ETV Bharat / sports

IND vs NZ : সূর্যের তেজে জয়েই যাত্রা শুরু কোচ দ্রাবিড়ের - Ravichandran Ashwin

শেষদিকে বেশ টানটান আকার নিলেও ম্য়াচটা এতোটা কঠিন হবে মনে হয়নি ৷ অন্তত সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন ৷ 40 বলে 62 রানের ঝকঝকে ইনিংস খেলে সূর্য আউট হওয়ার পর ম্য়াচে ফিরেছিল কিউয়িরা ৷ তবে শেষরক্ষা হয়নি ৷

IND vs NZ
সূর্যের তেজে জয়েই যাত্রা শুরু কোচ দ্রাবিড়ের
author img

By

Published : Nov 17, 2021, 10:43 PM IST

Updated : Nov 17, 2021, 11:03 PM IST

জয়পুর, 17 নভেম্বর : টি-20 বিশ্বকাপের ব্য়র্থতাকে পিছনে ফেলে জয় দিয়ে শুরু করল নতুন ভারত ৷ হেডস্য়ার রাহুল শরদ দ্রাবিড় এবং দলনায়ক রোহিত গুরুনাথ শর্মার ফর্মুলা হিট প্রথম ম্য়াচেই ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের প্রথম টি-20তে গোলাপি শহরে উজ্জ্বল দ্রাবিড়ের ভারত ৷ কোভিড অধ্য়ায় পেরিয়ে দর্শকে ঠাসা গ্য়ালারি তারিয়ে তারিয়ে উপভোগ করল নতুন ভারতের সেই জয়গান ৷ শেষদিকে বেশ টানটান আকার নিলেও ম্য়াচটা এতোটা কঠিন হবে মনে হয়নি ৷ অন্তত সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন ৷ 40 বলে 62 রানের ঝকঝকে ইনিংস খেলে সূর্য আউট হওয়ার পর ম্য়াচে ফিরেছিল কিউয়িরা ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ 2 বল বাকি থাকতে টিম সাউদির দলকে 5 উইকেটে সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্য়ান্ড কোম্পানি ৷ 165 রান তাড়া করে জিতল 'মেন ইন ব্লু'

17 বলে 17 রানে অপরাজিত থেকে শেষটা করলেন ঋষভ পন্থ ৷ তবে জয়ের ইমারত গড়ে গিয়েছিলেন সূর্যই ৷ নীল জার্সির অভিষেকে আইয়ারের ইনিংস স্থায়ীত্ব হল মাত্র 2 বল ৷ সংকটজনক পরিস্থিতিতে ব্য়াট হাতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরের বলেই আউট ইন্দোরের ব্য়াটার ৷ মাথা ঠান্ডা রেখে আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ফিনিশ করতে হয় দ্রাবিড় নিশ্চয় শেখাবেন তাঁকে ৷ সে যাইহোক, প্রথম ম্য়াচে লেটার মার্কস নিয়েই পাশ করল দ্রাবিড়ের ভারত ৷

2 রানের জন্য় হাফসেঞ্চুরি মিস করলেও ব্য়াট হাতে ভরসা দিলেন অধিনায়ক রোহিত ৷ সোয়াই মান সিং স্টেডিয়ামে পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে টস জিতে এদিন শুরু করেন মুম্বইকর ব্য়াটার ৷ প্রথম ওভারে ভুবির ইনসুইংয়ে ঠকে যান বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক ডারিল মিচেল ৷ তবে দ্বিতীয় উইকেটে গাপটিল-চ্য়াপম্য়ান কিউয়ি ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 109 রানের জুটিতে একসময় বড় লক্ষ্য়মাত্রার ভ্রুকুটি ছিল ভারতের সামনে ৷ কিন্তু শেষদিকে ফের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউয়িদের রানের গতিতে কিছুটা রাশ টানেন অশ্বিনরা ৷

