ETV Bharat / sports

IND vs SA 3rd T20 : দুই ওপেনারের অর্ধশতরান, 'ডু অর ডাই' ম্যাচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং টার্গেট টিম ইন্ডিয়ার - ডু অর ডাই ম্য়াচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে পান্ডিয়ার 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় (India set a challanging target for SA in third T20I) ৷

IND vs SA 3rd ODI
ডু অর ডাই ম্য়াচে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ভারতের
author img

By

Published : Jun 14, 2022, 8:57 PM IST

Updated : Jun 14, 2022, 9:30 PM IST

বিশাখাপত্তনম, 14 জুন : দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষানের অর্ধশতরান ৷ বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল ঋষভ পন্থের ভারত (India set a challanging target for SA in third T20I) ৷ মরণ-বাঁচন ম্য়াচে প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 179 রান তুলল 'মেন ইন ব্লু' ৷ 35 বল খেলে রুতুরাজের ব্য়াট থেকে আসে 57 রান, আর ঈশান করেন 54 ৷

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে কিছুটা চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ৷ তাঁর 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় ৷ শ্রেয়স করেন 14 রান ৷ পন্থ এবং কার্তিক ফেরেন মাত্র 6 রানে ৷

35 বলে রুতুরাজের 57 রানের ইনিংসে ছিল 7টি চার, 2টি ছয় (Ruturaj Gaikwad scores 57 runs from 35 balls) ৷ বাঁ-হাতি ঈশান মারেন 5টি চার, 2টি ছয় (Ishan Kishan hits 54 runs) ৷ উল্লেখ্য, প্রথম দু'টি ম্যাচে রান তাড়া করে জেতা দক্ষিণ আফ্রিকা এদিনও বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় হোম টিমকে ৷ দ্বিতীয় ম্য়াচে কটকে কার্যত ধরাশায়ী হওয়ার পরেও দলে এদিন কোনও পরিবর্তন আনেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : টানা দু'ম্যাচে ফ্লপ অধিনায়ক, টিমটিম করছে টিম ইন্ডিয়া

প্রথম দল হিসেবে এদেশে টি-20 সিরিজ জয় নিশ্চিত করতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকাও ৷ এখন দেখার 179 রানের পুঁজি ভুবি-আবেশ-চাহালদের জন্য পর্যাপ্ত প্রমাণিত হয়, নাকি বিশাখাপত্তনমেই ঐতিহাসিক সিরিজ জয় সেরে ফেলে প্রোটিয়ারা ৷

বিশাখাপত্তনম, 14 জুন : দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষানের অর্ধশতরান ৷ বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল ঋষভ পন্থের ভারত (India set a challanging target for SA in third T20I) ৷ মরণ-বাঁচন ম্য়াচে প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 179 রান তুলল 'মেন ইন ব্লু' ৷ 35 বল খেলে রুতুরাজের ব্য়াট থেকে আসে 57 রান, আর ঈশান করেন 54 ৷

টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে কিছুটা চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ৷ তাঁর 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় ৷ শ্রেয়স করেন 14 রান ৷ পন্থ এবং কার্তিক ফেরেন মাত্র 6 রানে ৷

35 বলে রুতুরাজের 57 রানের ইনিংসে ছিল 7টি চার, 2টি ছয় (Ruturaj Gaikwad scores 57 runs from 35 balls) ৷ বাঁ-হাতি ঈশান মারেন 5টি চার, 2টি ছয় (Ishan Kishan hits 54 runs) ৷ উল্লেখ্য, প্রথম দু'টি ম্যাচে রান তাড়া করে জেতা দক্ষিণ আফ্রিকা এদিনও বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় হোম টিমকে ৷ দ্বিতীয় ম্য়াচে কটকে কার্যত ধরাশায়ী হওয়ার পরেও দলে এদিন কোনও পরিবর্তন আনেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : টানা দু'ম্যাচে ফ্লপ অধিনায়ক, টিমটিম করছে টিম ইন্ডিয়া

প্রথম দল হিসেবে এদেশে টি-20 সিরিজ জয় নিশ্চিত করতে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকাও ৷ এখন দেখার 179 রানের পুঁজি ভুবি-আবেশ-চাহালদের জন্য পর্যাপ্ত প্রমাণিত হয়, নাকি বিশাখাপত্তনমেই ঐতিহাসিক সিরিজ জয় সেরে ফেলে প্রোটিয়ারা ৷

Last Updated : Jun 14, 2022, 9:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.