ETV Bharat / sports

IND vs AUS: 'সূর্য'চ্ছটায় উজ্জ্বল কোহলিও, থ্রিলার জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

author img

By

Published : Sep 25, 2022, 10:35 PM IST

Updated : Sep 26, 2022, 2:44 PM IST

মোহালিতে প্রথম ম্যাচ হেরেও জামথায় গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ আর ব্যাটারদের দাপটে উপ্পলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে নিল 'মেন ইন ব্লু' (India beat Australia in third T20 to clinch the series) ৷ এক বল বাকি থাকতে এদিন উপ্পলে ভারতের 6 উইকেটে থ্রিলার জয়ের নায়ক সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি ৷

IND vs AUS
ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: এশিয়া কাপে ব্যর্থতার পর টি-20 বিশ্বকাপের আগে আশায় বুক বাঁধতে এমনই কোনও কারণ খুঁজছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ মোহালিতে প্রথম ম্যাচ হেরেও জামথায় গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ আর ব্যাটারদের দাপটে উপ্পলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে নিল 'মেন ইন ব্লু' (India beat Australia in third T20 to clinch the series) ৷ এক বল বাকি থাকতে এদিন উপ্পলে ভারতের 6 উইকেটে থ্রিলার জয়ের নায়ক সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি ৷ প্রথমজন করলেন মাত্র 36 বলে 69 (Suryakumar Yadav scores 69 runs) ৷ আর কোহলির ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 48 বলে 63 রানের ইনিংস (Virat Kohli made 63 runs) ৷

যদিও 16 বলে 25 রানে অপরাজিত হার্দিক পান্ডিয়ার কৃতিত্ব এই জয়ে খাটো করার নয় মোটেই ৷ উইনিং শট এল তাঁর ব্যাটেই (Hardik Pandya hits the winning shot) ৷ সবমিলিয়ে সিরিজে পিছিয়ে পড়েও সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি মেজাজেই সারল টিম ইন্ডিয়া ৷ নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ ওপেনার ক্যামেরন গ্রিন (21 বলে 52) এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের (27 বলে 54) ভারতকে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় অস্ট্রেলিয়া ৷

187 রান তাড়া করতে নেমে 30 রানের মধ্যে অধিনায়ক এবং সহ-অধিনায়কের উইকেট খুঁইয়ে কাজটা কঠিন হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় উইকেটে অবলীলায় সেই পাহাড়প্রমাণ চাপ সামলান বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ৷ 62 বলে এই দুই ব্যাটারের 104 রানের পার্টনারশিপই মুখের গ্রাস কেড়ে নেয় কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নদের ৷ 5টি চার এবং সমসংখ্যক ছয়ে 36 বলে 69 রানের ধামাকা ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও ব্যাটনটা ধরে রেখেছিলেন কোহলি ৷ শেষবেলায় তাঁর সঙ্গী হন মারমুখী হার্দিক ৷

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অন্তিম ওভারে ডাগ-আউটে ফেরেন কোহলি ৷ 48 বলে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে আসে 63 রান (3টি চার, 4টি ছয়) ৷ অন্তিম ওভারের পঞ্চম বল নিপুণ দক্ষতায় থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে ঠেলে দলকে সিরিজ জয়ের স্বাদ এনে দেন অলরাউন্ডার ৷ হার্দিক অপরাজিত থেকে যান 16 বলে 25 রানে ৷ কার্তিক অপরাজিত থাকেন এক রানে ৷

হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: এশিয়া কাপে ব্যর্থতার পর টি-20 বিশ্বকাপের আগে আশায় বুক বাঁধতে এমনই কোনও কারণ খুঁজছিলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ মোহালিতে প্রথম ম্যাচ হেরেও জামথায় গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ আর ব্যাটারদের দাপটে উপ্পলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে নিল 'মেন ইন ব্লু' (India beat Australia in third T20 to clinch the series) ৷ এক বল বাকি থাকতে এদিন উপ্পলে ভারতের 6 উইকেটে থ্রিলার জয়ের নায়ক সূর্যকুমার যাদব এবং বিরাট কোহলি ৷ প্রথমজন করলেন মাত্র 36 বলে 69 (Suryakumar Yadav scores 69 runs) ৷ আর কোহলির ব্যাট থেকে এল ম্যাচ জেতানো 48 বলে 63 রানের ইনিংস (Virat Kohli made 63 runs) ৷

যদিও 16 বলে 25 রানে অপরাজিত হার্দিক পান্ডিয়ার কৃতিত্ব এই জয়ে খাটো করার নয় মোটেই ৷ উইনিং শট এল তাঁর ব্যাটেই (Hardik Pandya hits the winning shot) ৷ সবমিলিয়ে সিরিজে পিছিয়ে পড়েও সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি মেজাজেই সারল টিম ইন্ডিয়া ৷ নির্ণায়ক ম্যাচে এদিন টস জিতে সফরকারী দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ ওপেনার ক্যামেরন গ্রিন (21 বলে 52) এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের (27 বলে 54) ভারতকে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় অস্ট্রেলিয়া ৷

187 রান তাড়া করতে নেমে 30 রানের মধ্যে অধিনায়ক এবং সহ-অধিনায়কের উইকেট খুঁইয়ে কাজটা কঠিন হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় উইকেটে অবলীলায় সেই পাহাড়প্রমাণ চাপ সামলান বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ৷ 62 বলে এই দুই ব্যাটারের 104 রানের পার্টনারশিপই মুখের গ্রাস কেড়ে নেয় কুড়ি-বিশের বিশ্বচ্যাম্পিয়নদের ৷ 5টি চার এবং সমসংখ্যক ছয়ে 36 বলে 69 রানের ধামাকা ইনিংস খেলে সূর্যকুমার আউট হলেও ব্যাটনটা ধরে রেখেছিলেন কোহলি ৷ শেষবেলায় তাঁর সঙ্গী হন মারমুখী হার্দিক ৷

আরও পড়ুন: দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অন্তিম ওভারে ডাগ-আউটে ফেরেন কোহলি ৷ 48 বলে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে আসে 63 রান (3টি চার, 4টি ছয়) ৷ অন্তিম ওভারের পঞ্চম বল নিপুণ দক্ষতায় থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে ঠেলে দলকে সিরিজ জয়ের স্বাদ এনে দেন অলরাউন্ডার ৷ হার্দিক অপরাজিত থেকে যান 16 বলে 25 রানে ৷ কার্তিক অপরাজিত থাকেন এক রানে ৷

Last Updated : Sep 26, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.