ETV Bharat / sports

IND vs SL DN Test : ভারত-শ্রীলঙ্কা গোলাপি টেস্টের প্রথম দিন পড়ল 16 উইকেট

বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে 252 রান তুলেছে ভারত ৷ 92 রানের ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার ৷ দিনের শেষে প্রথম ইনিংসে 86 রানে 6 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka lost 6 wickets at the end of day one) ৷

Ist Innings
Ist Innings
author img

By

Published : Mar 12, 2022, 6:41 PM IST

Updated : Mar 12, 2022, 9:49 PM IST

বেঙ্গালুরু, 12 মার্চ : চিন্নাস্বামীর বাইশ গজে ভারত-শ্রীলঙ্কা গোলাপি টেস্টের প্রথম দিন রাজ করলেন বোলাররা ৷ সারা দিনে পড়ল 16টি উইকেট ৷ উঠল 338 রান ৷ মোহালির মাঠে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়েছিলেন রোহিত শর্মারা ৷ প্রথম ইনিংসে ভারতের ঝুলিতে ওঠে পাহাড় প্রমাণ রান ৷ দুটি ইনিংসেও যা টপকাতে পারেনি দিমুখ করুণারত্নেরা ৷ একতরফা সেই ম্যাচ অনায়াসে পকেটে পুরে আজ বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট খেলতে নামে ভারত ৷ তবে বলের রঙ বদলাতেই প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্সও যেন বদলে গেল ৷ একমাত্র শ্রেয়স আইয়ার ছাড়া অর্ধশতরানের গণ্ডি পার করতে পারলেন না কেউ ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়ালদের ব্যর্থতার দিনে একাকুম্ভ হলেন শ্রেয়স ৷ তবে একটুর জন্য হাতছাড়া করলেন শতরান ৷ তাঁর ব্যাটে ভর করেই আড়াইশোর গণ্ডি (252) টপকাতে সক্ষম হয়েছে ভারত ৷

শ্রীলঙ্কাও প্রথম থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৷ বিপক্ষ ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে ভারতীয় বোলাররা ৷ প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে 86 রানে 6 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka lost 6 wickets at the end of day one) ৷ এখনও 166 রানে পিছিয়ে দ্বীপরাষ্ট্র ৷ লঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস এবং লাহিরু থিরিমানেকে সাজঘরের পথ দেখান জসপ্রীত বুমরা ৷ অধিনায়ক দিমুখ করুণারত্নের (4) উইকেট ছিটকে দেন মহম্মদ শামি ৷ বুমরা 3টি ও শামি 2টি উইকেট নিয়েছেন ৷ উপর উইকেটটি নেন অক্ষর প্যাটেল ৷ শ্রীলঙ্কার মাত্র তিন ব্যাটার দু' অঙ্কের রানে পৌঁছেছেন ৷ সর্বোচ্চ 43 রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে গোলাপি টেস্টের প্রথম ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত ৷ প্রথম ওভারে ময়ঙ্ক আগরওয়ালের (4) উইকেট হারানো পর বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মাও (15) ৷ বড় স্কোর গড়তে না পারার ধারাবাহিকতা বজায় রাখলেন বিরাট কোহলি (23) ৷ হনুমা বিহারী (31), ঋষভ পন্থরা (39) খানিকটা চেষ্টা চালালেও তেমনভাবে সফল হননি ৷ মোহালিতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা রবীন্দ্র জাদেজা এদিন আউট হলেন মাত্র 4 রানে ৷ এই পরিস্থিতিতে দলকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেন শ্রেয়স আইয়ার ৷

আরও পড়ুন : ICC Women's WC 2022 : রেকর্ড বুকে ঝুলন, ক্যারিবিয়ানদের উড়িয়ে শীর্ষে মিতালিরা

জার্সি রং সাদা হোক রঙিন, ব্যাট হাতে শ্রেয়স আইয়ারের ধারাবাহিকতা বজায় রয়েছে সব ফরম্যাটেই ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজে তাঁর ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে ৷ টেস্টেও মোক্ষম সময়ে দলের হাল ধরলেন তিনি ৷ সিনিয়রদের ব্যর্থতার দিনে 98 বলে 92 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান হাঁকিয়েছিলেন ৷ কেরিয়ারের তৃতীয় টেস্টেও শতরানের দিকে এগোচ্ছিলেন ৷ জয়বিক্রমে বলে বড় শট হাঁকাতে গিয়ে স্টাম্প-আউট হয়ে সেই স্বপ্ন বিসর্জন দিতে হল ৷ সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও তাঁর চওড়া ব্যাটেই প্রথম ইনিংসে আড়াইশোর গণ্ডি পার করতে পেরেছে টিম ইন্ডিয়া ৷

