বেঙ্গালুরু, 12 মার্চ : 100 রানেরও গণ্ডি পার হয়নি ৷ তার আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চার চারটি উইকেট হারাল ভারত ৷ ব্যর্থতার খাতায় ফের নাম লেখালেন বিরাট কোহলি ৷ মাত্র 23 রান করে আউট হন প্রাক্তন অধিনায়ক ৷ রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারীরা ভরসা জোগাতে ব্যর্থ ৷ চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর 4 উইকেট হারিয়ে 93 রান ৷
দেশের মাটিতে দ্বিতীয় গোলাপি বলের টেস্ট খেলতে নেমেছে ভারত (IND vs SL DN Test) ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হচ্ছে কৃত্রিম আলোয় ৷ তবে দ্বিতীয় গোলাপি অভিযানের প্রথমেই ধাক্কা খেল রোহিত শর্মার দল ৷ প্রথম ওভারেই দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন ময়ঙ্ক আগরওয়াল (4) ৷ প্রথম ইনিংসে অধিনায়ক রোহিত শর্মাও টিকতে পারলেন না বেশিক্ষণ ৷ যদিও দুই ওপেনার খোয়ানোর ধাক্কা ধীরে ধীরে সামলে নিতে শুরু করে ভারত ৷ বিরাট কোহলি ও হনুমা বিহারীর ব্যাটে দলগত 50 রানের গণ্ডি পার করে ভারত ৷
রোহিত, ময়ঙ্করা ব্যর্থ হওয়ায় সব নজর গিয়ে পড়েছিল বিরাট কোহলির দিকে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে শতরানহীন অবস্থায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক ৷ শেষবার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে শতরান হাঁকিয়েছিলেন ৷ তারপর থেকে কোহলির শতরানের ঝুলি শূন্য ৷ ঘরের মাঠে ফের একবার গোলাপি বলের টেস্ট ৷ তাই কোহলির থেকে অনুরাগীদের প্রত্যাশাও রয়েছে বিরাট ৷ কোহলি মাঠে নামতেই দর্শকদের গগনভেদী চিৎকার সেই প্রত্যাশার জানান দেয় ৷ কিন্তু আইপিএলের সুবাদে ভীষণ পরিচিত চিন্নাস্বামীতেও প্রথম ইনিংসে অনুরাগীদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ প্রাক্তন অধিনায়ক ৷ ধনঞ্জয়া ডি সিলভার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে 23 রানেই সাজঘরে ফিরলেন ৷
আরও পড়ুন : ICC Women's WC 2022 : রেকর্ড বুকে ঝুলন, ক্যারিবিয়ানদের উড়িয়ে শীর্ষে মিতালিরা
-
That will be Tea on Day 1 of the 2nd Test.#TeamIndia 93/4
— BCCI (@BCCI) March 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/loTQPg3SYl #INDvSL @Paytm pic.twitter.com/kjGHVyb74F
">That will be Tea on Day 1 of the 2nd Test.#TeamIndia 93/4
— BCCI (@BCCI) March 12, 2022
Scorecard - https://t.co/loTQPg3SYl #INDvSL @Paytm pic.twitter.com/kjGHVyb74FThat will be Tea on Day 1 of the 2nd Test.#TeamIndia 93/4
— BCCI (@BCCI) March 12, 2022
Scorecard - https://t.co/loTQPg3SYl #INDvSL @Paytm pic.twitter.com/kjGHVyb74F
দিন-রাতের টেস্টে একটিই পরিবর্তন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ জয়ন্ত যাদবের পরিবর্তে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন অক্ষর প্যাটেল ৷ মোহালিতে ভারতীয় স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে 20টি উইকেট নিলেও পুরোপুরি ব্যর্থ জয়ন্ত যাদব ৷ তাই জয়ন্তকে সরিয়ে চিন্নাস্বামীতে মাঠে নামবেন অক্ষর ৷ শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন হয়েছে ৷
ভারতের একাদশ : রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ সামি ও জসপ্রীত বুমরা ৷