ETV Bharat / sports

ICC World Cup 2023: 'বিরাট' ব্যাটে তাল মেলাল জাদেজার ঘূর্ণি, ইডেনে প্রোটিয়াদের দুরমুশ করে লিগ টপার ভারতই

ইডেনে প্রোটিয়াদের 243 রানে হারিয়ে লিগ টপার হয়েই সেমি যাত্রা নিশ্চিত করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র দেওয়া 327 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 27.1 ওভারে মাত্র 83 রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 8:37 PM IST

Updated : Nov 5, 2023, 9:04 PM IST

কলকাতা, 5 নভেম্বর: ফুটবলের মক্কায় ক্রিকেটের মহাযজ্ঞ ৷ 27 বছর পর তিলোত্তমায় ভারতের বিশ্বকাপ ম্যাচ ৷ সঙ্গে উপরি পাওনা বিরাট কোহলির আবির্ভাব দিবস ৷ একটা ক্রিকেট ম্যাচকে রোমহর্ষক করে তুলতে আর কোনও ক্রাইটেরিয়া বোধহয় সত্যিই প্রয়োজন হয় না ৷ কলকাতার দর্শক খেলার মাঠ কিংবা খেলোয়াড়দের নিরাশ করে না ৷ ময়দানের প্রাচীন প্রবাদকে সত্যি করে রবিবাসরীয় দক্ষিণ আফ্রিকা যুদ্ধে হাউসফুল ক্রিকেটের নন্দনকানন ৷ আর হাউসফুল ইডেনে ব্যাট হাতে বিরাট কোহলি ছড়ি ঘোরানোর পর বল হাতে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা ৷ সবমিলিয়ে ইডেনে প্রোটিয়াদের 243 রানে হারিয়ে লিগ টপার হয়েই সেমি যাত্রা নিশ্চিত করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র দেওয়া 327 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 27.1 ওভারে মাত্র 83 রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷

পয়মন্ত মাঠে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা মেজাজেই করেছিলেন মুম্বইকর ৷ কিন্তু 40 রানে (24) ফিরতে হয় তাঁকে ৷ গিল ফেরেন 23 রানে ৷ এরপরই আবির্ভাব দিবসে ইডেনে ব্যাট হাতে ম্যাজিক দেখান বিরাট ৷ মারকাটারি নয়, বরং শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে যত্নশীল ইনিংসে দলের বড় রানের ভিত গড়েন প্রাক্তন অধিনায়ক ৷ শ্রেয়স 77 রানে ফিরলেও ধৈর্য্যচ্যুতি হয়নি বিরাটের ৷ সচিন তেন্ডুলকরের 49তম ওয়ান-ডে শতরানের নজির ছুঁয়ে দলকে 326 রানে (5 উইকেট) পৌঁছে দেন তিনি ৷

সবমিলিয়ে বিরাটের ব্যাটে কেরিয়ারের 78তম শতরানটি এল এদিন ৷ 10টি চার মেরে 121 বলে অপরাজিত 101 রান করেন বিরাট ৷ শেষদিকে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে 15 বলে 29 রান ৷ মনে করা হয়েছিল পালটা ব্যাট হাতে ভারতীয় বোলারদের প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দেবেন প্রোটিয়া ব্যাটাররা ৷ কিন্তু কোথায় কী? 327 রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো ৷

আরও পড়ুন: বিরাটের 49তম শতরানে আপ্লুত সচিন, শীঘ্রই তাঁর নজির ভাঙার আহ্বান

জাদেজার ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল 83 রানে ৷ 33 রান দিয়ে জাড্ডু নিলেন 5 উইকেট ৷ 2টি করে উইকেট গেল মহম্মদ শামি এবং কুলদীপ যাদবের ঝুলিতে ৷ একটি উইকেট মহম্মদ সিরাজের ৷ চলতি বিশ্বকাপে চারটি শতরান করে ফেলা কুইন্টন ডি'কককে (5 রান) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রাথমিক ঝটকাটা দিয়েছিলেন সিরাজই ৷ সবমিলিয়ে আটে আট করে লিগের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা রোহিতের দলের হাতে কাপ ছাড়া আর অন্য কিছু দেখছে না দেশবাসী ৷

