সিডনি, 27 অক্টোবর: মেলবোর্নে যেখানে শেষ করেছিলেন, সিডনিতে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের (T20 World Cup 2022) ম্যাচে আরও একটা হাফ সেঞ্চুরি করলেন তিনি ৷ এবার তাঁকে যোগ্য সঙ্গত করলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ৷ দু’জনেই হাফ সেঞ্চুরি করেছেন ৷
টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা ৷ ওপেন করতে আসেন কে এল রাহুল ও রোহিত শর্মা ৷ কিন্তু এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন রাহুল ৷ মাত্র 9 রানেই আউট হন তিনি ৷ তার পর বিরাট ও রোহিত দ্বিতীয় উইকেটে 73 রানের পার্টনারশিপ করেন ৷
শুরুতে ধীর গতিতে খেললেও পরে রানের গতি বাড়ান দুই ভারতীয় ব্যাটার ৷ ম্যাচের 12 তম ওভারে আউট হন রোহিত ৷ তাঁর স্কোর 53 ৷ 39 বলের এই ইনিংসে 4টে চার ও 3টে ছয় মেরেছেন ভারতীয় ক্যাপ্টেন ৷
অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে যেমন বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে ৷ এদিনও একইভাবে খেলেন তিনি৷ 44 বলে 62 রান করেন ৷ ইনিংসে বাউন্ডারি মেরেছেন 3টে৷ আর ছক্কা দু’টি ৷
তবে এদিন তাঁর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব ৷ তিনি মাত্র 25 বলেই 51 রান করেন ৷ সাতটি চার ও একটি ছয়ে তিনি এদিন নিজের ইনিংস সাজান ৷
নেদারল্যান্ডসের হয়ে এদিন উইকেট নেন ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মেকেরেন ৷ ফ্রেড নেন রোহিতের উইইকেট ৷ মেকেরেনের বলে আউট হন রাহুল ৷
আরও পড়ুন: বিরাট-রোহিতদের সমান ম্যাচ ফি পাবেন স্মৃতি-হরমনরাও