ETV Bharat / sports

IND vs SL 2nd T20I : শ্রেয়স-জাদেজার ব্যাটিং বিস্ফোরণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার - India beat SL in T20 series

নাইটদের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং চলতি সিরিজে দলে প্রত্যাবর্তন করা রবীন্দ্র জাদেজার ব্যাটে জয় সহজ হল ভারতের ৷ 6টি চার 4টি ছয়ে শ্রেয়স খেললেন 44 বলে অপরাজিত 74 রানের মারকাটারি ইনিংস (Shreyas Iyer scores 74 runs from 44 balls) ৷

IND vs SL 2nd T20I
শ্রেয়স-জাদেজার ব্যাটিং বিস্ফোরণে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় টিম ইন্ডিয়ার
author img

By

Published : Feb 26, 2022, 10:32 PM IST

Updated : Feb 26, 2022, 11:02 PM IST

ধরমশালা, 26 ফেব্রুয়ারি : চ্যালেঞ্জিং টার্গেট অনায়াস ভঙ্গিতে হাসিল করে ঘরের মাঠে আরও এক টি-20 সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া ৷ পূর্ণ সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-20 সিরিজ পকেটে পুরে নিলেন অধিনায়ক রোহিত শর্মা (India win T20 series against Sri Lanka) ৷ ধরমশালায় এদিন বোলাররা ছন্দে না-থাকলেও শ্রেয়স আইয়ার-রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটে 7 উইকেটে জয় তুলে নিল 'মেন ইন ব্লু' ৷ দ্বীপরাষ্ট্রের দেওয়া 184 রানের লক্ষ্যমাত্রা ভারত হাসিল করল 17 বল বাকি থাকতেই (India beat SL by 17 runs in second T20I to 17 balls spare) ৷

শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা এবং অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে ধরমশালায় এদিন ভারতের সিরিজ জয় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছিল ৷ টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত একসময় ব্যুমেরাং হয়ে ফিরবে বলে মনে হচ্ছিল ৷ কিন্তু মুশকিল আসান হয়ে উঠলেন নাইটদের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং চলতি সিরিজে দলে প্রত্যাবর্তন করা রবীন্দ্র জাদেজা ৷ 6টি চার 4টি ছয়ে শ্রেয়স খেললেন 44 বলে অপরাজিত 74 রানের মারকাটারি ইনিংস (Shreyas Iyer scores 74 runs from 44 balls) ৷

অন্যদিকে 7টি চার 1টি ছয়ে জাদেজার অপরাজিত 45 রান এল মাত্র 18 বলে (Ravindra Jadeja hits 45 runs from 18 balls) ৷ মাঝে 25 বলে 39 রান করে যান সঞ্জু স্যামসন ৷ ব্য়র্থ দুই ওপেনার রোহিত শর্মা (1) এবং ইশান কিষান (16) ৷ দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে শ্রেয়স-সঞ্জুর 84 রানের জুটিই সিরিজ জয়ের গন্ধ এনে দেন ভারতীয় শিবিরে ৷ সঞ্জু আউট হলেও শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে সম্ভাবনায় সিলমোহর দেন জাদেজা ৷ অবিভক্ত চতুর্থ উইকেটে 58 রান তুলে দলকে জয় এনে দেয় শ্রেয়স-জাদেজা জুটি ৷

আরও পড়ুন : ইশান-শ্রেয়সদের ব্যাটিং বিক্রমে 'লঙ্কা বধ' ভারতের

প্রথমে ব্যাট করতে নেমে নিসাঙ্কা-গুণাথিলাকার 68 রানের ওপেনিং জুটিতে বড় রানের সম্ভাবনা তৈরি হয় শ্রীলঙ্কার ৷ গুণাথিলাকা 29 বলে 38 করে ফিরলেও নিসাঙ্কার 53 বলে 75 রান এবং অধিনায়ক শানাকার 19 বলে অপরাজিত 47 রান শ্রীলঙ্কাকে 183 রান তুলতে সাহায্য করে ৷ জসপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চাহাল নিয়ন্ত্রিত বোলিং করলেও 4 ওভারে 52 রান খরচ করেন হর্ষল প্যাটেল ৷ যথাক্রমে 37 রান এবং 36 রান দেন রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার ৷ পাঁচ ভারতীয় বোলারের প্রত্যেকেই একটি করে উইকেট নেন ৷

