ETV Bharat / sports

IND vs AUS 1st Test: রোহিতের শতরান, জাদেজা-অক্ষরের ব্যাটে বড় রানের লিড ভারতের - রোহিতের শতরান

সিরিজের প্রথম টেস্টের প্রথম দু'দিনই ভারতের নাম ৷ প্রথম দিন অজিদের দু'শোর আগে শেষ করে দেওয়ার পর দ্বিতীয় দিনে দলকে চালকের আসনে পৌঁছে দিলেন ভারতীয় ব্যাটাররা ৷ দিনের শেষে 144 রানে এগিয়ে রোহিত অ্যান্ড কোং (India leads 144 runs on second day)।

IND vs AUS
IND vs AUS
author img

By

Published : Feb 10, 2023, 5:12 PM IST

Updated : Feb 10, 2023, 7:47 PM IST

নাগপুর, 10 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির (BGT 2023) প্রথম টেস্টে উজ্জ্বল অধিনায়ক । রোহিত শর্মার ব্যাট থেকে এল 120 রানের ঝকঝকে ইনিংস । প্রায় দেড় বছর পর ক্রিকেটের কুলীন ফরম্যাটে শতরান করলেন মুম্বইকর (India scores big as Rohit Jadeja shine in Nagpur Test) । তাঁর ব্যাটে ভর করেই অজিদের ব্যাকফুটে ঠেলে দিল ভারত ।

যে উইকেটে ব্যাট করতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন, এদিন সেই পিচেই সফল ভারতীয় ব্যাটাররা । রোহিত ছাড়াও ব্যাট হাতে দাপট দেখালেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল । তিন ব্যাটারের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে 144 রানের লিড নিল ভারত । হাফ-সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন জাদেজা-অক্ষর জুটি । ব্যর্থ বিরাট কোহলি (12) । বড় ইনিংস গড়তে পারেননি অভিষেককারী সূর্যকুমার যাদব, শ্রীকর ভরতরা । স্কাইয়ের অবদান 8 রান, সমসংখ্যাক রানেই ক্রিজ ছাড়েন ভরতও ।

প্রথম ইনিংসে অজিদের 177 রানে বান্ডিল করে দিয়েছে ভারত । বল হাতে ম্যাজিক দেখিয়েছেন রবীন্দ্র জাজেদা, রবিচন্দ্রন অশ্বিন । যদিও ব্যাট করতে নেমে রোহিতদের দেখে একবারও মনে হয়নি উইকেটে জুজু রয়েছে । বরং ব্যাটিং সহায়ক পিচ ব্যাট করার মতোই বড় রানের ইমারত গড়েছে দল । ফলে তৃতীয় দিনে বড় রানের লিড নিয়ে অজিদের ব্যাট করতে নামানোই লক্ষ্য ভারতীয় শিবিরের ।

এদিন কোহলি, পূজারার ব্যর্থতার দিনে রোহিতের ইনিংস ভরসা জুগিয়েছে দলকে । পাঁচদিনের ম্যাচে 9 নম্বর সেঞ্চুরি করে ফেললেন হিটম্যান । অন্যদিকে, এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা । ছিটকে গিয়েছিলেন কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে । নাগপুরের মাঠে পনিটেল বেঁধে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন জাড্ডু । নয়া নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও । বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে 450টি উইকেটের মালিক হয়েছেন তিনি ।

আরও পড়ুন: দ্বিতীয় দ্রততম বোলার হিসেবে টেস্টে 450টি উইকেটের মালিক হলেন অশ্বিন

নাগপুর, 10 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির (BGT 2023) প্রথম টেস্টে উজ্জ্বল অধিনায়ক । রোহিত শর্মার ব্যাট থেকে এল 120 রানের ঝকঝকে ইনিংস । প্রায় দেড় বছর পর ক্রিকেটের কুলীন ফরম্যাটে শতরান করলেন মুম্বইকর (India scores big as Rohit Jadeja shine in Nagpur Test) । তাঁর ব্যাটে ভর করেই অজিদের ব্যাকফুটে ঠেলে দিল ভারত ।

যে উইকেটে ব্যাট করতে গিয়ে নাকানিচোবানি খেয়েছেন, এদিন সেই পিচেই সফল ভারতীয় ব্যাটাররা । রোহিত ছাড়াও ব্যাট হাতে দাপট দেখালেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল । তিন ব্যাটারের সৌজন্যে দ্বিতীয় দিনের শেষে 144 রানের লিড নিল ভারত । হাফ-সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন জাদেজা-অক্ষর জুটি । ব্যর্থ বিরাট কোহলি (12) । বড় ইনিংস গড়তে পারেননি অভিষেককারী সূর্যকুমার যাদব, শ্রীকর ভরতরা । স্কাইয়ের অবদান 8 রান, সমসংখ্যাক রানেই ক্রিজ ছাড়েন ভরতও ।

প্রথম ইনিংসে অজিদের 177 রানে বান্ডিল করে দিয়েছে ভারত । বল হাতে ম্যাজিক দেখিয়েছেন রবীন্দ্র জাজেদা, রবিচন্দ্রন অশ্বিন । যদিও ব্যাট করতে নেমে রোহিতদের দেখে একবারও মনে হয়নি উইকেটে জুজু রয়েছে । বরং ব্যাটিং সহায়ক পিচ ব্যাট করার মতোই বড় রানের ইমারত গড়েছে দল । ফলে তৃতীয় দিনে বড় রানের লিড নিয়ে অজিদের ব্যাট করতে নামানোই লক্ষ্য ভারতীয় শিবিরের ।

এদিন কোহলি, পূজারার ব্যর্থতার দিনে রোহিতের ইনিংস ভরসা জুগিয়েছে দলকে । পাঁচদিনের ম্যাচে 9 নম্বর সেঞ্চুরি করে ফেললেন হিটম্যান । অন্যদিকে, এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা । ছিটকে গিয়েছিলেন কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে । নাগপুরের মাঠে পনিটেল বেঁধে প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছেন জাড্ডু । নয়া নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিনও । বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে 450টি উইকেটের মালিক হয়েছেন তিনি ।

আরও পড়ুন: দ্বিতীয় দ্রততম বোলার হিসেবে টেস্টে 450টি উইকেটের মালিক হলেন অশ্বিন

Last Updated : Feb 10, 2023, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.