷ আর তাই তাঁর বিশ্বাস দুই ছাত্র যেমন সফল হবেন বিশ্বকাপের মঞ্চে ৷ তেমনি ভারতও বিশ্বকাপ জিতবে ৷

মুম্বইয়ের ক্রিকেট সার্কিটে একটি সম্মানীয় নাম দীনেশ লাড ৷ তিনি বিশ্বাস করেন রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত আগামী মাসের 19 তারিখ বিশ্বকাপ ট্রফি জেতার অন্যতম দাবিদার ৷ তাঁর বিশ্বাস রোহিত শর্মা বিশ্বকাপ ট্রফি জিততে বড় ভূমিকা নেবেন ৷

রোহিত শর্মার উপর ভরসা ছোটবেলার কোচ দীনেশ লাডের

আজকের রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুরের পিছনে অনেক বড় ভূমিকা রয়েছে দীনেশ লাডের ৷ তাঁর কোচিং সেন্টারেই ক্রিকেটের অ-আ-ক-খ শিখেছেন ভারতের এই দুই ক্রিকেটার ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দ্রোণাচার্য সম্মানে সম্মানিত কোচ বলেছেন, ‘‘রোহিত গত কয়েকটি ম্যাচে ও এশিয়া কাপে দারুণ খেলেছে এবং ওর পারফর্ম্যান্স ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে ৷’’

তবে, শিষ্যের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিলেন লাড ৷ তিনি বলেন, ‘‘মাঠে রোহিত যেভাবে ক্যাচ ধরছে, তাতে ওর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গাই নেই ৷’’ এমনকি বিশ্বকাপে যে দল বাছাই হয়েছে তাতে সম্পূর্ণ ভারসাম্য রয়েছে বলে মনে করেন দীনেশ লাড ৷

আরও পড়ুন: ইংল্যান্ড কি বিশ্বসেরার খেতাব ধরে রাখতে পারবে ?

বিশ্বকাপ দলে ভারসাম্য রয়েছে

দীনেশ লাডের মতে, ‘‘ভারতের বিশ্বকাপের জন্য যে দল বাছাই করা হয়েছে, সেখানে পুরোপুরি ভারসাম্য রয়েছে ৷ প্রত্যেক ব্যাটার এই মুহূর্তে তাঁদের সেরা ফর্মে রয়েছেন ৷ আর চোটের পর বুমরা জাতীয় দলে ফিরে এসে আরও শক্তিশালী হয়েছেন ৷ আর এই দলে অনেক অল-রাউন্ডার রয়েছেন ৷’’ আর তাই ভারতের বিশ্বকাপ জয়ের বিষয়ে তিনি খুবই আত্মবিশ্বাসী ৷ তিনি মনে করেন, ভারতীয় দল বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সবচেয়ে বড় দাবিদার ৷ আর এর পিছনে অন্যতম কারণ, এই বিশ্বকাপ ঘরের মাঠে হচ্ছে ৷ ঘরের মাঠে চেনা পরিবেশ ও অসংখ্য সমর্থকের মাধে ভারতীয় দল নিজেদের সেরাটা দেবে বলে জানান তিনি ৷

অভিজ্ঞ এই ক্রিকেট কোচ বলেন, ‘‘আমি বাকি দল যেমন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ড দল নিয়ে বিশেষ কিছু বলতে পারব না ৷ তবে, তারাও অবশ্যই ভালো খেলবে ৷ তবে, আমাদের দেশের ক্রিকেটাররা এশিয়া কাপে তাদের প্রতিভা দেখিয়ে দিয়েছে ৷ সেখানে তারা সব বিভাগেই সেরা ছিল ৷’’ দীনেশ লাড বিশ্বাসী তাঁর ছাত্র রোহিত শর্মা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন ৷ এমনকি রোহিত এবং শার্দূলকে নিয়ে তিনি খুবই আশাবাদী ৷ যাঁরা দু’জনেই মহারাষ্ট্রের পালগড় জেলা থেকে উঠে এসেছেন ৷

আরও পড়ুন: বিশ্বের সেরা পাঁচ বোলার যাঁরা বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রভাব বিস্তার করেছেন

রোহিতকে নিয়ে বলতে গিয়ে লাড জানান, বর্তমানে ভারতের সেরা ওয়ান-ডে ওপেনার একসময় বোলার হিসেবে প্রশিক্ষণ শুরু করেছিলেন ৷ তবে, ক্রিকেট মাঠে নেমে রোহিতের নিজের মনে হয়েছিল ও ব্যাটিং করতে পারবে ৷ আর তার পরেরটা ইতিহাস ৷ এমনকি দলের বোলিং বিভাগে দ্বিতীয় বা তৃতীয় বদলি হিসেবে খেলা শার্দূল ঠাকুর ব্যাট হাতে মিরাকেল ঘটাতে পারেন বলে জানান লাড ৷ এক বাঁ-হাতি স্পিনারকে ছ’টি ছয় মারার কীর্তিও রয়েছে শার্দূলের ৷ তবে, রোহিতের ক্রিজে নেমে আরও অনেক বেশি সময় কাটানো উচিত বলে মনে করেন দীনেশ ৷ আর সেটা করলে, প্রতিপক্ষ বোলারদের বিভীষিকা হয়ে উঠবেন অধিনায়ক রোহিত ৷

মুম্বই, 1 অক্টোবর: অধিনায়ক রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুর ৷ এই দু’টি নাম করলে, বিশ্বের সবচেয়ে খুশি ব্যক্তি হবে দীনেশ লাড ৷ ইনি আর কেউ নন, রোহিত এবং শার্দূলের ছোটবেলার কোচ ৷ আর তাঁর দুই শিষ্য এখন ভারতীয় দলের বিশ্বকাপের অংশ ৷ আর তার উপর রোহিত ভারতীয় দলের অধিনায়ক ৷ দুই ছাত্রের সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে খুশি কোচ দীনেশ ৷ আর তাই তাঁর বিশ্বাস দুই ছাত্র যেমন সফল হবেন বিশ্বকাপের মঞ্চে ৷ তেমনি ভারতও বিশ্বকাপ জিতবে ৷