ধরমশালা, 26 ফেব্রুয়ারি : চ্যালেঞ্জিং টার্গেট অনায়াস ভঙ্গিতে হাসিল করে ঘরের মাঠে আরও এক টি-20 সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া ৷ পূর্ণ সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি-20 সিরিজ পকেটে পুরে নিলেন অধিনায়ক রোহিত শর্মা (India win T20 series against Sri Lanka) ৷ ধরমশালায় এদিন বোলাররা ছন্দে না-থাকলেও শ্রেয়স আইয়ার-রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ব্যাটে 7 উইকেটে জয় তুলে নিল 'মেন ইন ব্লু' ৷ দ্বীপরাষ্ট্রের দেওয়া 184 রানের লক্ষ্যমাত্রা ভারত হাসিল করল 17 বল বাকি থাকতেই (India beat SL by 17 runs in second T20I to 17 balls spare) ৷

শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা এবং অধিনায়ক দাসুন শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে ধরমশালায় এদিন ভারতের সিরিজ জয় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছিল ৷ টস জিতে সফরকারী দলকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত একসময় ব্যুমেরাং হয়ে ফিরবে বলে মনে হচ্ছিল ৷ কিন্তু মুশকিল আসান হয়ে উঠলেন নাইটদের নয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং চলতি সিরিজে দলে প্রত্যাবর্তন করা রবীন্দ্র জাদেজা ৷ 6টি চার 4টি ছয়ে শ্রেয়স খেললেন 44 বলে অপরাজিত 74 রানের মারকাটারি ইনিংস (Shreyas Iyer scores 74 runs from 44 balls) ৷

অন্যদিকে 7টি চার 1টি ছয়ে জাদেজার অপরাজিত 45 রান এল মাত্র 18 বলে (Ravindra Jadeja hits 45 runs from 18 balls) ৷ মাঝে 25 বলে 39 রান করে যান সঞ্জু স্যামসন ৷ ব্য়র্থ দুই ওপেনার রোহিত শর্মা (1) এবং ইশান কিষান (16) ৷ দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে শ্রেয়স-সঞ্জুর 84 রানের জুটিই সিরিজ জয়ের গন্ধ এনে দেন ভারতীয় শিবিরে ৷ সঞ্জু আউট হলেও শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে সম্ভাবনায় সিলমোহর দেন জাদেজা ৷ অবিভক্ত চতুর্থ উইকেটে 58 রান তুলে দলকে জয় এনে দেয় শ্রেয়স-জাদেজা জুটি ৷

আরও পড়ুন : ইশান-শ্রেয়সদের ব্যাটিং বিক্রমে 'লঙ্কা বধ' ভারতের

প্রথমে ব্যাট করতে নেমে নিসাঙ্কা-গুণাথিলাকার 68 রানের ওপেনিং জুটিতে বড় রানের সম্ভাবনা তৈরি হয় শ্রীলঙ্কার ৷ গুণাথিলাকা 29 বলে 38 করে ফিরলেও নিসাঙ্কার 53 বলে 75 রান এবং অধিনায়ক শানাকার 19 বলে অপরাজিত 47 রান শ্রীলঙ্কাকে 183 রান তুলতে সাহায্য করে ৷ জসপ্রীত বুমরা এবং যুজবেন্দ্র চাহাল নিয়ন্ত্রিত বোলিং করলেও 4 ওভারে 52 রান খরচ করেন হর্ষল প্যাটেল ৷ যথাক্রমে 37 রান এবং 36 রান দেন রবীন্দ্র জাদেজা এবং ভুবনেশ্বর কুমার ৷ পাঁচ ভারতীয় বোলারের প্রত্যেকেই একটি করে উইকেট নেন ৷

Last Updated : Feb 26, 2022, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.