কলম্বো, 23 জুলাই : ভাল শুরু করেও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় ভুগল ভারত ৷ বৃষ্টি বিঘ্নিত কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ়ের শেষ তথা তৃতীয় ওয়ানডেতে 225 রানেই শেষ হল ভারতের ইনিংস ৷ দলের সর্বোচ্চ পৃথ্বী শ-র 49 রান ৷
ম্যাচের 16 তম ওভারে ভারতের রান ছিল 2 উইকেটে 102 রান ৷ পরের 16 ওভারের মধ্যে 6টি উইকেট হারাল ভারত ৷ শেষ পর্যন্ত রাহুল চাহার ও নভদীপ সাইনি কিছুটা লড়াই করলেন ৷ 43.1 মাত্র 225 রানে শেষ হল ভারতের ইনিংস ৷ অথচ একসময় মনে হচ্ছিল নিশ্চিত 300 রানের গণ্ডি টপকাচ্ছে মেন ইন ব্লুজরা ৷ তবে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় ভুগতে হল শিখর ধাওয়ানের ভারতকে ৷
আগেই সিরিজ় জয় হয়ে গিয়েছিল ৷ তাই কার্যত নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছে ভারত ৷ প্রথম একাদশে 6টি পরিবর্তন করেন কোচ দ্রাবিড় ও অধিনায়ক শিখর ধাওয়ান জুটি ৷ তারমধ্যে আবার 5 জনের অভিষেক ৷ শেষবার এক ম্যাচে 5 জনের একসঙ্গে অভিষেক কবে হয়েছে তা খুঁজতে হবে পরিসংখ্যানবিদদের ৷ সম্পূর্ণ নতুন বোলিং ব্রিগেড নিয়ে নামল ভারত ৷
আরও পড়ুন : Tokyo Olympics : করোনা ভ্রুকুটির মাঝে শুরু টোকিয়ো অলিম্পিকস
আগের ম্যাচেই অসাধারণ ব্যাটিং করে দলের হার বাঁচিয়েছেন দীপক চাহার ৷ তবে আজ দ্রাবিড়ের দলে কোনও দীপক চাহারকে দেখা গেল না ৷ নীতিশ রাণা সুযোগ পেলেন ৷ কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না ৷ মাত্র 7 রানেই আউট হলেন কলকাতা নাইট রাইডার্স দলের এই ক্রিকেটার ৷ তবে অভিষেকে নজর কাড়লেন সঞ্জু স্যামসন ৷ করলেন 46 রান ৷ এখন দেখার ভারতের তরুণ বোলিং লাইনআপ এই চাপ সামলে শ্রীলঙ্কাকে আটকে রাখে নাকি সিরিজ়ে প্রথম জয় তুলে সম্মান বাঁচায় লঙ্কা বাহিনী ৷