ETV Bharat / sports

Ind vs SA Boxing Day Test : বক্সিং ডে টেস্ট জিততে পঞ্চম দিন 6 উইকেট দরকার বিরাটদের - boxing day test

সুপার স্পোর্ট পার্ক স্টেডিয়ামে রাবাদা-জ্যানসেনের আগুনে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে গেল 174 রানে (India all out for 174 in Second Innings of Boxing Day Test) ৷ প্রথম ইনিংসের লিড যোগ করে দক্ষিণ আফ্রিকার সামনে 305 রানের টার্গেট রাখেন বিরাটরা ৷ (Ind vs SA Boxing Day Test) ৷

Ind vs SA Boxing Day Test
174 রানে শেষ ভারতের ইনিংস
author img

By

Published : Dec 29, 2021, 6:57 PM IST

Updated : Dec 29, 2021, 9:49 PM IST

সেঞ্চুরিয়ন, 29 ডিসেম্বর : চতুর্থ দিনের খেলার শুরুটা যদি দক্ষিণ আফ্রিকার বোলারদের নামে হয় ৷ তবে দিন শেষের ছবিটা ভারতের মুখে চওড়া হাসি ফুটিয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নেমে বুমরাহদের দাপটে বেসামাল প্রোটিয়া বাহিনী ৷ বক্সিং ডে টেস্ট জিততে পঞ্চম দিনে ভারতের দরকার আর 6 উইকেট ৷

চতুর্থ দিনের শুরুতে এক উইকেট হারিয়ে খেলতে নেমেছিল ভারত ৷ কিন্তু, সেঞ্চুরিয়নের গ্রিন টপ উইকেটে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা ৷ 174 রানে অল-আউট হয়ে যায় ভারত (India all out for 174 in Second Innings of Boxing Day Test) ৷

কাল ময়াঙ্ক আগরওয়াল ড্রেসিংরুমে ফেরায় ভারত নৈশপ্রহরী হিসেবে নামিয়েছিল শার্দূল ঠাকুরকে ৷ এদিন শুরুতেই তাঁকে ফেরান কাগিসো রাবাদা ৷ একে একে ফেরেন কেএল রাহুল, বিরাট কোহলিরাও ৷ প্রথম ইনিংসের পর এদিনও ব্যর্থ চেতেশ্বর পূজারা ৷ ফলে ওয়ান্ডারার্সে পরবর্তী ম্যাচে তাঁর জায়গা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল ৷ ঋষভ পান্থ খানিকটা আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত 174 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

আরও পড়ুন : সেঞ্চুরিয়নে একইদিনে মাইলস্টোন ছুঁলেন দুই ভারতীয়

প্রথম ইনিংসে ভারতের লিড ছিল 130 ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান 4 উইকেটে 94 ৷ অর্ধ শতরান করে ক্রিজে রয়েছেন ডিন এলগার ৷ ভারতের হয়ে বুমরাহ 2টি উইকেট নিয়েছেন ৷ আর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন ৷

সেঞ্চুরিয়ন, 29 ডিসেম্বর : চতুর্থ দিনের খেলার শুরুটা যদি দক্ষিণ আফ্রিকার বোলারদের নামে হয় ৷ তবে দিন শেষের ছবিটা ভারতের মুখে চওড়া হাসি ফুটিয়েছে ৷ দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নেমে বুমরাহদের দাপটে বেসামাল প্রোটিয়া বাহিনী ৷ বক্সিং ডে টেস্ট জিততে পঞ্চম দিনে ভারতের দরকার আর 6 উইকেট ৷

চতুর্থ দিনের শুরুতে এক উইকেট হারিয়ে খেলতে নেমেছিল ভারত ৷ কিন্তু, সেঞ্চুরিয়নের গ্রিন টপ উইকেটে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটাররা ৷ 174 রানে অল-আউট হয়ে যায় ভারত (India all out for 174 in Second Innings of Boxing Day Test) ৷

কাল ময়াঙ্ক আগরওয়াল ড্রেসিংরুমে ফেরায় ভারত নৈশপ্রহরী হিসেবে নামিয়েছিল শার্দূল ঠাকুরকে ৷ এদিন শুরুতেই তাঁকে ফেরান কাগিসো রাবাদা ৷ একে একে ফেরেন কেএল রাহুল, বিরাট কোহলিরাও ৷ প্রথম ইনিংসের পর এদিনও ব্যর্থ চেতেশ্বর পূজারা ৷ ফলে ওয়ান্ডারার্সে পরবর্তী ম্যাচে তাঁর জায়গা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল ৷ ঋষভ পান্থ খানিকটা আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত 174 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷

আরও পড়ুন : সেঞ্চুরিয়নে একইদিনে মাইলস্টোন ছুঁলেন দুই ভারতীয়

প্রথম ইনিংসে ভারতের লিড ছিল 130 ৷ ফলে দ্বিতীয় ইনিংসে 305 রান তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকা ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান 4 উইকেটে 94 ৷ অর্ধ শতরান করে ক্রিজে রয়েছেন ডিন এলগার ৷ ভারতের হয়ে বুমরাহ 2টি উইকেট নিয়েছেন ৷ আর মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন ৷

Last Updated : Dec 29, 2021, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.