ETV Bharat / sports

India win Asia Cup 2023: সৌজন্যে সিরাজ! 5 বছরের ট্রফি-খরা কাটিয়ে এশিয়া সেরা ভারত - এশিয়ান ক্রিকেট কাউন্সিল

India beat Sri Lanka in Asia Cup 2023 Final: প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মেন ইন ব্লু’ কার্যত এল, দেখল এবং জয় করল ৷ কাটল 5 বছরের ট্রফি খরা ৷ বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় ভারতের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 6:07 PM IST

Updated : Sep 17, 2023, 6:54 PM IST

কলম্বো, 17 সেপ্টেম্বর: গত এক দশক ধরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ট্রফি না-জেতার আক্ষেপ তো রয়েইছে ৷ হতাশা বাড়িয়েছে গত পাঁচ বছরে ভারতের ক্যাবিনেটে কোনও ট্রফি আসেনি ৷ সমস্ত যন্ত্রণা মিটিয়ে দিল রবিবারের কলম্বো ৷ আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মেন ইন ব্লু’ কার্যত এল, দেখল এবং জয় করল ৷ বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় ভারতের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিল ৷

নিরীহ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 6.1 ওভারেই জয় ছিনিয়ে নিল ভারত ৷ একাধিক রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে লজ্জা উপহার দিল ‘টিম ইন্ডিয়া’ ৷ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার ৷ এদিন ওপেন করতে নামেননি রোহিত শর্মা ৷ মুম্বইকরের বদলে ঈশান কিষাণকে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ দুই তরুণের ব্যাটেই জয় এল ভারতে ৷

পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷ যে কোনও ফরম্যাটে টিম ইন্ডিয়ার জেতা শেষ ট্রফি সেটিই ৷ এরপর 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ সঙ্গে টানা দু'বার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নে তীরে গিয়ে ডুবেছে তরী ৷ সিরাজের হুংকারে সমস্ত গ্লানি ফিকে হয়ে গেল ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

বৃ্ষ্টিভেজা কলম্বোয় টস জিতে 50 রানে অল-আউট হয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র ৷ 6 উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ বুমরার ঝুলিতে গিয়েছে 1টি উইকেট ৷ 3টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দিনের প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন, বাকি দিনটা কী হতে চলেছে ৷ কার্যত তাই হল ৷ একপেশে ম্যাচে লঙ্কা ‘বধ’ করে এশিয়া সেরা ভারত ৷

কলম্বো, 17 সেপ্টেম্বর: গত এক দশক ধরে আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ট্রফি না-জেতার আক্ষেপ তো রয়েইছে ৷ হতাশা বাড়িয়েছে গত পাঁচ বছরে ভারতের ক্যাবিনেটে কোনও ট্রফি আসেনি ৷ সমস্ত যন্ত্রণা মিটিয়ে দিল রবিবারের কলম্বো ৷ আর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মেন ইন ব্লু’ কার্যত এল, দেখল এবং জয় করল ৷ বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় ভারতের আত্মবিশ্বাস কয়েকগুন বাড়িয়ে দিল ৷

নিরীহ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 6.1 ওভারেই জয় ছিনিয়ে নিল ভারত ৷ একাধিক রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে লজ্জা উপহার দিল ‘টিম ইন্ডিয়া’ ৷ এশিয়া কাপ ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার ৷ এদিন ওপেন করতে নামেননি রোহিত শর্মা ৷ মুম্বইকরের বদলে ঈশান কিষাণকে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পাঠিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ দুই তরুণের ব্যাটেই জয় এল ভারতে ৷

পাঁচ বছর আগে শেষবার দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলেছিল রোহিতের ভারত ৷ যে কোনও ফরম্যাটে টিম ইন্ডিয়ার জেতা শেষ ট্রফি সেটিই ৷ এরপর 2019 বিশ্বকাপ এবং 2022 টি-20 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ সঙ্গে টানা দু'বার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নে তীরে গিয়ে ডুবেছে তরী ৷ সিরাজের হুংকারে সমস্ত গ্লানি ফিকে হয়ে গেল ৷

আরও পড়ুন: সিরাজের স্পেলে ছারখার লঙ্কা, এশিয়া কাপ ফাইনালে রেকর্ডের ছড়াছড়ি

বৃ্ষ্টিভেজা কলম্বোয় টস জিতে 50 রানে অল-আউট হয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্র ৷ 6 উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ৷ বুমরার ঝুলিতে গিয়েছে 1টি উইকেট ৷ 3টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ দিনের প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন, বাকি দিনটা কী হতে চলেছে ৷ কার্যত তাই হল ৷ একপেশে ম্যাচে লঙ্কা ‘বধ’ করে এশিয়া সেরা ভারত ৷

Last Updated : Sep 17, 2023, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.