ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতের কঠিন চ্যালেঞ্জ সামলাতে অজিদের ভরসা চিপকের পূর্ব অভিজ্ঞতা - আইসিসি বিশ্বকাপ

Australia will Face Tough Challenges Against India in ICC Cricket World Cup: তিন স্পিনার নিয়ে ভারত রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ৷ আর সেখানেই হার্দিক পান্ডিয়া হবেন, ভারতের ষষ্ঠ বোলার ৷ আর এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্যাট কামিন্স ৷

Image Courtesy: Cricket Australia Twitter/X
Image Courtesy: Cricket Australia Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 7:37 PM IST

চেন্নাই, 7 অক্টোবর: বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির জালে পড়তে চলেছেন, তা ভালোই বুঝতে পারছেন প্যাট কামিন্স ৷ শনিবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে সেই নিয়েই চিন্তিত দেখাল অজি অধিনায়ককে ৷ জানালেন, চিপকে ভারতীয় স্পিনারদের এড়িয়ে গেলে ভুল করা হবে ৷ আর সেটাই অস্ট্রেলিয়া দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত তাঁর ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রবিবার ভারত বিশ্বকাপে তাদের তিন স্পিনারকেই খেলাতে চলেছে ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশ্বমানের স্পিন অ্যাটাক রয়েছে ভারতের ৷

তবে, কামিন্স অতীত অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন ৷ সাম্প্রতিক অতীতে চেন্নাইতে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ান ব্যাটারদের ভারতীয় স্পিন ত্রয়ীর বিরুদ্ধে লড়তে সাহায্য করবে বলে মনে করছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘ভালো বিষয় এটাই যে, আমরা ভারতীয় স্পিনারদের অনেক বেশি খেলেছি ৷ আমাদের ব্যাটাররা নিজেদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ৷ এর আগেও ভারতের বিরুদ্ধে আমরা সফল হয়েছি ৷ আবার কিছু ক্ষেত্রে ওরাও আমাদের বিরুদ্ধে খুব ভালো বল করেছে ৷’’

তবে, ভারতে আইপিএল খেলা কয়েকজন ক্রিকেটারের অভিজ্ঞতা এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেবে বলে মত অধিনায়ক কামিন্সের ৷ তিনি বলেন, ‘‘এটা এমন একটা মাঠ, যেখানে আমরা অনেক ম্যাচ খেলেছি আগে ৷ আমার মনে হয়, যতবারই ভারতে সিরিজ খেলতে এসেছি, ততবারই এখানে একটি অন্তত ম্যাচ পড়েছে ৷ এমনকী আমাদের কয়েকজন ক্রিকেটার সিএসকে'র হয়েও খেলেছেন ৷ তাই সেই অভিজ্ঞতা আগামিকালের ম্যাচে আমাদের সাহায্য করবে ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়ার মেগা দ্বৈরথে স্পিনে ভরপুর চিপকের পিচ !

ভারতীয় স্পিন আক্রমণের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুই হাতিয়ার হতে চলেছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ৷ এছাড়া থাকছেন মার্নাস লাবুশান ৷ ওয়ার্নার কোটলায় অশ্বিনের বিরুদ্ধে ডান হাতে ব্যাট করেছিলেন ৷ তাই কামিন্সের বিশ্বাস অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার ভারতীয় স্পিনারদের সামলাতে নিশ্চয় কোনও বিকল্প পথ বেছে রেখেছেন ৷ তাই মজার ছলেই বললেন, ‘‘ডেভিকে আমরা ডান হাতে ব্যাট করতে দেখেছি ৷ কিন্তু আমার মতে, ওর বাঁ-হাতে ব্যাট করাই ভালো ৷ ওটাতেই ওকে বেশি মানায় ৷ তবে, মনে হয় না ও শুনবে ৷ দেখা যাক নতুন কী করে ৷’’

