ETV Bharat / sports

Ind vs Eng : শুরুতেই ধাক্কা, গতকালের রানেই ফিরলেন পূজারা - Pujara dismissed on 91 by Robinson

আগের দিনের স্কোরের সঙ্গে একটি রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত ৷

pujara
pujara
author img

By

Published : Aug 28, 2021, 4:08 PM IST

Updated : Aug 28, 2021, 4:35 PM IST

লিডস, 28 অগস্ট : চতুর্থ দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা ৷ দিনের শুরুতেই চেতেশ্বর পূজারাকে প্যাভিলিয়নে ফেরালেন অলি রবিনসন ৷ আগের দিনের স্কোরের সঙ্গে একটি রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত ৷ আগের দিনে 91 রানে অপরাজিত ছিলেন পূূজারা ৷ সঙ্গে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ আজ ভীষণ সতর্কভাবে চতুর্থ দিনের খেলা শুরু করেন এই দুই ব্যাটসম্যান ৷ কিন্তু অতিরিক্ত সতর্কতার মাশুল দিতে হল ভারতকে ৷ অলি রবিনসনের বলে পূজারা এলবিডব্লিউ হয়ে ফেরার আগে তিন ওভারে একটিও রান যোগ হয়নি ভারতের খাতায় ৷

139 রানে পিছিয়ে থাকা অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত ৷ কিন্তু প্রথমেই ভারতীয় শিবিরে ধাক্কা দেন অলি রবিনসন ৷ 83.3 ওভারে রবিনসনের বল পূজারার প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করে ইংল্যান্ড ৷ আম্পায়ার আবেদন খারিজ করে দিলে ইংল্যান্ড রিভিউ নেয় ৷ সেই রিভিউ জো রুটদের পক্ষেই যায় ৷ এর ফলে 189 বলে 91 রান করে ফিরে যান পূজারা ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা

পূজারা ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলিও ৷ তাঁকেও ফেরালেন রবিনসন ৷ আগের দিনে 45 রানে অপরাজিত ছিলেন কোহলি ৷ পূজারা ফেরার পর অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হলেন না ৷ রবিনসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি (55) ৷ পূজারা, কোহলি ফিরতেই যেন প্রতিরোধ ভেঙে যায় ৷ পরের ওভারেই অজিঙ্ক রাহানেকে (10) আউট করলেন জেমস অ্যান্ডারসন ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত 239 রানে পাঁচটি উইকেট খুইয়ে ফেলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা ৷

লিডস, 28 অগস্ট : চতুর্থ দিনের শুরুতেই ভারতীয় শিবিরে জোর ধাক্কা ৷ দিনের শুরুতেই চেতেশ্বর পূজারাকে প্যাভিলিয়নে ফেরালেন অলি রবিনসন ৷ আগের দিনের স্কোরের সঙ্গে একটি রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত ৷ আগের দিনে 91 রানে অপরাজিত ছিলেন পূূজারা ৷ সঙ্গে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ আজ ভীষণ সতর্কভাবে চতুর্থ দিনের খেলা শুরু করেন এই দুই ব্যাটসম্যান ৷ কিন্তু অতিরিক্ত সতর্কতার মাশুল দিতে হল ভারতকে ৷ অলি রবিনসনের বলে পূজারা এলবিডব্লিউ হয়ে ফেরার আগে তিন ওভারে একটিও রান যোগ হয়নি ভারতের খাতায় ৷

139 রানে পিছিয়ে থাকা অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত ৷ কিন্তু প্রথমেই ভারতীয় শিবিরে ধাক্কা দেন অলি রবিনসন ৷ 83.3 ওভারে রবিনসনের বল পূজারার প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করে ইংল্যান্ড ৷ আম্পায়ার আবেদন খারিজ করে দিলে ইংল্যান্ড রিভিউ নেয় ৷ সেই রিভিউ জো রুটদের পক্ষেই যায় ৷ এর ফলে 189 বলে 91 রান করে ফিরে যান পূজারা ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : "চাপমুক্ত হয়ে খেলো", ফাইনালের আগে 'মোদি মন্ত্র' পেলেন ভাবিনা

পূজারা ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না অধিনায়ক বিরাট কোহলিও ৷ তাঁকেও ফেরালেন রবিনসন ৷ আগের দিনে 45 রানে অপরাজিত ছিলেন কোহলি ৷ পূজারা ফেরার পর অর্ধশতরান পূর্ণ করেন কোহলি ৷ তবে বেশিক্ষণ স্থায়ী হলেন না ৷ রবিনসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি (55) ৷ পূজারা, কোহলি ফিরতেই যেন প্রতিরোধ ভেঙে যায় ৷ পরের ওভারেই অজিঙ্ক রাহানেকে (10) আউট করলেন জেমস অ্যান্ডারসন ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত 239 রানে পাঁচটি উইকেট খুইয়ে ফেলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা ৷

Last Updated : Aug 28, 2021, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.