ETV Bharat / sports

India beat Zimbabwe ওপেনিং জুটির দাপটে প্রথম ম্যাচে 10 উইকেটে জয় টিম ইন্ডিয়ার - India beat Zimbabwe

প্রথম ওয়ান ডে ম্যাচে অনায়াস জয় পেল ভারত ৷ দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমন গিলের দাপটে 10 উইকেটে জিতল ভারত (India beat Zimbabwe by 10 wickets) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 18, 2022, 6:55 PM IST

Updated : Aug 18, 2022, 7:49 PM IST

হারারে, 18 অগস্ট: প্রথমে বোলারদের দাপট ৷ রান তাড়া করতে নেমে বিধ্বংসী শিখর ধাওয়ান, শুভমন গিল ৷ সবমিলিয়ে প্রথম ওডিআই-তে অনায়াস জয় পেল 'মেন ইন ব্লু' ৷ বল হাতে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে মাত্র 189 রানে আটকে রাখেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণরা । 190 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার ধাওয়ান ও গিলের দাপটে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত (India beat Zimbabwe by 10 wickets) ।

রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন দুই নীল জার্সিধারী ৷ 113 বলে 81 রানের ইনিংস গড়েন 'গব্বর' ৷ সংগ্রহে রয়েছে 9টি চার ৷ অন্যদিকে, মাত্র 72 বলে 82 রানের ইনিংস গড়েন গিল ৷ সৌজন্যে, 10টি চার এবং 1টি ছয় ৷

আরও পড়ুন : ভারতের জিম্বাবোয়ে সফরের আবহে ফিরে দেখা হেনরি ওলঙ্গাকে

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেএল রাহুল । প্রথম থেকেই দুরন্ত শুরু করেন চাহার, কৃষ্ণরা ৷ যোগ্য সঙ্গত দেন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেলরা ৷ ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন কাইয়া, মারুমানি, মাধেভেরেরা ৷ ব্যর্থ বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স করা সিকন্দর রাজাও ৷

হারারে, 18 অগস্ট: প্রথমে বোলারদের দাপট ৷ রান তাড়া করতে নেমে বিধ্বংসী শিখর ধাওয়ান, শুভমন গিল ৷ সবমিলিয়ে প্রথম ওডিআই-তে অনায়াস জয় পেল 'মেন ইন ব্লু' ৷ বল হাতে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে মাত্র 189 রানে আটকে রাখেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণরা । 190 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার ধাওয়ান ও গিলের দাপটে কোনও উইকেট না-হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত (India beat Zimbabwe by 10 wickets) ।

রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন দুই নীল জার্সিধারী ৷ 113 বলে 81 রানের ইনিংস গড়েন 'গব্বর' ৷ সংগ্রহে রয়েছে 9টি চার ৷ অন্যদিকে, মাত্র 72 বলে 82 রানের ইনিংস গড়েন গিল ৷ সৌজন্যে, 10টি চার এবং 1টি ছয় ৷

আরও পড়ুন : ভারতের জিম্বাবোয়ে সফরের আবহে ফিরে দেখা হেনরি ওলঙ্গাকে

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেএল রাহুল । প্রথম থেকেই দুরন্ত শুরু করেন চাহার, কৃষ্ণরা ৷ যোগ্য সঙ্গত দেন মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেলরা ৷ ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন কাইয়া, মারুমানি, মাধেভেরেরা ৷ ব্যর্থ বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম্যান্স করা সিকন্দর রাজাও ৷

Last Updated : Aug 18, 2022, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.