ETV Bharat / sports

India vs Australia: বিরাট জয়ে অজিদের বিরুদ্ধে মুঠোয় সিরিজ, বিশ্বকাপের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:08 PM IST

Updated : Sep 24, 2023, 10:59 PM IST

ভারত স্কোরবোর্ডে 5 উইকেট হারিয়ে 399 রান তুললেও বৃষ্টির কারণে অজিদের সামনে 33 ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 317 ৷ সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন মাত্র 217 রানেই গুটিয়ে গেল কমজোরি অস্ট্রেলিয়া ৷ ভারত জিতল 99 রানে ৷

Etv Bharat
বিরাট জয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ মুঠোয়

ইন্দোর, 24 সেপ্টেম্বর: সঠিক সময়ে যেন ছন্দ ফিরে পেল টিম ইন্ডিয়া ৷ প্রথমে এশিয়া কাপ জয় আর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মুঠোয় নিয়ে বিশ্বকাপ শুরুর 11 দিন আগে বাকি দলগুলিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়াই সিরিজে প্রথম দু'ম্যাচ জিতে তিনম্যাচের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া ৷ ব্য়াট হাতে শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল শো'য়ের পর বল হাতে রবি অশ্বিনের ভেলকি দেখল ইন্দোরের হোলকার স্টেডিয়াম ৷ যা বিশ্বকাপের আগে ভাবাবে নির্বাচক কমিটিকে ৷ যদিও আহত অক্ষরের পরিবর্তে দক্ষিণী স্পিনারের বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি খোলা রয়েছে ৷

ভারত স্কোরবোর্ডে 5 উইকেট হারিয়ে 399 রান তুললেও বৃষ্টির কারণে অজিদের সামনে 33 ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 317 ৷ সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন মাত্র 217 রানেই গুটিয়ে গেল কমজোরি অস্ট্রেলিয়া ৷ ভারত জিতল 99 রানে ৷ যদিও রোহিত-বিরাট-বুমরাকে বাইরে রেখে মাঠে নামা ভারতীয় দলকেও পূর্ণশক্তির বলা যায় না কোনওভাবেই ৷

সে যাইহোক, এদিন টস জিতে কেএল রাহুলের দলকে প্রথমে ব্যাট করতে পাঠান স্টিভ স্মিথ ৷ শুরুতে রুতুরাজের উইকেট খোয়াতে হলেও ক্রমেই স্মিথের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন আরেক ওপেনার শুভমন গিল এবং তিনে ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ার ৷ ব্যক্তিগত শতরান পূর্ণ করে দ্বিতীয় উইকেটে 200 রান যোগ করেন দুই ব্যাটার ৷ 11টি চার 3টি ছক্কা হাঁকিয়ে 90 বলে 105 রান করে বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠার বার্তা দিয়ে রাখলেন শ্রেয়স ৷ অন্যদিকে ষষ্ঠ শতরান করে বিশ্বকাপে তারকা হওয়ার জানান দিয়ে রাখলেন গিল ৷ পঞ্জাব ব্যাটার করলেন 97 বলে 104 রান ৷

আরও পড়ুন: শতরান শ্রেয়স-গিলের, ভারতের ব্যাটিং বিক্রমে বিশ্বকাপের আগে সিরিজে হারের ভ্রুকুটি অজিদের সামনে

এছাড়া অধিনায়ক রাহুলের 38 বলে 52 রান এবং শেষদিকে সূর্যকুমারের বিধ্বংসী 37 বলে 72 ভারতকে চারশো রানের দোরগোড়ায় পৌঁছে যায় ৷ জবাবে ওয়ার্নার ও অ্য়াবটের অর্ধশতরান সত্ত্বেও ন্যূনতম লড়াই দিতে পারেনি পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ 28.2 ওভারে 217 রানে গুটিয়ে যায় তাঁরা ৷ অশ্বিন এবং জাদেজা নিলেন 3টি করে উইকেট ৷ প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে গেল দু'টি ৷ একটি উইকেট পেলেন মহম্মদ শামি ৷

ইন্দোর, 24 সেপ্টেম্বর: সঠিক সময়ে যেন ছন্দ ফিরে পেল টিম ইন্ডিয়া ৷ প্রথমে এশিয়া কাপ জয় আর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মুঠোয় নিয়ে বিশ্বকাপ শুরুর 11 দিন আগে বাকি দলগুলিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল টিম ইন্ডিয়া ৷ রোহিত শর্মা, বিরাট কোহলিকে ছাড়াই সিরিজে প্রথম দু'ম্যাচ জিতে তিনম্যাচের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া ৷ ব্য়াট হাতে শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল শো'য়ের পর বল হাতে রবি অশ্বিনের ভেলকি দেখল ইন্দোরের হোলকার স্টেডিয়াম ৷ যা বিশ্বকাপের আগে ভাবাবে নির্বাচক কমিটিকে ৷ যদিও আহত অক্ষরের পরিবর্তে দক্ষিণী স্পিনারের বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি খোলা রয়েছে ৷

ভারত স্কোরবোর্ডে 5 উইকেট হারিয়ে 399 রান তুললেও বৃষ্টির কারণে অজিদের সামনে 33 ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 317 ৷ সেই লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন মাত্র 217 রানেই গুটিয়ে গেল কমজোরি অস্ট্রেলিয়া ৷ ভারত জিতল 99 রানে ৷ যদিও রোহিত-বিরাট-বুমরাকে বাইরে রেখে মাঠে নামা ভারতীয় দলকেও পূর্ণশক্তির বলা যায় না কোনওভাবেই ৷

সে যাইহোক, এদিন টস জিতে কেএল রাহুলের দলকে প্রথমে ব্যাট করতে পাঠান স্টিভ স্মিথ ৷ শুরুতে রুতুরাজের উইকেট খোয়াতে হলেও ক্রমেই স্মিথের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে থাকেন আরেক ওপেনার শুভমন গিল এবং তিনে ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ার ৷ ব্যক্তিগত শতরান পূর্ণ করে দ্বিতীয় উইকেটে 200 রান যোগ করেন দুই ব্যাটার ৷ 11টি চার 3টি ছক্কা হাঁকিয়ে 90 বলে 105 রান করে বিশ্বকাপের মঞ্চে জ্বলে ওঠার বার্তা দিয়ে রাখলেন শ্রেয়স ৷ অন্যদিকে ষষ্ঠ শতরান করে বিশ্বকাপে তারকা হওয়ার জানান দিয়ে রাখলেন গিল ৷ পঞ্জাব ব্যাটার করলেন 97 বলে 104 রান ৷

আরও পড়ুন: শতরান শ্রেয়স-গিলের, ভারতের ব্যাটিং বিক্রমে বিশ্বকাপের আগে সিরিজে হারের ভ্রুকুটি অজিদের সামনে

এছাড়া অধিনায়ক রাহুলের 38 বলে 52 রান এবং শেষদিকে সূর্যকুমারের বিধ্বংসী 37 বলে 72 ভারতকে চারশো রানের দোরগোড়ায় পৌঁছে যায় ৷ জবাবে ওয়ার্নার ও অ্য়াবটের অর্ধশতরান সত্ত্বেও ন্যূনতম লড়াই দিতে পারেনি পাঁচবারের বিশ্বজয়ীরা ৷ 28.2 ওভারে 217 রানে গুটিয়ে যায় তাঁরা ৷ অশ্বিন এবং জাদেজা নিলেন 3টি করে উইকেট ৷ প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে গেল দু'টি ৷ একটি উইকেট পেলেন মহম্মদ শামি ৷

Last Updated : Sep 24, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.