অ্যান্টিগা, 6 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে রেকর্ড গড়লেন যশ ধুলরা (India vs England U-19 Final) ৷ 2018 সালের পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৷ এই নিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়ন জুনিয়র টিম ইন্ডিয়া ৷ শনিবার প্রথম ব্যাট করে 189 রান সংগ্রহ করে ইংল্যান্ড । জবাবেব ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় 190 রান তুলে নেয় টিম ইন্ডিয়া । মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শ-এর পর ভারতকে আবারও একবার বিশ্বকাপ এনে দিল যশ ধুলরা।
আরও পড়ুন: ছোটদের বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল, টস হারল ভারত
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । দ্বিতীয় ওভারে ওপেনার জ্যাকব বেথেলকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় বাংলার রবি কুমার । রবির বল বুঝতেই পারেননি ইংল্যান্ড ব্যাটার বেথেল । বল গিয়ে লাগে প্যাডে । চতুর্থ ওভারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন টম প্রেস্ট । এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন জর্জ থমাস, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল এবং রেহান আহমেদ । এরপর দলকে সম্মানজনক রানে পৌঁছাতে সাহায্য করেন জেমস রিউ এবং সেলস । দুরন্ত ব্যাটিং করে 95 রান করেন ইংল্যান্ডের এই ব্যাটার । 34 রানে অপরাজিত থাকেন টেল-এন্ডার জেমস সেলস ৷ তবে 1998 সালের পর আবারও একবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ব্রিটিশ তরুণদের । 31 রান দিয়ে 5 উইকেট নেন রাজ বাওয়া । 34 রান দিয়ে 4 উইকেট নেন রবি কুমার ।
আরও পড়ুন: বিশ্বসেরা হতে যশ ধুলদের দরকার 190 রান
190 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতের অংকৃষ রঘুবংশী, 21 রান করেন হর্নুর সিং, অধিনায়ক যশ ধূল করেন 17 রান । অর্ধশতরান করেন শেখ রশিদ । প্রাথমিক চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন নিশান্ত সিন্ধু এবং রাজ বাওয়া । বল হাতে সফল হওয়ার পাশাপাশি 35 রান করে নিশান্ত সিন্ধুকে যোগ্য সঙ্গ দেন রাজ । রাজ বাওয়া প্যাভিলিয়নে ফিরলেও 50 রানে নট আউট থেকে দলকে জয় এনে দেন নিশান্ত । 14 বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া । 4 উইকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত । প্রথম দু'টি উইকেট তুলে নেওয়া ছাড়া বল হাতে তেমন সফল হতে পারেননি ব্রিটিশ বোলাররা ।