কলকাতা, 28 অগস্ট: করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid Recovers From COVID 19) ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে বিসিসিআই (BCCI) এর একটি সূত্র মারফত জানানো হয়েছে, খুব দ্রুতই তিনি দুবাইতে এশিয়া কাপ (Asia Cup 2022) টুর্নামেন্টে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন ৷
23 অগস্ট রাহুল দ্রাবিড়ের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ৷ তার পর থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি ৷ 5 দিনের মাথায় দ্রাবিড়ের ফের করোনা পরীক্ষা করানো হয় ৷ যে রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যাচ্ছে ৷
ভারতীয় দল এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আইসিসি’র নিয়ম অনুযায়ী, সকলের কোভিড টেস্ট করানো হয় ৷ সেই টেস্ট রিপোর্ট পজিটিভ আসে রাহুল দ্রাবিড়ের ৷ ফলে ভারতীয় দলের সঙ্গে তিনি দুবাই যেতে পারেননি ৷ বদলে হেড কোচের দায়িত্ব দিয়ে দলের সঙ্গে দুবাই পাঠানো হয় এনসিএ প্রধান তথা প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণকে (VVS Laxman) ৷ বিসিসিআই সচিব জয় শাহ সেই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন ৷ এবার দ্রাবিড় সুস্থ হয়ে যাওয়ায়, চিকিৎসকদের পরামর্শ মতো তিনিও খুব দ্রুত ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন ৷
আরও পড়ুন: পিচ দেখে একাদশ বাছাই, নিজেদের খেলায় ফোকাস করছে রোহিতব্রিগেড
অন্যদিকে, আজই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত ৷ যে ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৷ গত বছর এই মাঠেই টি-20 বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়েছিল ভারতকে ৷ যা ক্রিকেটের যে কোনও ফরম্যাটের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম হার ছিল ৷ ফলে আজ এশিয়া কাপের ম্যাচে সেই দাগ মুছে ফেলতে চাইবে রোহিত শর্মার ভারত ৷ কোচ রাহুল দ্রাবিড়ের সুস্থ হয়ে ওঠার খবর, ভারতীয় দলের পৌঁছনোর পর মেন ইন ব্লু যে বাড়তি উৎসাহ নিয়ে মাঠে নামবে, তা বলার অপেক্ষা রাখে না ৷