মুম্বইয়ের ক্রিকেট সার্কিটে একটি সম্মানীয় নাম দীনেশ লাড ৷ তিনি বিশ্বাস করেন রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত আগামী মাসের 19 তারিখ বিশ্বকাপ ট্রফি জেতার অন্যতম দাবিদার ৷ তাঁর বিশ্বাস রোহিত শর্মা বিশ্বকাপ ট্রফি জিততে বড় ভূমিকা নেবেন ৷

রোহিত শর্মার উপর ভরসা ছোটবেলার কোচ দীনেশ লাডের

আজকের রোহিত শর্মা এবং শার্দূল ঠাকুরের পিছনে অনেক বড় ভূমিকা রয়েছে দীনেশ লাডের ৷ তাঁর কোচিং সেন্টারেই ক্রিকেটের অ-আ-ক-খ শিখেছেন ভারতের এই দুই ক্রিকেটার ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দ্রোণাচার্য সম্মানে সম্মানিত কোচ বলেছেন, ‘‘রোহিত গত কয়েকটি ম্যাচে ও এশিয়া কাপে দারুণ খেলেছে এবং ওর পারফর্ম্যান্স ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে ৷’’

তবে, শিষ্যের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টি ফুৎকারে উড়িয়ে দিলেন লাড ৷ তিনি বলেন, ‘‘মাঠে রোহিত যেভাবে ক্যাচ ধরছে, তাতে ওর ফিটনেস নিয়ে কোনও প্রশ্ন ওঠার জায়গাই নেই ৷’’ এমনকি বিশ্বকাপে যে দল বাছাই হয়েছে তাতে সম্পূর্ণ ভারসাম্য রয়েছে বলে মনে করেন দীনেশ লাড ৷

আরও পড়ুন: ইংল্যান্ড কি বিশ্বসেরার খেতাব ধরে রাখতে পারবে ?

বিশ্বকাপ দলে ভারসাম্য রয়েছে

দীনেশ লাডের মতে, ‘‘ভারতের বিশ্বকাপের জন্য যে দল বাছাই করা হয়েছে, সেখানে পুরোপুরি ভারসাম্য রয়েছে ৷ প্রত্যেক ব্যাটার এই মুহূর্তে তাঁদের সেরা ফর্মে রয়েছেন ৷ আর চোটের পর বুমরা জাতীয় দলে ফিরে এসে আরও শক্তিশালী হয়েছেন ৷ আর এই দলে অনেক অল-রাউন্ডার রয়েছেন ৷’’ আর তাই ভারতের বিশ্বকাপ জয়ের বিষয়ে তিনি খুবই আত্মবিশ্বাসী ৷ তিনি মনে করেন, ভারতীয় দল বিশ্বকাপ ট্রফি হাতে তোলার সবচেয়ে বড় দাবিদার ৷ আর এর পিছনে অন্যতম কারণ, এই বিশ্বকাপ ঘরের মাঠে হচ্ছে ৷ ঘরের মাঠে চেনা পরিবেশ ও অসংখ্য সমর্থকের মাধে ভারতীয় দল নিজেদের সেরাটা দেবে বলে জানান তিনি ৷

অভিজ্ঞ এই ক্রিকেট কোচ বলেন, ‘‘আমি বাকি দল যেমন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ড দল নিয়ে বিশেষ কিছু বলতে পারব না ৷ তবে, তারাও অবশ্যই ভালো খেলবে ৷ তবে, আমাদের দেশের ক্রিকেটাররা এশিয়া কাপে তাদের প্রতিভা দেখিয়ে দিয়েছে ৷ সেখানে তারা সব বিভাগেই সেরা ছিল ৷’’ দীনেশ লাড বিশ্বাসী তাঁর ছাত্র রোহিত শর্মা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন ৷ এমনকি রোহিত এবং শার্দূলকে নিয়ে তিনি খুবই আশাবাদী ৷ যাঁরা দু’জনেই মহারাষ্ট্রের পালগড় জেলা থেকে উঠে এসেছেন ৷

আরও পড়ুন: বিশ্বের সেরা পাঁচ বোলার যাঁরা বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রভাব বিস্তার করেছেন

রোহিতকে নিয়ে বলতে গিয়ে লাড জানান, বর্তমানে ভারতের সেরা ওয়ান-ডে ওপেনার একসময় বোলার হিসেবে প্রশিক্ষণ শুরু করেছিলেন ৷ তবে, ক্রিকেট মাঠে নেমে রোহিতের নিজের মনে হয়েছিল ও ব্যাটিং করতে পারবে ৷ আর তার পরেরটা ইতিহাস ৷ এমনকি দলের বোলিং বিভাগে দ্বিতীয় বা তৃতীয় বদলি হিসেবে খেলা শার্দূল ঠাকুর ব্যাট হাতে মিরাকেল ঘটাতে পারেন বলে জানান লাড ৷ এক বাঁ-হাতি স্পিনারকে ছ’টি ছয় মারার কীর্তিও রয়েছে শার্দূলের ৷ তবে, রোহিতের ক্রিজে নেমে আরও অনেক বেশি সময় কাটানো উচিত বলে মনে করেন দীনেশ ৷ আর সেটা করলে, প্রতিপক্ষ বোলারদের বিভীষিকা হয়ে উঠবেন অধিনায়ক রোহিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.