ETV Bharat / sports

India vs England Final : বিশ্বসেরা হতে যশ ধুলদের দরকার 190 রান

অ্যান্টিগায় ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল (India vs England) ৷ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রিস্ট ৷ 61 রানে ছ' উইকেট হারালেও শেষ পর্যন্ত 189 রান তুলেছে ইংল্যান্ড ৷

author img

By

Published : Feb 5, 2022, 10:11 PM IST

Updated : Feb 5, 2022, 11:02 PM IST

India vs England Final
বিশ্বসেরা হতে যশ ধুলদের দরকার 190 রান

অ্যান্টিগা, 5 ফেব্রুয়ারি : কাপ যুদ্ধের লড়াইয়ে দেশের ছোটরা ৷ অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হাইভোল্ডেজ ফাইনালে শুরুটা দারুণ করেন যশ ধুলরা (India vs England) ৷

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট ৷ 61 রানে ছ' উইকেট হারালেও শেষ পর্যন্ত 189 রান তুলেছে ইংল্যান্ড ৷ রাজ বাওয়া, রবি কুমারদের দাপটে 200 আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পঞ্চমবার চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার 190 রান ৷

ভারতের হয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ভাঙার শুরুটা করেছিলেন বাংলার রবি কুমার ৷ ইনিংসের শুরুতেই ফেরান জ্যাকব বেথেল, অধিনায়ক টম প্রেস্টকে ৷ শেষ পর্যন্ত দুই স্পেলে ঝুলিতে চার উইকেট পোরেন তিনি ৷ অন্যদিকে মিডল অর্ডারে কাঁপুনি ধরান রাজ বাওয়া ৷ মোট পাঁচ উইকেট নেন হিমাচলের এই মিডিয়াম পেসার ৷

অন্যদিকে, শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে দলকে টানেন জেমস রিউ ৷ শেষ পর্যন্ত 95 রানে থামে ইংল্যান্ড ব্যাটারের ইনিংস ৷ 34 রানে অপরাজিত থাকেন টেল-এন্ডার জেমস সেলস ৷ শেষবার 1998 সালে ছোটদের বিশ্বকাপ জিতেছিল তাঁরা ৷ তারপর থেকে আর ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড ৷ সেই চাপেই ব্যর্থ প্রেস্টদের টপ অর্ডার ৷

আরও পড়ুন : Rohit on captaincy : নেতৃত্বে 'বিরাট' বদলের পক্ষপাতি নন রোহিত

ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল বলছেন, কাপ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী (india chase record extending 5th U19 World Cup title) ৷ মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শ-এর যশের হাতে কাপ দেখতে মুখিয়ে রয়েছে দেশবাসীও ৷

অ্যান্টিগা, 5 ফেব্রুয়ারি : কাপ যুদ্ধের লড়াইয়ে দেশের ছোটরা ৷ অ্যান্টিগায় স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হাইভোল্ডেজ ফাইনালে শুরুটা দারুণ করেন যশ ধুলরা (India vs England) ৷

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট ৷ 61 রানে ছ' উইকেট হারালেও শেষ পর্যন্ত 189 রান তুলেছে ইংল্যান্ড ৷ রাজ বাওয়া, রবি কুমারদের দাপটে 200 আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড ইনিংস ৷ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পঞ্চমবার চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার 190 রান ৷

ভারতের হয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ভাঙার শুরুটা করেছিলেন বাংলার রবি কুমার ৷ ইনিংসের শুরুতেই ফেরান জ্যাকব বেথেল, অধিনায়ক টম প্রেস্টকে ৷ শেষ পর্যন্ত দুই স্পেলে ঝুলিতে চার উইকেট পোরেন তিনি ৷ অন্যদিকে মিডল অর্ডারে কাঁপুনি ধরান রাজ বাওয়া ৷ মোট পাঁচ উইকেট নেন হিমাচলের এই মিডিয়াম পেসার ৷

অন্যদিকে, শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড ৷ সেখান থেকে দলকে টানেন জেমস রিউ ৷ শেষ পর্যন্ত 95 রানে থামে ইংল্যান্ড ব্যাটারের ইনিংস ৷ 34 রানে অপরাজিত থাকেন টেল-এন্ডার জেমস সেলস ৷ শেষবার 1998 সালে ছোটদের বিশ্বকাপ জিতেছিল তাঁরা ৷ তারপর থেকে আর ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড ৷ সেই চাপেই ব্যর্থ প্রেস্টদের টপ অর্ডার ৷

আরও পড়ুন : Rohit on captaincy : নেতৃত্বে 'বিরাট' বদলের পক্ষপাতি নন রোহিত

ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল বলছেন, কাপ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী (india chase record extending 5th U19 World Cup title) ৷ মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শ-এর যশের হাতে কাপ দেখতে মুখিয়ে রয়েছে দেশবাসীও ৷

Last Updated : Feb 5, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.