ETV Bharat / sports

WTC Standings: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে দ্বিতীয়স্থানে নামল ভারত

India Slips in WTC Standings: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিংয়ে ভারতকে সরিয়ে এক নম্বরে উঠে এলসে পাকিস্তান ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ড্র হওয়ায় ভারত 2 নম্বরে নেমে গিয়েছে ৷ তবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 ক্যালেন্ডার সবে শুরু হয়েছে ৷ এখনও 5টি সিরিজ রয়েছে ভারতের কাছে ৷

WTC Standings ETV BHARAT
WTC Standings
author img

By

Published : Jul 25, 2023, 6:31 PM IST

দুবাই, 25 জুলাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু'নম্বরে নেমে গেল ভারত ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ার পরেই পয়লা নম্বর জায়গা হারাল ভারত ৷ এই মুহূর্তে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান 0-1 এগিয়ে রয়েছে ৷ ফলে একশো শতাংশ জয়ের নিরিখে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে দলের অবস্থান নির্ধারণ হয় ম্যাচ জয়ের শতাংশের হিসেবে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 ক্যালেন্ডারে ভারতের প্রথম টেস্ট সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ যেখানে প্রথম টেস্ট জিতলেও, সিরিজের দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে যায় ৷ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ইনিংসে 365 রানের টার্গেট রেখেছিল ভারত ৷ সেই রান তাড়া করতে নেমে চতুর্থদিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 2 উইকেটে 76 রান ছিল ৷ পঞ্চমদিনে 289 রান তুলতে হত ওয়েস্ট ইন্ডিজকে ৷ কিন্তু, লাগাতার বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে পঞ্চমদিনের খেলা পুরোপুরি ভেস্তে যায় ৷

দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ শেষে ভারতের জয়ের শতাংশ এই মুহূর্তে 66.67 ৷ সেখানে পাকিস্তানের জয়ের পরিসংখ্যান 100 শতাংশ ৷ দ্বিতীয় টেস্টেও ভালো জায়গায় রয়েছেন বাবর আজমরা ৷ এই টেস্ট জিতলে আপাতত এক নম্বর জায়গা ধরে রাখবেন তাঁরা ৷ ভারতের পরের টেস্ট সিরিজ ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ প্রোটিয়াদের ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে ভালো ফলাফল করলে জয়ের শতাংশে অনেকটাই উন্নতি করতে পারবে ভারত ৷

আরও পড়ুন: পরিকাঠামোহীন ত্রিনিদাদে বৃষ্টির বলি দ্বিতীয় টেস্ট, দুরন্ত পারফর্ম্যান্সে সিরিজ ভারতের

অন্যদিকে, চলতি অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কাঁটা-কাঁটায় টক্কর চলছে ৷ অ্যাসেজ ট্রফি অস্ট্রেলিয়া ইতিমধ্যে দখলে রাখলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ জয় খুবই গুরুত্বপূর্ণ অজিদের কাছে ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়া 54.17 শতাংশ পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে ৷ সেখানে ইংল্যান্ড 29.17 শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ৷ ইংল্যান্ড ওভালে শেষ টেস্ট জিতে তাঁদের পয়েন্টের শতাংশ বাড়াতে মরিয়া হয়ে রয়েছে ৷ সেটা করতে পারলে চলতি অ্যাসেজ সিরিজ ড্র হবে ৷ আর অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতলে 3-1 এবং ড্র করলে 2-1 সিরিজ জিতবে ৷

দুবাই, 25 জুলাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দু'নম্বরে নেমে গেল ভারত ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ার পরেই পয়লা নম্বর জায়গা হারাল ভারত ৷ এই মুহূর্তে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান 0-1 এগিয়ে রয়েছে ৷ ফলে একশো শতাংশ জয়ের নিরিখে এক নম্বরে রয়েছে পাকিস্তান ৷ উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে দলের অবস্থান নির্ধারণ হয় ম্যাচ জয়ের শতাংশের হিসেবে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-25 ক্যালেন্ডারে ভারতের প্রথম টেস্ট সিরিজ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ যেখানে প্রথম টেস্ট জিতলেও, সিরিজের দ্বিতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে যায় ৷ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ইনিংসে 365 রানের টার্গেট রেখেছিল ভারত ৷ সেই রান তাড়া করতে নেমে চতুর্থদিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর 2 উইকেটে 76 রান ছিল ৷ পঞ্চমদিনে 289 রান তুলতে হত ওয়েস্ট ইন্ডিজকে ৷ কিন্তু, লাগাতার বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে পঞ্চমদিনের খেলা পুরোপুরি ভেস্তে যায় ৷

দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ শেষে ভারতের জয়ের শতাংশ এই মুহূর্তে 66.67 ৷ সেখানে পাকিস্তানের জয়ের পরিসংখ্যান 100 শতাংশ ৷ দ্বিতীয় টেস্টেও ভালো জায়গায় রয়েছেন বাবর আজমরা ৷ এই টেস্ট জিতলে আপাতত এক নম্বর জায়গা ধরে রাখবেন তাঁরা ৷ ভারতের পরের টেস্ট সিরিজ ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৷ প্রোটিয়াদের ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে ভালো ফলাফল করলে জয়ের শতাংশে অনেকটাই উন্নতি করতে পারবে ভারত ৷

আরও পড়ুন: পরিকাঠামোহীন ত্রিনিদাদে বৃষ্টির বলি দ্বিতীয় টেস্ট, দুরন্ত পারফর্ম্যান্সে সিরিজ ভারতের

অন্যদিকে, চলতি অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে কাঁটা-কাঁটায় টক্কর চলছে ৷ অ্যাসেজ ট্রফি অস্ট্রেলিয়া ইতিমধ্যে দখলে রাখলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই সিরিজ জয় খুবই গুরুত্বপূর্ণ অজিদের কাছে ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়া 54.17 শতাংশ পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে ৷ সেখানে ইংল্যান্ড 29.17 শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ৷ ইংল্যান্ড ওভালে শেষ টেস্ট জিতে তাঁদের পয়েন্টের শতাংশ বাড়াতে মরিয়া হয়ে রয়েছে ৷ সেটা করতে পারলে চলতি অ্যাসেজ সিরিজ ড্র হবে ৷ আর অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতলে 3-1 এবং ড্র করলে 2-1 সিরিজ জিতবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.