ডাবলিন, 19 অগস্ট: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 2 রানে জিতল ভরত। ডাকওয়ার্থ-লুইস নিয়মে আয়ারল্যান্ডকে হারিয়ে 2 টি-20 ম্যাচেরে সিরিজে এগিয়ে গেল ভারত। দীর্ঘদিন বাদে ভারতীয় দলে ফিরে নজর কাড়লেন অধিনায়ক যশপ্রীত বুমরা। 24 রানে 2 উইকেট পান তিনি। পাশাপাশি, প্রসিদ্ধ কৃষ্ণা 32 রানে 2 উইকেট তোলেন।
ভারতীয় বোলিংয়ের সামনে সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি আয়ারল্যান্ড। 139 রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 6. 2 ওভার ব্য়াট করে 46 রান তোলে ভারত। এরপর আর খেলা হয়নি। স্থানীয় সময় 6টা 15 মিনিটে ম্যাচের পরিসমাপ্তির কথা জানিয়ে দেওয়া হয়। ডিএলএস নিয়মে ম্যাচ জিততে ওই সময় পর্যন্ত 45 রান করতে হত ভারতকে। কিন্তু যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়েকোয়াডের সৌজন্যে ততক্ষণে 47 রান তুলে ফেলেছে ভারত। আর তাই 2 রানে ভারতকে জয়ী ঘোষণা করা হয়।
11 মাস বাদে দলে ফিরলেন বুমরা। 2 উইকেট তুলে নেওয়ার পাশাপাশি 9টি ডট বলও করেন ভারতের এই স্পিডস্টার। তার জেরে রান তোলার গতি হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। তবে এটাও ঠিক ব্যাটিংয়ের শেষ দিকে দারুণ লড়াই দিয়েছে আয়ারল্যান্ড । একটা সময় 59 রানে 6 উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় তারা। সেখান থেকে ব্যারি ম্যাককার্থি এবং কার্টিস ক্যাম্পার দলকে লডাইয়ে ফিরিয়ে আনেন। মাত্র 33 বলে 51 রানের ঝকঝকে ইনিংস উপহার দেন ব্যারি। ক্যাম্পার করেন 39 রান। সবমিলিয়ে শেষ 5 ওভারে 54 রান যোগ করে আয়ারল্যান্ড। তবে তাতেও ম্যাচ জিততে সমস্যা হয়নি ভারতের ।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের চার নম্বর ব্যাটার কে ? জানালেন সৌরভ