চট্টগ্রাম, 10 ডিসেম্বর: সিরিজ হেরে যাওয়ায় চট্টগ্রামে শনিবারের ম্যাচ ছিল নিয়মরক্ষার ৷ যদিও দু'দলের মধ্যে একটা করে তাগিদ কাজ করছিল ৷ বাংলাদেশ চাইছিল সফরকারী দলকে চুনকাম করতে ৷ আর ভারত চাইছিল চুনকামের লজ্জা এড়াতে ৷ সেই লক্ষ্যেই চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠলেন ভারতীয় ব্যাটাররা ৷ বাংলাদেশ বোলারদের বেদম প্রহার করে দ্বিশতরান হাঁকালেন ওপেনার ঈশান কিষাণ (Ishan Kishan hits double ton) ৷ তিন বছর পর ওয়ান ডে-তে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) উইলো থেকে ৷ তবু অল্পের জন্য ওয়ান ডে ক্রিকেটে নিজেদের সর্বাধিক রানের ইনিংসের নজির গড়া হল না টিম ইন্ডিয়ার ৷
এদিন 50 ওভারে 8 উইকেট হারিয়ে 409 রানে থামল ভারতের ইনিংস ৷ 2011 ইন্দোরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে করা 418 রানের সর্বাধিক রানের নজির অক্ষতই রইল ৷ তবে শনিবার চট্টগ্রামের এই ইনিংস সর্বাধিক রানের তালিকায় জায়গা করে নিল চতুর্থস্থানে (India made their fourth highest ODI total against Bangladesh) ৷ সামগ্রিকভাবে ভারতের এই রান ওডিআই ক্রিকেটে ত্রয়োদশ সর্বাধিক ৷
15 রানে শিখর ধাওয়ানের উইকেট হারানোর পর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন ঈশান কিষাণ-বিরাট কোহলি শো ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্রুততম (126 বল) দ্বিশতরান করলেন ঝাড়খণ্ডের বাঁ-হাতি ওপেনার ৷ অন্যদিকে বিরাটের ব্যাট থেকে বেরোল 72তম আন্তর্জাতিক শতরান ৷ রিকি পন্টিংকে ছাপিয়ে মাস্টার-ব্লাস্টারকে ধাওয়া শুরু করলেন দিল্লি ব্য়াটার ৷ পক্ষান্তরে দ্রুততম দ্বিশতরানের নজির গড়ার পথে ক্রিস গেইলকে টপকে গেলেন ধোনির রাজ্যের ঈশান ৷ দু'য়ে মিলে জুটিতেও গড়লেন নজির ৷
আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ঈশানের
যে কোনও উইকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বাধিক রানের (290 রান) জুটি বাঁধলেন ঈশান-বিরাট ৷ শেষ পর্যন্ত 24টি চার, 10টি ছ'য়ে 210 রান (131) করে আউট হন ঈশান ৷ 42তম ওভারে 113 রান করে কোহলি যখন প্যাভিলিয়নে ফিরছেন, ভারত তখন সর্বাধিক রানের নজির গড়ার দিকে ভালোই এগোচ্ছে ৷ ষষ্ঠ উইকেটে অক্ষর প্যাটেল-ওয়াশিংটন সুন্দরের 46 রানের জুটি দলকে রেকর্ডের লক্ষ্যে এগিয়ে নিয়ে গেলেও শেষপর্যন্ত লক্ষ্যপূরণ হয়নি ৷ 27 বলে 37 রান করে 49তম ওভারে সুন্দর আউট হতেই নজিরের অদূরে থেমে যায় ভারত ৷ 50 ওভারে 409 রানে ইনিংস শেষ হয় সফরকারী দলের ইনিংস ৷