আরও পড়ুন : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ

4 ওভারে 23 রান দিয়ে 2টি উইকেট নেন অভিজ্ঞ ফিঙ্গার স্পিনার ৷ 23 রানে 2 উইকেট যায় ভুবনেশ্বরের দখলে ৷ 6টি চার, 2টি ছয়ে 50 বলে 63 রান আসে চ্য়াপম্য়ানের ব্য়াটে ৷ 3টি চার এবং 4টি ছক্কায় 42 বলে 70 করে ফেরেন গাপটিল ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 164 রানে শেষ হয় কিউয়িদের ইনিংস ৷

জয়পুর, 17 নভেম্বর : টি-20 বিশ্বকাপের ব্য়র্থতাকে পিছনে ফেলে জয় দিয়ে শুরু করল নতুন ভারত ৷ হেডস্য়ার রাহুল শরদ দ্রাবিড় এবং দলনায়ক রোহিত গুরুনাথ শর্মার ফর্মুলা হিট প্রথম ম্য়াচেই ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের প্রথম টি-20তে গোলাপি শহরে উজ্জ্বল দ্রাবিড়ের ভারত ৷ কোভিড অধ্য়ায় পেরিয়ে দর্শকে ঠাসা গ্য়ালারি তারিয়ে তারিয়ে উপভোগ করল নতুন ভারতের সেই জয়গান ৷ শেষদিকে বেশ টানটান আকার নিলেও ম্য়াচটা এতোটা কঠিন হবে মনে হয়নি ৷ অন্তত সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন ৷ 40 বলে 62 রানের ঝকঝকে ইনিংস খেলে সূর্য আউট হওয়ার পর ম্য়াচে ফিরেছিল কিউয়িরা ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ 2 বল বাকি থাকতে টিম সাউদির দলকে 5 উইকেটে সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্য়ান্ড কোম্পানি ৷ 165 রান তাড়া করে জিতল 'মেন ইন ব্লু'

17 বলে 17 রানে অপরাজিত থেকে শেষটা করলেন ঋষভ পন্থ ৷ তবে জয়ের ইমারত গড়ে গিয়েছিলেন সূর্যই ৷ নীল জার্সির অভিষেকে আইয়ারের ইনিংস স্থায়ীত্ব হল মাত্র 2 বল ৷ সংকটজনক পরিস্থিতিতে ব্য়াট হাতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরের বলেই আউট ইন্দোরের ব্য়াটার ৷ মাথা ঠান্ডা রেখে আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ফিনিশ করতে হয় দ্রাবিড় নিশ্চয় শেখাবেন তাঁকে ৷ সে যাইহোক, প্রথম ম্য়াচে লেটার মার্কস নিয়েই পাশ করল দ্রাবিড়ের ভারত ৷

2 রানের জন্য় হাফসেঞ্চুরি মিস করলেও ব্য়াট হাতে ভরসা দিলেন অধিনায়ক রোহিত ৷ সোয়াই মান সিং স্টেডিয়ামে পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে টস জিতে এদিন শুরু করেন মুম্বইকর ব্য়াটার ৷ প্রথম ওভারে ভুবির ইনসুইংয়ে ঠকে যান বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক ডারিল মিচেল ৷ তবে দ্বিতীয় উইকেটে গাপটিল-চ্য়াপম্য়ান কিউয়ি ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 109 রানের জুটিতে একসময় বড় লক্ষ্য়মাত্রার ভ্রুকুটি ছিল ভারতের সামনে ৷ কিন্তু শেষদিকে ফের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউয়িদের রানের গতিতে কিছুটা রাশ টানেন অশ্বিনরা ৷

আরও পড়ুন : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ

4 ওভারে 23 রান দিয়ে 2টি উইকেট নেন অভিজ্ঞ ফিঙ্গার স্পিনার ৷ 23 রানে 2 উইকেট যায় ভুবনেশ্বরের দখলে ৷ 6টি চার, 2টি ছয়ে 50 বলে 63 রান আসে চ্য়াপম্য়ানের ব্য়াটে ৷ 3টি চার এবং 4টি ছক্কায় 42 বলে 70 করে ফেরেন গাপটিল ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 164 রানে শেষ হয় কিউয়িদের ইনিংস ৷

Last Updated : Nov 17, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.