তবে, চেন্নাইয়ের পিচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে একমাত্র স্পিন বোলিং বিকল্প অ্যাডাম জাম্পা ৷ আর পার্টটাইমার হিসেবে রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নাস লাবুশান ৷ কিন্তু, ভারতীয় ব্যাটারদের সামনে ম্যাক্সওয়েল এবং লাবুশান উইকেট নেওয়ার অপশন হতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷

চেন্নাই, 7 অক্টোবর: বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে ভারতীয় স্পিনারদের ঘূর্ণির জালে পড়তে চলেছেন, তা ভালোই বুঝতে পারছেন প্যাট কামিন্স ৷ শনিবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে সেই নিয়েই চিন্তিত দেখাল অজি অধিনায়ককে ৷ জানালেন, চিপকে ভারতীয় স্পিনারদের এড়িয়ে গেলে ভুল করা হবে ৷ আর সেটাই অস্ট্রেলিয়া দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত তাঁর ৷ সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রবিবার ভারত বিশ্বকাপে তাদের তিন স্পিনারকেই খেলাতে চলেছে ৷ কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বিশ্বমানের স্পিন অ্যাটাক রয়েছে ভারতের ৷

তবে, কামিন্স অতীত অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন ৷ সাম্প্রতিক অতীতে চেন্নাইতে খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ান ব্যাটারদের ভারতীয় স্পিন ত্রয়ীর বিরুদ্ধে লড়তে সাহায্য করবে বলে মনে করছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘ভালো বিষয় এটাই যে, আমরা ভারতীয় স্পিনারদের অনেক বেশি খেলেছি ৷ আমাদের ব্যাটাররা নিজেদের পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ৷ এর আগেও ভারতের বিরুদ্ধে আমরা সফল হয়েছি ৷ আবার কিছু ক্ষেত্রে ওরাও আমাদের বিরুদ্ধে খুব ভালো বল করেছে ৷’’

তবে, ভারতে আইপিএল খেলা কয়েকজন ক্রিকেটারের অভিজ্ঞতা এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাড়তি সুবিধা দেবে বলে মত অধিনায়ক কামিন্সের ৷ তিনি বলেন, ‘‘এটা এমন একটা মাঠ, যেখানে আমরা অনেক ম্যাচ খেলেছি আগে ৷ আমার মনে হয়, যতবারই ভারতে সিরিজ খেলতে এসেছি, ততবারই এখানে একটি অন্তত ম্যাচ পড়েছে ৷ এমনকী আমাদের কয়েকজন ক্রিকেটার সিএসকে'র হয়েও খেলেছেন ৷ তাই সেই অভিজ্ঞতা আগামিকালের ম্যাচে আমাদের সাহায্য করবে ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়ার মেগা দ্বৈরথে স্পিনে ভরপুর চিপকের পিচ !

ভারতীয় স্পিন আক্রমণের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দুই হাতিয়ার হতে চলেছেন অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ৷ এছাড়া থাকছেন মার্নাস লাবুশান ৷ ওয়ার্নার কোটলায় অশ্বিনের বিরুদ্ধে ডান হাতে ব্যাট করেছিলেন ৷ তাই কামিন্সের বিশ্বাস অভিজ্ঞ বাঁ-হাতি ব্যাটার ভারতীয় স্পিনারদের সামলাতে নিশ্চয় কোনও বিকল্প পথ বেছে রেখেছেন ৷ তাই মজার ছলেই বললেন, ‘‘ডেভিকে আমরা ডান হাতে ব্যাট করতে দেখেছি ৷ কিন্তু আমার মতে, ওর বাঁ-হাতে ব্যাট করাই ভালো ৷ ওটাতেই ওকে বেশি মানায় ৷ তবে, মনে হয় না ও শুনবে ৷ দেখা যাক নতুন কী করে ৷’’

তবে, চেন্নাইয়ের পিচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে একমাত্র স্পিন বোলিং বিকল্প অ্যাডাম জাম্পা ৷ আর পার্টটাইমার হিসেবে রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নাস লাবুশান ৷ কিন্তু, ভারতীয় ব্যাটারদের সামনে ম্যাক্সওয়েল এবং লাবুশান উইকেট নেওয়ার অপশন হতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.