জোহানেসবার্গ, 17 ডিসেম্বর: অভিষেকেই হাফসেঞ্চুরি সাই সুদর্শনের ৷ সঙ্গে দাপুটে ইনিংস শ্রেয়স আইয়ারের ৷ বোলারদের পর ব্যাটারদের দাপটে জো'বার্গে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়াদের 8 উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল কেএল রাহুলের টিম ইন্ডিয়া ৷ রবিবার টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও 116 রানে বেঁধে ফেলেন আর্শদীপ সিং ও আবেশ খান ৷ পরে সেই রান তাড়া করতে নেমে 'মেন ইন ব্লু' 200 বল বাকি থাকতে 2 উইকেটে হারিয়ে দেয় প্রোটিয়াদের ৷
-
A comfortable chase for India as Sai Sudharsan scores an unbeaten fifty on ODI debut 👏#SAvIND | 📝: https://t.co/41fhHQfcmC pic.twitter.com/i2AQxFbHMf
— ICC (@ICC) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A comfortable chase for India as Sai Sudharsan scores an unbeaten fifty on ODI debut 👏#SAvIND | 📝: https://t.co/41fhHQfcmC pic.twitter.com/i2AQxFbHMf
— ICC (@ICC) December 17, 2023A comfortable chase for India as Sai Sudharsan scores an unbeaten fifty on ODI debut 👏#SAvIND | 📝: https://t.co/41fhHQfcmC pic.twitter.com/i2AQxFbHMf
— ICC (@ICC) December 17, 2023
প্রত্যুত্তরে আত্মপ্রকাশ ম্যাচে কেবল অর্ধশতরান করাই শুধু নয়, অপরাজিতও থেকে ম্যাচ শেষ করলেন সাই সুদর্শন ৷ যোগ্য সঙ্গত এল অভিজ্ঞ শ্রেয়স আইয়ারের থেকে ৷ সাই সুদর্শনের ব্যাট থেকে আসে 55 রান ও শ্রেয়স তোলেন 52 ৷ সবমিলিয়ে আট উইকেটে প্রথম ওয়ান-ডে ম্যাচ জিতে নিল ভারত ৷ ভারতের হয়ে বল হাতে এদিন পাঁচটি উইকেট নেন আর্শদীপ সিং ৷ চারটি উইকেট নেন আবেশ খান ৷ 1টি উইকেট নেন কুলদীপ যাদব ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যান্ডাইল ফেহলুকুয়াও সর্বোচ্চ 33 রান করেন ৷ এছাড়া টনি ডি জর্জির ব্যাট থেকে আসে 28 রান ৷
এছাড়া কোনও প্রোটিয়া ব্যাটারই 15 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ 27.3 ওভারে 116 রানে সবকটি উইকেট হারায় হোম টিম ৷ অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অভিষেকেই অর্ধশতরান করে অপরাজিত থেকে যান সাই সুদর্শন ৷ তাঁর সঙ্গে শ্রেয়সও 52 রান তোলেন ৷ দু'টি উইকেট (রুতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ার) হারিয়ে 16.4 ওভারে 117 রান তুলে নেয় ভারত। গত পাঁচ বছরে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের ম্যাচ জিতল ভারত। শেষ পর্যন্ত সুদর্শনের সঙ্গে 22 গজে ছিলেন তিলক ভার্মা (অপরাজিত 1)। স্বল্প রানের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার কোনও বোলারই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
আরও পড়ুন: