ETV Bharat / sports

ICC World Cup 2023: কোচ তো মাঠে নেমে রান করবেন না, আমার দায়িত্ব পাশে থাকা: রাহুল দ্রাবিড় - অজিদের বিরুদ্ধে 8 অক্টোবর

ম্যাচ শুরু হতে বাকি আর কয়েকটা দিন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফর শুরু করবে ভারতীয় দল ৷ তার আগে এবার সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ তিনি জানালেন, মাঠে নামার পর দলটা অধিনায়কের ৷ তাঁর দায়িত্ব পাশে থাকা ৷

ICC World Cup 2023
মুখ খুললেন রাহুল দ্রাবিড়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:53 PM IST

চেন্নাই, 6 অক্টোবর: অজিদের বিরুদ্ধে 8 অক্টোবর তাঁদের বিশ্বকাপ সফর শুরু করতে চলেছে ভারতীয় দল ৷ ঠিক তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে হাজির হলেন ভারতীয় দলের হেডস্য়ার রাহুল দ্রাবিড় ৷ তিনি জানালেন অধিনায়ককে আরও শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য ৷ একইসঙ্গে তিনি দাবি করেন, একবার মাঠে নামার পর দলটা অধিনায়কের ৷ তখন সেখানে কোচের কিছু করার থাকে না ৷

তিনি সাংবাদিকদের বলেন, "সত্যি কথা বলতে একবার খেলাটা শুরু হলে দলটা কিন্তু অধিনায়কের ৷ দলকেই এগিয়ে যেতে হবে ৷ তাদেরই মাঠে কৌশলটা সঠিকভাবে ব্যবহার করতে হবে ৷ আর শেষমেশ তাঁদেরই কাজটা করতে হবে ৷" দ্রাবিড় পরিষ্কার জানান, কোচের দায়িত্ব হল পরিকল্পনা তৈরি করা, প্রস্তুতিপর্ব সঠিকভাবে হচ্ছে কি না তা খেয়াল রাখা আর একটি এমন দল তৈরি করা যারা সঠিক মনোযোগ দিয়ে কাজটা করবে ৷

রাহুল মূলত তাঁর 'যাদের নিয়ন্ত্রণ করা যায় তাঁদের নিয়ন্ত্রণে রাখো' এই দর্শনের জন্য়ই বিখ্যাত ৷ কিন্তু তিনি বলেন, "কোচ মাঠে নেমে একটা রানও করেন না বা উইকেটও নেন না ৷ যেটা আমরা করতে পারি তা হল খেলোয়াড়দের পাশে থাকা ৷" এই টুর্নামেন্টে নিরাপদ স্কোর কত হতে পারে? এই প্রশ্ন শুনে তিনি হেসে বলেন, "বিপক্ষের থেকে ঠিক এক রান বেশি ৷ আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ স্কোর হবে ৷"

প্রতিটা মাঠ আলাদা তাই পিচও আলাদা রণ কৌশলের কথা বলতে গিয়ে রাহুল বলেন, "প্রতিটা পিচ আলাদা, তাই আমাদের প্রথমে বিষয়টাকে সঠিকভাবে মূল্যায়ণ করতে হবে ৷ তারপর কি হয় সেটাই দেখার ৷"

আরও পড়ুন: বিক্রমজিৎ বাসের লড়াই ব্যর্থ, বিশাল ব্যবধানে ডাচ ‘বধ’ পাকিস্তানের

ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর জোড়া শতরান কী দেখলেন তিনি ? রাহুল বলেন, "আমি দু'জনের খেলাই দেখেছি ৷ দু'জনেই খুব ভালো খেলেছেন ৷ অবশ্যই নিউজিল্যান্ড তো দারুণ শুরু করেছিল ৷ আর দেখে মনে হচ্ছিল খেলা যত গড়িয়েছে ততই পিচটা ভালো হয়েছে ৷ " 2007 সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, তিনি এখন নিজেকে দেখছেন কোচ হিসাবেই ৷ খেলোয়াড় হিসাবে আর নিজেকে দেখতে চান না ৷

চেন্নাই, 6 অক্টোবর: অজিদের বিরুদ্ধে 8 অক্টোবর তাঁদের বিশ্বকাপ সফর শুরু করতে চলেছে ভারতীয় দল ৷ ঠিক তার আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে হাজির হলেন ভারতীয় দলের হেডস্য়ার রাহুল দ্রাবিড় ৷ তিনি জানালেন অধিনায়ককে আরও শক্তিশালী করাই তাঁর মূল লক্ষ্য ৷ একইসঙ্গে তিনি দাবি করেন, একবার মাঠে নামার পর দলটা অধিনায়কের ৷ তখন সেখানে কোচের কিছু করার থাকে না ৷

তিনি সাংবাদিকদের বলেন, "সত্যি কথা বলতে একবার খেলাটা শুরু হলে দলটা কিন্তু অধিনায়কের ৷ দলকেই এগিয়ে যেতে হবে ৷ তাদেরই মাঠে কৌশলটা সঠিকভাবে ব্যবহার করতে হবে ৷ আর শেষমেশ তাঁদেরই কাজটা করতে হবে ৷" দ্রাবিড় পরিষ্কার জানান, কোচের দায়িত্ব হল পরিকল্পনা তৈরি করা, প্রস্তুতিপর্ব সঠিকভাবে হচ্ছে কি না তা খেয়াল রাখা আর একটি এমন দল তৈরি করা যারা সঠিক মনোযোগ দিয়ে কাজটা করবে ৷

রাহুল মূলত তাঁর 'যাদের নিয়ন্ত্রণ করা যায় তাঁদের নিয়ন্ত্রণে রাখো' এই দর্শনের জন্য়ই বিখ্যাত ৷ কিন্তু তিনি বলেন, "কোচ মাঠে নেমে একটা রানও করেন না বা উইকেটও নেন না ৷ যেটা আমরা করতে পারি তা হল খেলোয়াড়দের পাশে থাকা ৷" এই টুর্নামেন্টে নিরাপদ স্কোর কত হতে পারে? এই প্রশ্ন শুনে তিনি হেসে বলেন, "বিপক্ষের থেকে ঠিক এক রান বেশি ৷ আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ স্কোর হবে ৷"

প্রতিটা মাঠ আলাদা তাই পিচও আলাদা রণ কৌশলের কথা বলতে গিয়ে রাহুল বলেন, "প্রতিটা পিচ আলাদা, তাই আমাদের প্রথমে বিষয়টাকে সঠিকভাবে মূল্যায়ণ করতে হবে ৷ তারপর কি হয় সেটাই দেখার ৷"

আরও পড়ুন: বিক্রমজিৎ বাসের লড়াই ব্যর্থ, বিশাল ব্যবধানে ডাচ ‘বধ’ পাকিস্তানের

ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রর জোড়া শতরান কী দেখলেন তিনি ? রাহুল বলেন, "আমি দু'জনের খেলাই দেখেছি ৷ দু'জনেই খুব ভালো খেলেছেন ৷ অবশ্যই নিউজিল্যান্ড তো দারুণ শুরু করেছিল ৷ আর দেখে মনে হচ্ছিল খেলা যত গড়িয়েছে ততই পিচটা ভালো হয়েছে ৷ " 2007 সালের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, তিনি এখন নিজেকে দেখছেন কোচ হিসাবেই ৷ খেলোয়াড় হিসাবে আর নিজেকে দেখতে চান না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.