ফ্লোরিডা, 13 অগস্ট: সিরিজে টিকে থাকতে জয়ই ছিল একমাত্র রাস্তা ৷ প্রথম দু'টি ম্যাচে জেতে ওয়েস্ট ইন্ডিজ ৷ তৃতীয় ম্যাচে জয়ের হাত ধরে সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত ৷ গতকাল, ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ছিল পরের ম্যাচ ৷ টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। ফ্লোরিডায় যশস্বী-শুভমনের যুগলবন্দিতে 18 বল বাকি থাকতে 9 উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। 5 ম্যাচের সিরিজের ফল এখন 2-2। রবিবার পঞ্চম তথা শেষ ম্যাচে সিরিজ কাদের পকেটে যাবে সেটাই এখন দেখার ৷
-
India draw level in the T20I series with brilliant win 👏#WIvIND | 📝 https://t.co/Dzg9Msf5g8 pic.twitter.com/biFhqUWaD9
— ICC (@ICC) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India draw level in the T20I series with brilliant win 👏#WIvIND | 📝 https://t.co/Dzg9Msf5g8 pic.twitter.com/biFhqUWaD9
— ICC (@ICC) August 12, 2023India draw level in the T20I series with brilliant win 👏#WIvIND | 📝 https://t.co/Dzg9Msf5g8 pic.twitter.com/biFhqUWaD9
— ICC (@ICC) August 12, 2023
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও সিমরন হেটমায়ার 49 রান পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত 20 ওভার 8 উইকেট হারিয়ে 178 করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে আর্শদীপ 3টি, কুলদীপ 2টি এবং অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চহাল ও মুকেশ কুমার 1টি করে উইকেট নেন। প্রথমে মনে হয়েছিল 179 রানের টার্গেট বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে হার্দিক ব্রিগেডের কাছে। কিন্তু যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলের পারফরম্যান্স ম্যাচের রং বদলে দিল ৷ তাঁদের দাপুটে ব্যাটিংয়ে উড়ে গেল শাই হোপের দল ৷
-
Series level 👏
— ICC (@ICC) August 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
India's young brigade take down the West Indies with the bat and force the #WIvIND T20I series to a decider 👇https://t.co/aENGT0PtqG
">Series level 👏
— ICC (@ICC) August 13, 2023
India's young brigade take down the West Indies with the bat and force the #WIvIND T20I series to a decider 👇https://t.co/aENGT0PtqGSeries level 👏
— ICC (@ICC) August 13, 2023
India's young brigade take down the West Indies with the bat and force the #WIvIND T20I series to a decider 👇https://t.co/aENGT0PtqG
প্রথমে অর্ধশতরান করেন শুভমন। মাত্র 30 বলে 50 রান করেন তিনি। সেই ওভারেই 33 বলে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বীও। ক্যারিবিয়ানদের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। দলকে জয়ের দোরগোরায় নিয়ে এসে ভাঙে ভারতের ওপেনিং জুটি। 16তম ওভারে 165 রানে প্রথম উইকেট পড়ে ভারতের। 77 রান করে আউট হন শুভমন গিল। 84 রান করে অপরাজিত থাকেন যশস্বী। এই জয়ের ফলে সিরিজের ফল 2-2। সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচ আজ, রবিবার। শেষ টি-20 ম্যাচ হারলেই 20 ওভারের ফর্ম্যাটে সিরিজ হেরে দেশে ফিরতে হবে হার্দিক পান্ডিয়াদের। একই মেরুতে দাঁড়িয়ে ক্যারিবিয়ানরাও। তারা শেষ ম্যাচ হারলে টেস্ট ও ওয়ান ডে-র পরে টি-20 সিরিজও খোয়াবে।
আরও পড়ুন: ফ্লোরিডায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে নজরে ভারতের টপ-অর্ডার