ETV Bharat / sports

নেই রিস্ট স্পিনার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভুগবে ভারত : কানেরিয়া

সামনের মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে ভারত ৷ ইংল্যান্ডের সাউদাম্পটন 18 জুন নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত ৷

কানেরিয়া
কানেরিয়া
author img

By

Published : May 12, 2021, 10:32 AM IST

নয়াদিল্লি, 12 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যে দল নির্বাচন সেরে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর সেই দল দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কানেরিয়ার মনে হয়েছে ভারত একটি ট্রিক মিস করে ফেলেছে ৷ দলে নেই কোনও রিস্ট স্পিনার ৷ কারণ তাঁর মতে দলে রাহুল চাহারের অন্তর্ভূক্তি ভারতকে আরও শক্তিশালী করত ৷

সামনের মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে ভারত ৷ ইংল্যান্ডের সাউদাম্পটন 18 জুন নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত ৷ তারপর অগস্টের 4 তারিখ থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ও খেলবে ভারত ৷

কানেরিয়া বলেন, ‘‘ ভারত একটি শক্তিশালী দল নির্বাচন করেছে ৷ ওদের দল বেশ ভাল ৷ তবে যেটা দেখার বিষয়, দলে কোনও রিস্ট স্পিনার নেই ৷ ওদের দলের সবাই ফিঙ্গার স্পিনার ৷ অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ৷’’

আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ

কানেরিয়া আরও বলেন, ‘‘ আমার ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে ৷ বিভিন্ন পরিস্থিতিতে 8 বছরের অভিজ্ঞতা ৷ এখানে এখন যথেষ্ট আর্দ্রতা ৷ এখন লেগ স্পিনার থাকা দরকারি ৷ এই কারণেই আমি কাউন্ট্রি ক্রিকেটে সাফল্য অর্জন করেছি ৷ তাই ভারতের এটি একটি চিন্তার বিষয়, দলে কোনও লেগ স্পিনার অথবা কোনও রিস্ট স্পিনার নেই ৷ ’’

নয়াদিল্লি, 12 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যে দল নির্বাচন সেরে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ আর সেই দল দেখে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কানেরিয়ার মনে হয়েছে ভারত একটি ট্রিক মিস করে ফেলেছে ৷ দলে নেই কোনও রিস্ট স্পিনার ৷ কারণ তাঁর মতে দলে রাহুল চাহারের অন্তর্ভূক্তি ভারতকে আরও শক্তিশালী করত ৷

সামনের মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে ভারত ৷ ইংল্যান্ডের সাউদাম্পটন 18 জুন নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত ৷ তারপর অগস্টের 4 তারিখ থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ও খেলবে ভারত ৷

কানেরিয়া বলেন, ‘‘ ভারত একটি শক্তিশালী দল নির্বাচন করেছে ৷ ওদের দল বেশ ভাল ৷ তবে যেটা দেখার বিষয়, দলে কোনও রিস্ট স্পিনার নেই ৷ ওদের দলের সবাই ফিঙ্গার স্পিনার ৷ অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ৷’’

আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ

কানেরিয়া আরও বলেন, ‘‘ আমার ইংল্যান্ডে খেলার প্রচুর অভিজ্ঞতা আছে ৷ বিভিন্ন পরিস্থিতিতে 8 বছরের অভিজ্ঞতা ৷ এখানে এখন যথেষ্ট আর্দ্রতা ৷ এখন লেগ স্পিনার থাকা দরকারি ৷ এই কারণেই আমি কাউন্ট্রি ক্রিকেটে সাফল্য অর্জন করেছি ৷ তাই ভারতের এটি একটি চিন্তার বিষয়, দলে কোনও লেগ স্পিনার অথবা কোনও রিস্ট স্পিনার নেই ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.