ETV Bharat / sports

IND vs NZ: ব্যাটিংয়ে সূর্যোদয়, বল হাতে ভয়ংকর হুডা ! কিউয়ি'দের হেলায় হারাল ভারত - নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 (New Zealand vs India 2nd T-20I) ম্যাচে সূর্য-হুডার দাপট । বড় রানের ব্যবধানে কিউয়ি 'বধ' করল ভারত (India beat New Zealand) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 20, 2022, 4:22 PM IST

Updated : Nov 20, 2022, 5:36 PM IST

মাউন্ট মংগানুই, 20 নভেম্বর: মাউন্ট মংগানুইতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও সূর্যোদয়। সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটে ভর করে প্রথমে বড় রান তোলে ভারত । পরে বল হাতে দাপট দেখালেন দীপক হুডা । যোগ্য সঙ্গত করলেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল । প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত ।

দ্বিতীয় টি-20 ম্যাচে 65 রানের ব্যধানে জিতল ভারত । ব্যাট হাতে মাত্র 49 বলে শতরান করেন সূর্যকুমার । টিম সাউদির হ্যাটট্রিক ব্যর্থ করে 20 ওভারে 191 রান করে ভারত । জবাবে 126 রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । বল হাতে দুরন্ত পারফর্ম করেন দীপক হুডা । 2.5 ওভার হাত ঘুরিয়ে মাত্র 10 রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি । যোগ্য সঙ্গত করেন সিরাজ, চাহালরা । দু'জনেই দু'টি করে উইকেট ঝুলিতে পুরেছেন । একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর ।

একমাত্র কেন উইলিয়ামসনের 52 বলে 61 রান ছাড়া সমস্ত ব্যাটাররাই এদিন ব্যর্থ । ডেভন কনওয়, গ্লেন ফিলিপস, ডারেল মিচেল ছাড়া আর কেউই দু'অঙ্কের রান করতে পারেননি ।

আরও পড়ুন: মাউন্ট মংগানুইতে সূর্যোদয় ! কিউয়িদের বড় রানের টার্গেট টিম ইন্ডিয়ার

মাউন্ট মংগানুই, 20 নভেম্বর: মাউন্ট মংগানুইতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও সূর্যোদয়। সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটে ভর করে প্রথমে বড় রান তোলে ভারত । পরে বল হাতে দাপট দেখালেন দীপক হুডা । যোগ্য সঙ্গত করলেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল । প্রথম ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারাল ভারত ।

দ্বিতীয় টি-20 ম্যাচে 65 রানের ব্যধানে জিতল ভারত । ব্যাট হাতে মাত্র 49 বলে শতরান করেন সূর্যকুমার । টিম সাউদির হ্যাটট্রিক ব্যর্থ করে 20 ওভারে 191 রান করে ভারত । জবাবে 126 রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । বল হাতে দুরন্ত পারফর্ম করেন দীপক হুডা । 2.5 ওভার হাত ঘুরিয়ে মাত্র 10 রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি । যোগ্য সঙ্গত করেন সিরাজ, চাহালরা । দু'জনেই দু'টি করে উইকেট ঝুলিতে পুরেছেন । একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর ।

একমাত্র কেন উইলিয়ামসনের 52 বলে 61 রান ছাড়া সমস্ত ব্যাটাররাই এদিন ব্যর্থ । ডেভন কনওয়, গ্লেন ফিলিপস, ডারেল মিচেল ছাড়া আর কেউই দু'অঙ্কের রান করতে পারেননি ।

আরও পড়ুন: মাউন্ট মংগানুইতে সূর্যোদয় ! কিউয়িদের বড় রানের টার্গেট টিম ইন্ডিয়ার

Last Updated : Nov 20, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.