ETV Bharat / sports

শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রিঙ্কু, রুদ্ধশ্বাস জয়ে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজে এগোল ভারত - প্রথম টি 20 জিতে সিরিজে এগোল ভারত

India vs Australia 1st T20: 209 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়ক সূর্যকুমারের ব্যাটে জয় পেল ভারত ৷ 42 বলে 80 রানের ইনিংস খেলেন দেশের নয়া কুড়ি-বিশের অধিনায়ক ৷ প্রথম টি-20 ম্যাচে শেষ বলে রুদ্ধশ্বাস জয় পেল ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 10:49 PM IST

Updated : Nov 24, 2023, 10:16 AM IST

বিশাখাপত্তনম, 23 নভেম্বর: জস ইংলিসের রেকর্ড শতরান ফিকে করে টি-20 সিরিজে প্রথম ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷ সৌজন্যে নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ বিশ্বকাপ ফাইনালে তাঁর মন্থর ব্যাটিংয়ের পর অনেকেই বলেছিলেন সূর্যকুমার টি-20 ক্রিকেটেই সুন্দর ৷ সেটাই যেন আরও একবার বিশাখাপত্তনমে এদিন বুঝিয়ে দিলেন তিনি ৷ 209 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সূর্যের তেজেই জয় পেল ভারত ৷ 42 বলে 80 রানের ইনিংস খেলেন দেশের নয়া কুড়ি-বিশের অধিনায়ক ৷ সবমিলিয়ে শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল ভারত ৷ জেতার জন্য ম্যাচের শেষ বলে এক রান দরকার ছিল টিম ইন্ডিয়ার ৷ ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকান রিঙ্কু সিং ৷ কিন্তু তা নো-বল হওয়ায় নাইট তারকার খাতায় এই রান যোগ হয়নি ৷ অর্থাৎ এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত ৷

অধিনায়কের পাশাপাশি এদিন ব্যাট হাতে অর্ধশতরান এল ঈশান কিষাণের ব্যাটে ৷ 39 বলে 58 রান করলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ তবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা সাড়া জাগিয়েই করলেন নাইট তারকা রিঙ্কু সিং ৷ ফলস্বরূপ 2 উইকেটে ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজের শুভসূচনা করল টিম ইন্ডিয়া ৷ 14 বলে 22 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন রিঙ্কু ৷

হার্ডির দুরন্ত ক্যাচে ফিরে যাওয়ার আগে অধিনায়ক সূর্যর 80 রানে ইনিংস সাজানো ছিল 9টি ছার, 4টি ছয়ে ৷ বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-20 ম্যাচে এদিন টস জিতে সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক ৷ 50 বলে জস ইংলিসের 110 রান এবং স্টিভ স্মিথের 52 রানে ভর করে স্কোরবোর্ডে 208 রান তোলে 'মেন ইন ইয়েলো'৷ 47 বলে শতরান পূর্ণ অজিদের হয়ে দ্রুততম শতরানের নজির গড়েন ইংলিস ৷ তিরুঅনন্তপুরমে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল ৷

আরও পড়ুন:

বিশাখাপত্তনম, 23 নভেম্বর: জস ইংলিসের রেকর্ড শতরান ফিকে করে টি-20 সিরিজে প্রথম ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷ সৌজন্যে নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ বিশ্বকাপ ফাইনালে তাঁর মন্থর ব্যাটিংয়ের পর অনেকেই বলেছিলেন সূর্যকুমার টি-20 ক্রিকেটেই সুন্দর ৷ সেটাই যেন আরও একবার বিশাখাপত্তনমে এদিন বুঝিয়ে দিলেন তিনি ৷ 209 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সূর্যের তেজেই জয় পেল ভারত ৷ 42 বলে 80 রানের ইনিংস খেলেন দেশের নয়া কুড়ি-বিশের অধিনায়ক ৷ সবমিলিয়ে শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল ভারত ৷ জেতার জন্য ম্যাচের শেষ বলে এক রান দরকার ছিল টিম ইন্ডিয়ার ৷ ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকান রিঙ্কু সিং ৷ কিন্তু তা নো-বল হওয়ায় নাইট তারকার খাতায় এই রান যোগ হয়নি ৷ অর্থাৎ এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত ৷

অধিনায়কের পাশাপাশি এদিন ব্যাট হাতে অর্ধশতরান এল ঈশান কিষাণের ব্যাটে ৷ 39 বলে 58 রান করলেন ভারতীয় স্টাম্পার-ব্যাটার ৷ তবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা সাড়া জাগিয়েই করলেন নাইট তারকা রিঙ্কু সিং ৷ ফলস্বরূপ 2 উইকেটে ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে টি-20 সিরিজের শুভসূচনা করল টিম ইন্ডিয়া ৷ 14 বলে 22 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন রিঙ্কু ৷

হার্ডির দুরন্ত ক্যাচে ফিরে যাওয়ার আগে অধিনায়ক সূর্যর 80 রানে ইনিংস সাজানো ছিল 9টি ছার, 4টি ছয়ে ৷ বিশাখাপত্তনমে সিরিজের প্রথম টি-20 ম্যাচে এদিন টস জিতে সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক ৷ 50 বলে জস ইংলিসের 110 রান এবং স্টিভ স্মিথের 52 রানে ভর করে স্কোরবোর্ডে 208 রান তোলে 'মেন ইন ইয়েলো'৷ 47 বলে শতরান পূর্ণ অজিদের হয়ে দ্রুততম শতরানের নজির গড়েন ইংলিস ৷ তিরুঅনন্তপুরমে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল ৷

আরও পড়ুন:

Last Updated : Nov 24, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.