ETV Bharat / sports

Sourav Ganguly: বিসিসিআইয়ে দাদাগিরি শেষ হওয়া নিয়ে বাংলায় রাজনৈতিক যুদ্ধ - তৃণমূল

বিসিসিআইয়ের (BCCI) সভপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ ক্রীড়া প্রশাসনের এই বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনীতির ময়দান ৷

in-west-bengal-sourav-ganguly-and-bcci-issue-takes-political-turn
Sourav Ganguly: বিসিসিআইয়ে দাদাগিরি শেষ হওয়া নিয়ে বাংলায় রাজনৈতিক যুদ্ধ
author img

By

Published : Oct 19, 2022, 4:52 PM IST

কলকাতা, 19 অক্টোবর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে মঙ্গলবার সরকারি ভাবে শেষ হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ‘দাদাগিরি’ ৷ বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদে তাঁর না থাকা নিয়ে দেশের ক্রীড়া প্রশাসক মহলে যত আলোচনা তৈরি হয়েছে, তার থেকেও বেশি চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ পুরো বিষয়টিই এখন রাজনীতির লড়াইয়ে পরিণত হয়েছে ৷

একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সৌরভের পাশে দাঁড়িয়েছেন ৷ সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) অনুরোধ করেছেন মমতা ৷ অন্যদিকে সৌরভের জন্য মমতার এই ‘সহানুভূতি’ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি আবার পালটা প্রশ্ন তুলেছেন, সৌরভকে কেন মুখ্যমন্ত্রী বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Bengal Brand Ambassador) করছেন না ?

কিন্তু তাঁরা কি আদৌ সৌরভের হয়ে ব্যাট ধরেছেন ? নাকি রাজনীতির ময়দানে নিজেদের দলের হয়েই ‘খেলতে’ নেমেছেন তাঁরা ? বিশেষ করে মমতা যেভাবে বোর্ডে জয় শাহের (Jay Shah) থেকে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন ৷ একবারও জয়ের নাম না করে বারবার অমিত শাহের (Amit Shah) নাম করেছেন ৷ জয়কে ’অমিতবাবুর ছেলে’ বলে উল্লেখ করেছেন ৷ সেখানে ক্রীড়া প্রশাসনে সৌরভের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক বেশি টার্গেট করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মুখ্যমন্ত্রী সৌরভকে বাংলার গর্ব বলে উল্লেখ করেছেন ৷ তাঁর সেই বক্তব্যকেই হাতিয়ার করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, শাহরুখ খানকে (Shah Rukh Khan) সরিয়ে বাংলার গর্ব সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হবে না ? রাজনৈতিক মহলের বক্তব্য, এক্ষেত্রে শুভেন্দুও সৌরভকে সামনে রেখে আসলে নিশানা করলেন মমতাকেই ৷

প্রচারের আলোয় আসার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বরাবরই রাজনৈতিক চর্চা হয়েছে ৷ এখন যেমন কখনও তাঁকে বিজেপি (BJP) ঘনিষ্ঠ হিসেবে তকমা দেওয়া হয়, আবার কখনও তৃণমূলের (Trinamool Congress) কাছের লোক বলা হয় ৷ তেমনই এক সময় তাঁর পরিচয় সিপিএম (CPIM) ঘনিষ্ঠ হিসেবে ছিল ৷ বিশেষ করে সিপিএমের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ির অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সকলেরই জানা ৷

ফলে সিপিএমের অবস্থান এই মুহূর্তে ঠিক কী, সেই দিকেই নজর রয়েছে সকলের ৷ তাৎপর্যপূর্ণ ভাবে সিপিএম কিন্তু কিছুটা হলেও দূরত্ব বজায় রেখেছে ৷ আর সৌরভকে নিয়ে এভাবে রাজনীতি দেখে বিস্মিত স্বয়ং অশোক ভট্টাচার্য ৷ তাঁর অনুরোধ, সৌরভকে নিয়ে এসব বন্ধ করা উচিত বিজেপি ও তৃণমূলের ৷ অশোক ভট্টাচার্যের কথায়, ‘‘সৌরভ রাজনীতির ঊর্ধ্বে ৷’’

তবে তিনিও মনে করেন যে ভারত থেকে আইসিসি (ICC)-তে সৌরভই প্রতিনিধিত্ব করার যোগ্য ৷ তিনি বলেন, ‘‘তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে পেলে আমি খুবই খুশি হব ৷’’

যদিও সৌরভকে এই বাঙালির সরব হওয়া এই প্রথম নয় ৷ ক্রিকেট জীবনে যখন তাঁকে বাদ দেওয়া হয়েছিল, তখন বিষয়টিকে বাংলার বঞ্চনা হিসেবেই দেখা হয়েছিল ৷ তখনও রাজনীতির ময়দানে অনেকে সরব হয়েছিলেন ৷ কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের পরিস্থিতি একেবারে অন্যরকম ৷ যে সৌরভকে দেখা গিয়েছে রাজনীতির আঙিনাকে সুকৌশলে সরিয়ে রেখে সবপক্ষের সঙ্গে সদ্ভাব রেখে চলতে ৷ সেই সৌরভকেই এখন কার্যত বোড়ে বানিয়ে রাজনৈতিক লাভের আশায় লড়াইয়ে নেমেছে সবপক্ষ ৷

