ETV Bharat / sports

মার্করামের লড়াকু সেঞ্চুরি, সিরিজ ড্র করতে রোহিতদের দরকার একশোর কম রান

India vs South Africa: দ্বিতীয় ইনিংসেও দাপুটে পেস বোলিং জাসপ্রীত বুমরা, মুকেশ কুমার, মহম্মদ সিরাজদের ৷ জয়ের জন্য ভারতের দরকার একশোরও কম রান ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে একা কুম্ভ রক্ষা করেন এডেইন মার্করাম ৷

India Need 79 Runs to win Cape town test in South Africa
India Need 79 Runs to win Cape town test in South Africa
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 3:36 PM IST

Updated : Jan 4, 2024, 4:22 PM IST

কেপটাউন, 4 জানুয়ারি: জাসপ্রীত বুমরার দাপুটে বোলিংয়ে 176 রানে গুটিয়ে গেল প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৷ এডেইন মার্করামের চোয়াল চাপা লড়াই সত্ত্বেও ভারতের সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ৷ কেপটাউন টেস্ট জিততে রোহিত-বিরাটদের দরকার মাত্র 79 রান ৷

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন মহম্মদ সিরাজ, দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই শুরু করেন বুমরা ৷ তাঁর আগুনে বোলিং কোমর ভেঙে দেয় প্রোটিয়া মিডল অর্ডারের ৷ ট্রিস্টেন স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভারেনি সকলেই বুমরার শিকার ৷ দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের প্রথম আঘাত হানেন বাংলার মুকেশ কুমার ৷ প্রথম ইনিংসে তিনি দু ওভার হাত ঘুরিয়ে কোনও রান না দিয়েই 2 উইকেট নিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও তাঁর হাত ধরে ড্রেসিংরুমে ফেরেন টনি ডি'জর্জি ও ডিন এলগার ৷ তবে বল হাতে ভয়ংকর ছিলেন বুমরা ৷ 61 রান খরচ করে 6টি উইকেট তুলে নেন তিনি ৷

প্রথম ইনিংসে বল হাতে নেতৃত্বের পর দ্বিতীয় ইনিংসে বুমরাকে সঙ্গ দেন সিরাজ ৷ তবে প্রোটিয়া ইনিংসের গুরুত্বপূর্ণ উইকেটটি তাঁরই ঝুলিতে ৷ তিনি ঘরে ফেরান মার্করামকে ৷ ভারতীয় পেস বোলারদের সামনে সতীর্থরা মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরলেও কঠিন পিচে আদর্শ ব্যাটিংয়ের উদাহরণ তুলে ধরেন মার্করাম ৷ তাঁর ডিফেন্সের দেওয়াল ভঙতে গিয়ে এক সময় দিশেহারা দেখিয়েছিল ভারতীয় বোলারদেরও ৷ শেষ পর্যন্ত 106 রানে মার্করাম প্যাভিলিয়নে ফেরার পর প্রোটিয়া ইনিংসের সমাপ্তি ঘটাতে বেশি সময় ব্যয় করেননি বুমরারা ৷

প্রথম ইনিংস শেষে 98 রান এগিেয় থাকার দৌলতে ভারতের জন্য় টার্গেট খুব কঠিন নয় ৷ আর 79 রান তুলে নিতে পারলেই প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজ ড্র করে ঘরে ফিরতে পারবে ভারতীয় দল ৷ জয়ের লক্ষ্য নিয়েই রেনবো নেশনে পা দিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেই আশা পূর্ণ হয়নি ৷ তবে হোয়াইট ওয়াশ বাঁচিয়ে সিরিজ ড্র করতে পারলেও নিশ্চয় খুশি হবেন বিরাট কোহলি-শ্রেয়াস আইয়াররা ৷

আরও পড়ুন:

  1. 11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া
  2. কেরিয়ারের সেরা টেস্ট বোলিং, সিরাজি স্পেলে আঁধারে প্রোটিয়া শিবির
  3. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার

কেপটাউন, 4 জানুয়ারি: জাসপ্রীত বুমরার দাপুটে বোলিংয়ে 176 রানে গুটিয়ে গেল প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস ৷ এডেইন মার্করামের চোয়াল চাপা লড়াই সত্ত্বেও ভারতের সামনে বড় রানের টার্গেট দিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা ৷ কেপটাউন টেস্ট জিততে রোহিত-বিরাটদের দরকার মাত্র 79 রান ৷

প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন মহম্মদ সিরাজ, দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই শুরু করেন বুমরা ৷ তাঁর আগুনে বোলিং কোমর ভেঙে দেয় প্রোটিয়া মিডল অর্ডারের ৷ ট্রিস্টেন স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভারেনি সকলেই বুমরার শিকার ৷ দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের প্রথম আঘাত হানেন বাংলার মুকেশ কুমার ৷ প্রথম ইনিংসে তিনি দু ওভার হাত ঘুরিয়ে কোনও রান না দিয়েই 2 উইকেট নিয়েছিলেন ৷ দ্বিতীয় ইনিংসেও তাঁর হাত ধরে ড্রেসিংরুমে ফেরেন টনি ডি'জর্জি ও ডিন এলগার ৷ তবে বল হাতে ভয়ংকর ছিলেন বুমরা ৷ 61 রান খরচ করে 6টি উইকেট তুলে নেন তিনি ৷

প্রথম ইনিংসে বল হাতে নেতৃত্বের পর দ্বিতীয় ইনিংসে বুমরাকে সঙ্গ দেন সিরাজ ৷ তবে প্রোটিয়া ইনিংসের গুরুত্বপূর্ণ উইকেটটি তাঁরই ঝুলিতে ৷ তিনি ঘরে ফেরান মার্করামকে ৷ ভারতীয় পেস বোলারদের সামনে সতীর্থরা মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরলেও কঠিন পিচে আদর্শ ব্যাটিংয়ের উদাহরণ তুলে ধরেন মার্করাম ৷ তাঁর ডিফেন্সের দেওয়াল ভঙতে গিয়ে এক সময় দিশেহারা দেখিয়েছিল ভারতীয় বোলারদেরও ৷ শেষ পর্যন্ত 106 রানে মার্করাম প্যাভিলিয়নে ফেরার পর প্রোটিয়া ইনিংসের সমাপ্তি ঘটাতে বেশি সময় ব্যয় করেননি বুমরারা ৷

প্রথম ইনিংস শেষে 98 রান এগিেয় থাকার দৌলতে ভারতের জন্য় টার্গেট খুব কঠিন নয় ৷ আর 79 রান তুলে নিতে পারলেই প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজ ড্র করে ঘরে ফিরতে পারবে ভারতীয় দল ৷ জয়ের লক্ষ্য নিয়েই রেনবো নেশনে পা দিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেই আশা পূর্ণ হয়নি ৷ তবে হোয়াইট ওয়াশ বাঁচিয়ে সিরিজ ড্র করতে পারলেও নিশ্চয় খুশি হবেন বিরাট কোহলি-শ্রেয়াস আইয়াররা ৷

আরও পড়ুন:

  1. 11 বল, 6 উইকেট, 5 শূন্য; রোহিত-কোহলির দৌলতে লজ্জা এড়াল টিম ইন্ডিয়া
  2. কেরিয়ারের সেরা টেস্ট বোলিং, সিরাজি স্পেলে আঁধারে প্রোটিয়া শিবির
  3. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
Last Updated : Jan 4, 2024, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.