কলকাতা, 5 নভেম্বর: ফুটবলের মক্কায় ক্রিকেটের মহাযজ্ঞ ৷ 27 বছর পর তিলোত্তমায় ভারতের বিশ্বকাপ ম্যাচ ৷ সঙ্গে উপরি পাওনা বিরাট কোহলির আবির্ভাব দিবস ৷ একটা ক্রিকেট ম্যাচকে রোমহর্ষক করে তুলতে আর কোনও ক্রাইটেরিয়া বোধহয় সত্যিই প্রয়োজন হয় না ৷ কলকাতার দর্শক খেলার মাঠ কিংবা খেলোয়াড়দের নিরাশ করে না ৷ ময়দানের প্রাচীন প্রবাদকে সত্যি করে রবিবাসরীয় দক্ষিণ আফ্রিকা যুদ্ধে হাউসফুল ক্রিকেটের নন্দনকানন ৷ আর হাউসফুল ইডেনে ব্যাট হাতে বিরাট কোহলি ছড়ি ঘোরানোর পর বল হাতে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা ৷ সবমিলিয়ে ইডেনে প্রোটিয়াদের 243 রানে হারিয়ে লিগ টপার হয়েই সেমি যাত্রা নিশ্চিত করল ভারত ৷ 'মেন ইন ব্লু'র দেওয়া 327 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 27.1 ওভারে মাত্র 83 রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৷

পয়মন্ত মাঠে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা মেজাজেই করেছিলেন মুম্বইকর ৷ কিন্তু 40 রানে (24) ফিরতে হয় তাঁকে ৷ গিল ফেরেন 23 রানে ৷ এরপরই আবির্ভাব দিবসে ইডেনে ব্যাট হাতে ম্যাজিক দেখান বিরাট ৷ মারকাটারি নয়, বরং শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে যত্নশীল ইনিংসে দলের বড় রানের ভিত গড়েন প্রাক্তন অধিনায়ক ৷ শ্রেয়স 77 রানে ফিরলেও ধৈর্য্যচ্যুতি হয়নি বিরাটের ৷ সচিন তেন্ডুলকরের 49তম ওয়ান-ডে শতরানের নজির ছুঁয়ে দলকে 326 রানে (5 উইকেট) পৌঁছে দেন তিনি ৷

সবমিলিয়ে বিরাটের ব্যাটে কেরিয়ারের 78তম শতরানটি এল এদিন ৷ 10টি চার মেরে 121 বলে অপরাজিত 101 রান করেন বিরাট ৷ শেষদিকে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে 15 বলে 29 রান ৷ মনে করা হয়েছিল পালটা ব্যাট হাতে ভারতীয় বোলারদের প্রচ্ছন্ন হুমকি ছুড়ে দেবেন প্রোটিয়া ব্যাটাররা ৷ কিন্তু কোথায় কী? 327 রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং নিয়ে যত কম বলা যায় ততই ভালো ৷

আরও পড়ুন: বিরাটের 49তম শতরানে আপ্লুত সচিন, শীঘ্রই তাঁর নজির ভাঙার আহ্বান

জাদেজার ঘূর্ণিতে বেসামাল দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল 83 রানে ৷ 33 রান দিয়ে জাড্ডু নিলেন 5 উইকেট ৷ 2টি করে উইকেট গেল মহম্মদ শামি এবং কুলদীপ যাদবের ঝুলিতে ৷ একটি উইকেট মহম্মদ সিরাজের ৷ চলতি বিশ্বকাপে চারটি শতরান করে ফেলা কুইন্টন ডি'কককে (5 রান) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রাথমিক ঝটকাটা দিয়েছিলেন সিরাজই ৷ সবমিলিয়ে আটে আট করে লিগের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা রোহিতের দলের হাতে কাপ ছাড়া আর অন্য কিছু দেখছে না দেশবাসী ৷

Last Updated : Nov 5, 2023, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.