ETV Bharat / sports

IND vs NZ 2nd ODI: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ - India vs New Zealand

বৃষ্টির কারণে হ্যামিল্টনে দ্বিতীয় একদিনের ম্যাচ ভেস্তে গেল (India vs New Zealand 2nd ODI Called of Due to Rain) ৷ এদিন দফায় দফায় বৃষ্টির কারণে ম্যাচ 29 ওভারে কমিয়ে আনা হয় ৷ দ্বিতীয়বার খেলা শুরু হলেও কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় ৷ পরবর্তী সময়ে আর ম্যাচ শুরু করা যায়নি ৷

IND vs NZ 2nd ODI Match Has Been Reduced to 29 Over Per Side
IND vs NZ 2nd ODI Match Has Been Reduced to 29 Over Per Side
author img

By

Published : Nov 27, 2022, 11:38 AM IST

Updated : Nov 27, 2022, 1:34 PM IST

হ্যামিল্টন, 27 নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি (IND vs NZ 2nd ODI) ৷ যার জেরে আরও একটি ম্যাচ পণ্ড হল (India vs New Zealand 2nd ODI Called of Due to Rain) ৷ এদিন বৃষ্টির কারণে একবার শুরু হয়েও বন্ধ করে দিতে হয় ম্যাচ ৷ 3 ঘণ্টার বেশি সময় নষ্ট হওয়ায় 29 ওভরের ম্যাচ করানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা ৷ (Match Has Been Reduced to 29 Over Per Side) ৷ কিন্তু, 40 মিনিট খেলা হওয়ার পর, ফের বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ ৷ এর পর আর খেলা শুরু করা যায়নি ৷

এদিন বৃষ্টির কারণে 10 মিনিট দেরিতে টস হয় ৷ কিন্তু, ম্যাচ সময়েই শুরু করেন আম্পায়াররা ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তবে, মাত্র 4.5 ওভার খেলা হওয়ার পরেই ফের বৃষ্টি নামে হ্যামিল্টনে ৷ ভারতের ইনিংস শুরু হওয়ার 23 মিনিটের মাথায় বৃষ্টি নামে ৷ যার জেরে খেলা বন্ধ হয়ে যায় ৷ সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে 22 রান ৷ শিখর ধাওয়ান এবং শুভমান গিল, ভারতের দুই ওপেনার স্যুইং কন্ডিশন সামলে খেলছিলেন ৷

আরও পড়ুন: বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির

বৃষ্টি থামলে বেলা 11টা 15 মিনিটে ফের খেলা শুরু হয় ৷ শিখর ধাওয়ান শুরুতেই ম্যাট হেনরির বলে মাত্র 3 রানে আউট হন ৷ এর পর সূর্যকুমার যাদব এবং শুভমান গিল ভারতের ইনিংস সামলান ৷ শুভমান 42 বলে 45 রান এবং সূর্যকুমার 25 বলে 34 রানে অপরাজিত থাকেন ৷ ভারতের দুই টপ অর্ডার ব্যাটার যখন দারুণ ছন্দে রান তুলছেন, তখন ফের বৃষ্টি শুরু হয় ৷ ভারতের স্কোর যখন 12.5 ওভারে 1 উইকেট হারিয়ে 89 রান ৷ সেই অবস্থায় খেলা বন্ধ হয়ে যায় ৷ এর পর আর ম্যাচ শুরু করা যায়নি ৷

হ্যামিল্টন, 27 নভেম্বর: নিউজিল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি (IND vs NZ 2nd ODI) ৷ যার জেরে আরও একটি ম্যাচ পণ্ড হল (India vs New Zealand 2nd ODI Called of Due to Rain) ৷ এদিন বৃষ্টির কারণে একবার শুরু হয়েও বন্ধ করে দিতে হয় ম্যাচ ৷ 3 ঘণ্টার বেশি সময় নষ্ট হওয়ায় 29 ওভরের ম্যাচ করানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা ৷ (Match Has Been Reduced to 29 Over Per Side) ৷ কিন্তু, 40 মিনিট খেলা হওয়ার পর, ফের বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ ৷ এর পর আর খেলা শুরু করা যায়নি ৷

এদিন বৃষ্টির কারণে 10 মিনিট দেরিতে টস হয় ৷ কিন্তু, ম্যাচ সময়েই শুরু করেন আম্পায়াররা ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ তবে, মাত্র 4.5 ওভার খেলা হওয়ার পরেই ফের বৃষ্টি নামে হ্যামিল্টনে ৷ ভারতের ইনিংস শুরু হওয়ার 23 মিনিটের মাথায় বৃষ্টি নামে ৷ যার জেরে খেলা বন্ধ হয়ে যায় ৷ সেই সময় ভারতের স্কোর ছিল বিনা উইকেটে 22 রান ৷ শিখর ধাওয়ান এবং শুভমান গিল, ভারতের দুই ওপেনার স্যুইং কন্ডিশন সামলে খেলছিলেন ৷

আরও পড়ুন: বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির

বৃষ্টি থামলে বেলা 11টা 15 মিনিটে ফের খেলা শুরু হয় ৷ শিখর ধাওয়ান শুরুতেই ম্যাট হেনরির বলে মাত্র 3 রানে আউট হন ৷ এর পর সূর্যকুমার যাদব এবং শুভমান গিল ভারতের ইনিংস সামলান ৷ শুভমান 42 বলে 45 রান এবং সূর্যকুমার 25 বলে 34 রানে অপরাজিত থাকেন ৷ ভারতের দুই টপ অর্ডার ব্যাটার যখন দারুণ ছন্দে রান তুলছেন, তখন ফের বৃষ্টি শুরু হয় ৷ ভারতের স্কোর যখন 12.5 ওভারে 1 উইকেট হারিয়ে 89 রান ৷ সেই অবস্থায় খেলা বন্ধ হয়ে যায় ৷ এর পর আর ম্যাচ শুরু করা যায়নি ৷

Last Updated : Nov 27, 2022, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.