আরও পড়ুন: সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

কলকাতা, 19 অক্টোবর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে মঙ্গলবার সরকারি ভাবে শেষ হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ‘দাদাগিরি’ ৷ বিসিসিআইয়ের (BCCI) সভাপতি পদে তাঁর না থাকা নিয়ে দেশের ক্রীড়া প্রশাসক মহলে যত আলোচনা তৈরি হয়েছে, তার থেকেও বেশি চর্চা চলছে রাজনৈতিক মহলে ৷ পুরো বিষয়টিই এখন রাজনীতির লড়াইয়ে পরিণত হয়েছে ৷

একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) সৌরভের পাশে দাঁড়িয়েছেন ৷ সৌরভকে আইসিসি-তে পাঠানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) অনুরোধ করেছেন মমতা ৷ অন্যদিকে সৌরভের জন্য মমতার এই ‘সহানুভূতি’ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি আবার পালটা প্রশ্ন তুলেছেন, সৌরভকে কেন মুখ্যমন্ত্রী বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর (Bengal Brand Ambassador) করছেন না ?

কিন্তু তাঁরা কি আদৌ সৌরভের হয়ে ব্যাট ধরেছেন ? নাকি রাজনীতির ময়দানে নিজেদের দলের হয়েই ‘খেলতে’ নেমেছেন তাঁরা ? বিশেষ করে মমতা যেভাবে বোর্ডে জয় শাহের (Jay Shah) থেকে যাওয়ার প্রসঙ্গ তুলেছেন ৷ একবারও জয়ের নাম না করে বারবার অমিত শাহের (Amit Shah) নাম করেছেন ৷ জয়কে ’অমিতবাবুর ছেলে’ বলে উল্লেখ করেছেন ৷ সেখানে ক্রীড়া প্রশাসনে সৌরভের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার চেয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে অনেক বেশি টার্গেট করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

মুখ্যমন্ত্রী সৌরভকে বাংলার গর্ব বলে উল্লেখ করেছেন ৷ তাঁর সেই বক্তব্যকেই হাতিয়ার করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷ তাঁর প্রশ্ন, শাহরুখ খানকে (Shah Rukh Khan) সরিয়ে বাংলার গর্ব সৌরভকে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হবে না ? রাজনৈতিক মহলের বক্তব্য, এক্ষেত্রে শুভেন্দুও সৌরভকে সামনে রেখে আসলে নিশানা করলেন মমতাকেই ৷

প্রচারের আলোয় আসার পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বরাবরই রাজনৈতিক চর্চা হয়েছে ৷ এখন যেমন কখনও তাঁকে বিজেপি (BJP) ঘনিষ্ঠ হিসেবে তকমা দেওয়া হয়, আবার কখনও তৃণমূলের (Trinamool Congress) কাছের লোক বলা হয় ৷ তেমনই এক সময় তাঁর পরিচয় সিপিএম (CPIM) ঘনিষ্ঠ হিসেবে ছিল ৷ বিশেষ করে সিপিএমের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ির অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সকলেরই জানা ৷

ফলে সিপিএমের অবস্থান এই মুহূর্তে ঠিক কী, সেই দিকেই নজর রয়েছে সকলের ৷ তাৎপর্যপূর্ণ ভাবে সিপিএম কিন্তু কিছুটা হলেও দূরত্ব বজায় রেখেছে ৷ আর সৌরভকে নিয়ে এভাবে রাজনীতি দেখে বিস্মিত স্বয়ং অশোক ভট্টাচার্য ৷ তাঁর অনুরোধ, সৌরভকে নিয়ে এসব বন্ধ করা উচিত বিজেপি ও তৃণমূলের ৷ অশোক ভট্টাচার্যের কথায়, ‘‘সৌরভ রাজনীতির ঊর্ধ্বে ৷’’

তবে তিনিও মনে করেন যে ভারত থেকে আইসিসি (ICC)-তে সৌরভই প্রতিনিধিত্ব করার যোগ্য ৷ তিনি বলেন, ‘‘তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে পেলে আমি খুবই খুশি হব ৷’’

যদিও সৌরভকে এই বাঙালির সরব হওয়া এই প্রথম নয় ৷ ক্রিকেট জীবনে যখন তাঁকে বাদ দেওয়া হয়েছিল, তখন বিষয়টিকে বাংলার বঞ্চনা হিসেবেই দেখা হয়েছিল ৷ তখনও রাজনীতির ময়দানে অনেকে সরব হয়েছিলেন ৷ কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের পরিস্থিতি একেবারে অন্যরকম ৷ যে সৌরভকে দেখা গিয়েছে রাজনীতির আঙিনাকে সুকৌশলে সরিয়ে রেখে সবপক্ষের সঙ্গে সদ্ভাব রেখে চলতে ৷ সেই সৌরভকেই এখন কার্যত বোড়ে বানিয়ে রাজনৈতিক লাভের আশায় লড়াইয়ে নেমেছে সবপক্ষ ৷

আরও পড়ুন: সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.