ETV Bharat / sports

India Win Nagpur Test: ট্রিপল আরে তিনদিনেই নাস্তানাবুদ অজিব্রিগেড, নাগপুরে ইনিংসে জয় ভারতের - রবিচন্দ্রন অশ্বিন

বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি অস্ট্রেলিয়ার ৷ প্রথম ইনিংসে 177 রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র 91 রানে গুটিয়ে গেল কামিন্সব্রিগেড ৷ ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্যান্ড কোম্পানি ৷ পাঁচ উইকেট নিলেন রবি অশ্বিন (R Ashwin takes five wickets) ৷

Etv Bharat
নাগপুর টেস্টে ইনিংসে জয় ভারতের
author img

By

Published : Feb 11, 2023, 2:32 PM IST

Updated : Feb 11, 2023, 3:35 PM IST

নাগপুর, 11 ফেব্রুয়ারি: রবীন্দ্র জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রথম ইনিংসে 177 রান করলেও বিদর্ভের ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র 91 রানে ৷ তিনদিনেরও কম সময়ে নাগপুর টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্যান্ড কোম্পানি (India beat Australia) ৷ প্রথম টেস্টে ইনিংস ও 132 রানে জয় পেল টিম ইন্ডিয়ার ৷

রবীন্দ্র জাদেজার পঞ্চবাণ এবং রবি অশ্বিনের তিন উইকেটে প্রথম ইনিংসে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি অজিরা ৷ ওয়ার্নার-স্মিথরা খেই হারালেও ব্যাট হাতে রোহিত শর্মা শতরান হাঁকিয়ে বুঝিয়ে দেন আদৌ বিদর্ভের পিচে কোনও জুজু নেই ৷ শেষদিকে অষ্টম উইকেটে জাদেজা-অক্ষরের মূল্যবান পার্টনারশিপ ভারতকে প্রথম ইনিংসে 400 রানের গণ্ডি ছুঁতে সাহায্য করে ৷ অভিষেকে টড মরফি নেন সাত উইকেট ৷

আরও পড়ুন: 400 রানে অল আউট ভারত, প্রথম ইনিংসে লিড 223

223 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অজিদের একটা মরিয়া প্রচেষ্টার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু কোথায় কী ? অশ্বিনের পাঁচ উইকেটের ধাক্কায় দ্বিতীয় ইনিংস ক্যাঙারুব্রিগেডের যবনিকা পড়ল একশোর আগেই ৷ ঘরের মাঠে 25 বার পাঁচ উইকেট নিয়ে জিমি অ্যান্ডারসনকে টপকে কুম্বলেকে ছুঁলেন অশ্বিন ৷ সবমিলিয়ে 31 বার ৷ রবীন্দ্র, রোহিত এবং রবিচন্দ্রন অশ্বিন অর্থাৎ 'ট্রিপল আর' ফলায় বর্ডার-গাভাসকর ট্রফিতে দুঃস্বপ্নের সূচনা হল অজিদের ৷ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা জাদেজা ৷

তৃতীয়দিন মর্নিং সেশনে ভারত 400 রান করে গুটিয়ে যাওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল ৷ বিরতি থেকে ফিরে অদ্ভূতভাবে একটা সেশনেই গুটিয়ে গেল সাধের অজি ব্যাটিং লাইন-আপ ৷ খোয়াজাকে ফিরিয়ে শুরুটা করেন অশ্বিনই ৷ স্লিপে কোহলি ক্যাচ ফসকানোয় একবার জীবন ফিরে পেলেও তার সদ্ব্যবহার করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার ৷ তাঁকেও ফেরান অশ্বিন ৷ আয়ারাম-গয়ারাম অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক 25 রান করে অপরাজিত রইলেন স্টিভ স্মিথ ৷ কিন্তু পাশে পেলেন না কাউকে ৷ 32.3 ওভারে মাত্র 91-এ মুড়িয়ে গেল ক্যাঙারুব্রিগেড ৷ 2টি করে উইকেট জাদেজা এবং শামির ৷ একটি উইকেট অক্ষর প্যাটেলের ৷ 17 ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট ৷

নাগপুর, 11 ফেব্রুয়ারি: রবীন্দ্র জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন ৷ প্রথম ইনিংসে 177 রান করলেও বিদর্ভের ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেল মাত্র 91 রানে ৷ তিনদিনেরও কম সময়ে নাগপুর টেস্ট জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্যান্ড কোম্পানি (India beat Australia) ৷ প্রথম টেস্টে ইনিংস ও 132 রানে জয় পেল টিম ইন্ডিয়ার ৷

রবীন্দ্র জাদেজার পঞ্চবাণ এবং রবি অশ্বিনের তিন উইকেটে প্রথম ইনিংসে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি অজিরা ৷ ওয়ার্নার-স্মিথরা খেই হারালেও ব্যাট হাতে রোহিত শর্মা শতরান হাঁকিয়ে বুঝিয়ে দেন আদৌ বিদর্ভের পিচে কোনও জুজু নেই ৷ শেষদিকে অষ্টম উইকেটে জাদেজা-অক্ষরের মূল্যবান পার্টনারশিপ ভারতকে প্রথম ইনিংসে 400 রানের গণ্ডি ছুঁতে সাহায্য করে ৷ অভিষেকে টড মরফি নেন সাত উইকেট ৷

আরও পড়ুন: 400 রানে অল আউট ভারত, প্রথম ইনিংসে লিড 223

223 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অজিদের একটা মরিয়া প্রচেষ্টার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ কিন্তু কোথায় কী ? অশ্বিনের পাঁচ উইকেটের ধাক্কায় দ্বিতীয় ইনিংস ক্যাঙারুব্রিগেডের যবনিকা পড়ল একশোর আগেই ৷ ঘরের মাঠে 25 বার পাঁচ উইকেট নিয়ে জিমি অ্যান্ডারসনকে টপকে কুম্বলেকে ছুঁলেন অশ্বিন ৷ সবমিলিয়ে 31 বার ৷ রবীন্দ্র, রোহিত এবং রবিচন্দ্রন অশ্বিন অর্থাৎ 'ট্রিপল আর' ফলায় বর্ডার-গাভাসকর ট্রফিতে দুঃস্বপ্নের সূচনা হল অজিদের ৷ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা জাদেজা ৷

তৃতীয়দিন মর্নিং সেশনে ভারত 400 রান করে গুটিয়ে যাওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুই দল ৷ বিরতি থেকে ফিরে অদ্ভূতভাবে একটা সেশনেই গুটিয়ে গেল সাধের অজি ব্যাটিং লাইন-আপ ৷ খোয়াজাকে ফিরিয়ে শুরুটা করেন অশ্বিনই ৷ স্লিপে কোহলি ক্যাচ ফসকানোয় একবার জীবন ফিরে পেলেও তার সদ্ব্যবহার করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার ৷ তাঁকেও ফেরান অশ্বিন ৷ আয়ারাম-গয়ারাম অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক 25 রান করে অপরাজিত রইলেন স্টিভ স্মিথ ৷ কিন্তু পাশে পেলেন না কাউকে ৷ 32.3 ওভারে মাত্র 91-এ মুড়িয়ে গেল ক্যাঙারুব্রিগেড ৷ 2টি করে উইকেট জাদেজা এবং শামির ৷ একটি উইকেট অক্ষর প্যাটেলের ৷ 17 ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লিতে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট ৷

Last Updated : Feb 11, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.