বেঙ্গালুরু, 12 মার্চ : চিন্নাস্বামীর বাইশ গজে ভারত-শ্রীলঙ্কা গোলাপি টেস্টের প্রথম দিন রাজ করলেন বোলাররা ৷ সারা দিনে পড়ল 16টি উইকেট ৷ উঠল 338 রান ৷ মোহালির মাঠে শ্রীলঙ্কাকে ইনিংসে হারিয়েছিলেন রোহিত শর্মারা ৷ প্রথম ইনিংসে ভারতের ঝুলিতে ওঠে পাহাড় প্রমাণ রান ৷ দুটি ইনিংসেও যা টপকাতে পারেনি দিমুখ করুণারত্নেরা ৷ একতরফা সেই ম্যাচ অনায়াসে পকেটে পুরে আজ বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্ট খেলতে নামে ভারত ৷ তবে বলের রঙ বদলাতেই প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং বিভাগের পারফরম্যান্সও যেন বদলে গেল ৷ একমাত্র শ্রেয়স আইয়ার ছাড়া অর্ধশতরানের গণ্ডি পার করতে পারলেন না কেউ ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়ালদের ব্যর্থতার দিনে একাকুম্ভ হলেন শ্রেয়স ৷ তবে একটুর জন্য হাতছাড়া করলেন শতরান ৷ তাঁর ব্যাটে ভর করেই আড়াইশোর গণ্ডি (252) টপকাতে সক্ষম হয়েছে ভারত ৷

শ্রীলঙ্কাও প্রথম থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৷ বিপক্ষ ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরে ভারতীয় বোলাররা ৷ প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে 86 রানে 6 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka lost 6 wickets at the end of day one) ৷ এখনও 166 রানে পিছিয়ে দ্বীপরাষ্ট্র ৷ লঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস এবং লাহিরু থিরিমানেকে সাজঘরের পথ দেখান জসপ্রীত বুমরা ৷ অধিনায়ক দিমুখ করুণারত্নের (4) উইকেট ছিটকে দেন মহম্মদ শামি ৷ বুমরা 3টি ও শামি 2টি উইকেট নিয়েছেন ৷ উপর উইকেটটি নেন অক্ষর প্যাটেল ৷ শ্রীলঙ্কার মাত্র তিন ব্যাটার দু' অঙ্কের রানে পৌঁছেছেন ৷ সর্বোচ্চ 43 রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে গোলাপি টেস্টের প্রথম ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত ৷ প্রথম ওভারে ময়ঙ্ক আগরওয়ালের (4) উইকেট হারানো পর বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মাও (15) ৷ বড় স্কোর গড়তে না পারার ধারাবাহিকতা বজায় রাখলেন বিরাট কোহলি (23) ৷ হনুমা বিহারী (31), ঋষভ পন্থরা (39) খানিকটা চেষ্টা চালালেও তেমনভাবে সফল হননি ৷ মোহালিতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করা রবীন্দ্র জাদেজা এদিন আউট হলেন মাত্র 4 রানে ৷ এই পরিস্থিতিতে দলকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেন শ্রেয়স আইয়ার ৷

আরও পড়ুন : ICC Women's WC 2022 : রেকর্ড বুকে ঝুলন, ক্যারিবিয়ানদের উড়িয়ে শীর্ষে মিতালিরা

জার্সি রং সাদা হোক রঙিন, ব্যাট হাতে শ্রেয়স আইয়ারের ধারাবাহিকতা বজায় রয়েছে সব ফরম্যাটেই ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজে তাঁর ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে ৷ টেস্টেও মোক্ষম সময়ে দলের হাল ধরলেন তিনি ৷ সিনিয়রদের ব্যর্থতার দিনে 98 বলে 92 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান হাঁকিয়েছিলেন ৷ কেরিয়ারের তৃতীয় টেস্টেও শতরানের দিকে এগোচ্ছিলেন ৷ জয়বিক্রমে বলে বড় শট হাঁকাতে গিয়ে স্টাম্প-আউট হয়ে সেই স্বপ্ন বিসর্জন দিতে হল ৷ সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও তাঁর চওড়া ব্যাটেই প্রথম ইনিংসে আড়াইশোর গণ্ডি পার করতে পেরেছে টিম ইন্ডিয়া ৷

Last Updated : Mar 12, 2022, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.