ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে অব্যাহত ‘বিরাট শো’! কোহলি ম্যাজিকে কিউয়ি ‘বধ’ করে শীর্ষে ভারত - নিউজিল্যান্ড

ধরমশালায় এদিন লড়াইয়ের মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেটাই শেষ করলেন ‘কিং কোহলি’ ৷ বিরাটের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 10:12 PM IST

Updated : Oct 22, 2023, 11:05 PM IST

ধরমশালা, 22 অক্টোবর: বিশ্বকাপে ভারতের বিজয়রথ চলছেই ৷ অল্পের জন্য নিজের শতরান এবং সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলার সুযোগ মাঠে ফেলে এলেও ধরমশালায় কিং সেই কোহলি ৷ বিরাট কোহলি-রোহিত শর্মাদের দাপটে পাঁচে পাঁচ করে ফেলল ভারতীয় দল ৷ 274 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেটে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷ ধরমশালায় এদিন লড়াইয়ের মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেটাই শেষ করলেন ‘কিং কোহলি’ ৷

বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল ৷ মুম্বইকরের ব্যাটে এসেছে 46 রানের ইনিংস ৷ ভাগ্যের দোষে হিটম্যানকে ফিরতে হলেও ওপেনারদের 71 রানের পার্টনারশিপই লড়াইয়ের ভিত গড়ে দেয় ৷ যার শেষটা হয় বিরাটের 95 রানের ঝকঝকে ইনিংসে ৷ এদিন তিন অঙ্কের রান করতে পারলেই সচিনের ওডিআই ক্রিকেট সর্বোচ্চ সেঞ্চুরির (49টি) নজির ছুঁয়ে ফেলতে পারতেন কোহলি ৷ ছয় মারতে গিয়ে মাত্র 5 রানের জন্য সুযোগ হারান রানমেশিন ৷

  • What a befitting top of the table clash! 🏏 #TeamIndia has showcased their prowess and resilience to claim the top spot. @MdShami11's five-wicket haul was top notch, and good to see the batters, especially @imVkohli, displaying both aggression and astuteness to chase this total.… pic.twitter.com/RNIw6mxb37

    — Sachin Tendulkar (@sachin_rt) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ধরমশালায় মেঘ সরিয়ে বিশ্বকাপে 'বিরাট' আকাশে ভারত

কোহলিকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স আইয়ার (29 বলে 33) ও কেএল রাহুল (35 বলে 27) ৷ শেষে রবীন্দ্র জাদেজার ঝোড়ো (44 বলে 39) ব্যাটিংয়ের সুবাদে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত ৷ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া ৷ নিউজিল্যান্ডকে হারিয়ে কিউয়িদেরই পিছনে ফেলে লিগ টেবিলে একে উঠে এল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন দুই খেলোয়াড় ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে তিন নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে গড়েছেন বিশ্বকাপে দু’বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির ৷ পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত 2000 রান করার রেকর্ড গড়েছেন শুভমন গিল ৷

  • Congratulations to the Indian cricket team on their splendid victory against New Zealand! It was a splendid team effort where everybody contributed. The dedication and skill on the field was exemplary.

    — Narendra Modi (@narendramodi) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কামব্যাকে শামির পঞ্চবাণ, মাইলস্টোন ছুঁয়ে উপেক্ষার জবাব বঙ্গপেসারের

ধরমশালা, 22 অক্টোবর: বিশ্বকাপে ভারতের বিজয়রথ চলছেই ৷ অল্পের জন্য নিজের শতরান এবং সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলার সুযোগ মাঠে ফেলে এলেও ধরমশালায় কিং সেই কোহলি ৷ বিরাট কোহলি-রোহিত শর্মাদের দাপটে পাঁচে পাঁচ করে ফেলল ভারতীয় দল ৷ 274 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেটে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷ ধরমশালায় এদিন লড়াইয়ের মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন রোহিত শর্মা ৷ সেটাই শেষ করলেন ‘কিং কোহলি’ ৷

বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল ৷ মুম্বইকরের ব্যাটে এসেছে 46 রানের ইনিংস ৷ ভাগ্যের দোষে হিটম্যানকে ফিরতে হলেও ওপেনারদের 71 রানের পার্টনারশিপই লড়াইয়ের ভিত গড়ে দেয় ৷ যার শেষটা হয় বিরাটের 95 রানের ঝকঝকে ইনিংসে ৷ এদিন তিন অঙ্কের রান করতে পারলেই সচিনের ওডিআই ক্রিকেট সর্বোচ্চ সেঞ্চুরির (49টি) নজির ছুঁয়ে ফেলতে পারতেন কোহলি ৷ ছয় মারতে গিয়ে মাত্র 5 রানের জন্য সুযোগ হারান রানমেশিন ৷

  • What a befitting top of the table clash! 🏏 #TeamIndia has showcased their prowess and resilience to claim the top spot. @MdShami11's five-wicket haul was top notch, and good to see the batters, especially @imVkohli, displaying both aggression and astuteness to chase this total.… pic.twitter.com/RNIw6mxb37

    — Sachin Tendulkar (@sachin_rt) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ধরমশালায় মেঘ সরিয়ে বিশ্বকাপে 'বিরাট' আকাশে ভারত

কোহলিকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স আইয়ার (29 বলে 33) ও কেএল রাহুল (35 বলে 27) ৷ শেষে রবীন্দ্র জাদেজার ঝোড়ো (44 বলে 39) ব্যাটিংয়ের সুবাদে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত ৷ অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া ৷ নিউজিল্যান্ডকে হারিয়ে কিউয়িদেরই পিছনে ফেলে লিগ টেবিলে একে উঠে এল ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ম্যাচে মাইলস্টোন ছুঁয়েছেন দুই খেলোয়াড় ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে তিন নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি ৷ প্রথম ভারতীয় বোলার হিসেবে গড়েছেন বিশ্বকাপে দু’বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির ৷ পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত 2000 রান করার রেকর্ড গড়েছেন শুভমন গিল ৷

  • Congratulations to the Indian cricket team on their splendid victory against New Zealand! It was a splendid team effort where everybody contributed. The dedication and skill on the field was exemplary.

    — Narendra Modi (@narendramodi) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কামব্যাকে শামির পঞ্চবাণ, মাইলস্টোন ছুঁয়ে উপেক্ষার জবাব বঙ্গপেসারের

Last Updated : Oct 22, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.