মুম্বই, 17 মার্চ: বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার ব্যর্থতার দিনে একা কুম্ভ কেএল রাহুল ৷ কর্ণাটকী ব্যাটারের ধ্রুপদী ব্যাটিংয়েই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া ৷ রাহুলকে যোগ্য সঙ্গত করলেন রবীন্দ্র জাদেজা ৷ দুই ব্যাটারের কাঁধে চেপেই ওয়াংখেড়েতে ম্যাচ বের করে নিয়ে এল ভারত (India beat Australia in 1st ODI) ৷ 5 উইকেটে অজিদের হারাল 'হার্দিক অ্যান্ড কোং' ৷
ওডিআই সিরিজের উদ্বোধনী ম্যাচে অল্প রানে গুটিয়ে যায় অজিরা ৷ কিন্তু মিচেল স্টার্কের দুরন্ত স্পেলে প্রাথমিক চিত্রটা বদলে যায় ৷ অস্ট্রেলিয়ার দেওয়া 189 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধুঁকছিল 'মেন ইন ব্লু' ৷ পরপর উইকেট ছাড়েন ঈশান কিষাণ (3), বিরাট কোহলি (4), সূর্যকুমার যাদব (0) ৷ তিন মূল ব্যাটারের এদিনের মিলিত সংগ্রহ 7 রান ৷ বড় রান করতে পারেননি শুভমন গিলও ৷ বাণিজ্যনগরীতে মাত্র 20 রান করেই ড্রেসিংরুমে ফেরেন পঞ্জাব তনয় ৷
সেখান থেকেই ম্যাচের হাল ধরেন রাহুল-হার্দিক ৷ ব্যক্তিগত 25 রানে ক্যাপ্টেন ক্রিজ ছাড়লেও দলকে প্রাথমিক অক্সিজেন দেয় কেএল-পান্ডিয়ার 44 রানের পার্টনারশিপ ৷ সেখান থেকেই খেলাটা ধরেন জাদেজা ৷ কর্ণাটক-সৌরাষ্ট্রের জুটিতে 100 রানের পার্টনারশিপ জয় এনে দেয় ভারতকে ৷ যদিও অক্টোবরেই বিশ্বকাপ ৷ ফলে অজি বধে'ও রাহুল দ্রাবিড়কে ভাবাবে ব্যাটারদের ব্যর্থতা ৷
-
1ST ODI. India Won by 5 Wicket(s) https://t.co/BAvv2E8K6h #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1ST ODI. India Won by 5 Wicket(s) https://t.co/BAvv2E8K6h #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 17, 20231ST ODI. India Won by 5 Wicket(s) https://t.co/BAvv2E8K6h #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) March 17, 2023
আরও পড়ুন: চ্যাম্পিয়ন আবারও ফিরে আসবে, ঋষভের সঙ্গে সাক্ষাতের পর বার্তা যুবির
মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের দাপটে দুশোর আগেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া ৷ বোলারদের সাফল্যের দিনে চরম ব্যর্থ ব্যাটাররা ৷ শেষ পর্যন্ত রাহুল-জাদেজা লড়াই না-দিলে লজ্জার হারের মুখোমুখি হত ভারত ৷ অক্টোবরে বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতি হিসেবেই দেখছে ভারতীয় দল ৷ জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে দুরন্ত ছন্দে শামি, সিরাজরা ৷ সদ্য শেষ হওয়া টেস্টে জাদু দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনস, রবীন্দ্র জাদেজাও ৷ একমাত্র ব্যাটারদের ছন্দই মাথাব্যথা বাড়াবে হেডস্যরের ৷