ETV Bharat / sports

ENG vs IND : পূজারার ধীর গতির ব্যাটিং নিয়ে ভারতীয় দলকে বার্তা গাভাসকরের - রক্ষণাত্মক ব্যাটিং কৌশল

চেতেশ্বর পূজারা ব্যাটিং কৌশলের উপর পূর্ণ আস্থা রয়েছে সুনীল গাভাসকরের ৷ এক ভার্চুয়াল ক্রিকেট শো-তে এমনই জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ এমনকি পূজারা নিজেও তাঁর ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ৷ তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর কৌশলে ভরসা রাখতে না পারলে অন্য কারওকে খেলাতে পারে বলে জানালেন গাভাসকর ৷

if-team-feels-cheteshwar-pujaras-method-doesnt-work-it-can-look-for-someone-else-sunil-gavaskar
ENG vs IND : পূজারা কৌশল নিয়ে সংশয় থাকলে দল অন্য কাউেক খেলাতে পারে : গাভাসকর
author img

By

Published : Aug 3, 2021, 1:15 PM IST

মুম্বই, 3 অগস্ট : চেতেশ্বর পূজারার পাশে দাঁড়িয়ে এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খোঁচা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ৷ চাপের মুখে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)-র ব্যাটিং কৌশলের প্রশংসা করেন লিটল মাস্টার ৷ পাশাপাশি এও বলেন, পূজারার নিজের ব্যাটিং কৌশলের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ কিন্তু, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর ব্য়াটিং-এ আস্থা রাখতে না পারলে, অন্য কোনও ব্যাটসম্যানকে তিন নম্বরে খেলাতে পারে ৷ আগামিকাল থেকে শুরু হতে চলা ইংল্যান্ড বনাম ভারত (England vs India) টেস্টে সিরিজ নিয়ে এক ভার্চুয়াল শো-তে এই মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

সুনীল গাভাসকর ওই শো-তে বলেন, ‘‘পূজারা আন্তর্জাতিক স্তরে সুযোগ পেয়েছেন তাঁর খেলার এই ধরনের জন্যই ৷ আর তিনি নিজে সেই কৌশলে ভরসা করেন ৷ কিন্তু, কোনও কারণে দল তাঁর সেই কৌশলে ভরসা রাখতে না পারলে, তারা অন্য কারওকে দলে সুযোগ দিতে পারে ৷’’ প্রসঙ্গত, চেতেশ্বর পূজারা পরিচিত টেস্ট ক্রিকেটের টেক্সটবুক ব্যাটিং কৌশলের জন্য ৷ আর সাম্প্রতিককালে তাঁর এই রক্ষণাত্মক ব্যাটিং কৌশলের জেরে খারাপ বলকেও মাঠের বাইরে পাঠাতে সক্ষম হচ্ছেন না পূজি ৷ যা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার শিকারও হয়েছেন তিনি ৷ যার সাম্প্রতিক উদাহরণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ৷

ভার্চুয়াল ওই আলোচনায় পূজারার সমর্থনে প্রাক্তন ভারত অধিনায়ক আরও জানান, এই ব্যাটি কৌশলেই পূজারার ক্ষেত্রে কার্যকর এবং ভারতের ক্ষেত্রেও ৷ এর ব্যাখ্যা করতে গিয়ে সানি বলেন, উইকেটের একদিক থেকে পূজারা দুর্গ সামলান এবং উল্টোদিক থেকে স্ট্রোক প্লেয়াররা তাঁদের শট খেলার স্বাধীনতা পাবেন ৷ কারণ তাঁরা জানবেন উইকেটের উল্টোদিকে একজন পোক্ত খেলোয়াাড় রয়েছেন ৷ একই সঙ্গে পূজারার প্রতি তাঁর আস্থা আছে বলেই জানিয়েছেন সানি ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, তাঁর নিজের প্রতি আস্থা রাখা দরকার এবং তিনি যে খেলাটা সবচেয়ে ভাল জানেন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ৷ যা তিনি বহু বছর ধরে ভারতের হয়ে করে আসছেন ৷’’

আরও পড়ুন : Shane Warne : করোনা আক্রান্ত শেন ওয়ার্ন, রয়েছেন আইসোলেশনে

প্রসঙ্গত, প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বের দু’বছরে পূজারা একটি সেঞ্চুরিও করতে পারেননি এবং 30’র কম গড়ে রান করেছেন ৷ আর তাই বুধবার থেকে নটিংহ্যাম থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা উপর সবার নজর থাকবে ৷ বিশেষ করে যখন ভারতীয় শিবিরে সিরিজ শুরুর আগেই একাধিক চোট আঘাতের সমস্যা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷ এমনকি মহম্মদ সিরাজের বাউন্সার হেলমেটে লাগার পর প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ ফলে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল ওপেন করবেন ৷

মুম্বই, 3 অগস্ট : চেতেশ্বর পূজারার পাশে দাঁড়িয়ে এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খোঁচা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ৷ চাপের মুখে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)-র ব্যাটিং কৌশলের প্রশংসা করেন লিটল মাস্টার ৷ পাশাপাশি এও বলেন, পূজারার নিজের ব্যাটিং কৌশলের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ কিন্তু, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর ব্য়াটিং-এ আস্থা রাখতে না পারলে, অন্য কোনও ব্যাটসম্যানকে তিন নম্বরে খেলাতে পারে ৷ আগামিকাল থেকে শুরু হতে চলা ইংল্যান্ড বনাম ভারত (England vs India) টেস্টে সিরিজ নিয়ে এক ভার্চুয়াল শো-তে এই মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

সুনীল গাভাসকর ওই শো-তে বলেন, ‘‘পূজারা আন্তর্জাতিক স্তরে সুযোগ পেয়েছেন তাঁর খেলার এই ধরনের জন্যই ৷ আর তিনি নিজে সেই কৌশলে ভরসা করেন ৷ কিন্তু, কোনও কারণে দল তাঁর সেই কৌশলে ভরসা রাখতে না পারলে, তারা অন্য কারওকে দলে সুযোগ দিতে পারে ৷’’ প্রসঙ্গত, চেতেশ্বর পূজারা পরিচিত টেস্ট ক্রিকেটের টেক্সটবুক ব্যাটিং কৌশলের জন্য ৷ আর সাম্প্রতিককালে তাঁর এই রক্ষণাত্মক ব্যাটিং কৌশলের জেরে খারাপ বলকেও মাঠের বাইরে পাঠাতে সক্ষম হচ্ছেন না পূজি ৷ যা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার শিকারও হয়েছেন তিনি ৷ যার সাম্প্রতিক উদাহরণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ৷

ভার্চুয়াল ওই আলোচনায় পূজারার সমর্থনে প্রাক্তন ভারত অধিনায়ক আরও জানান, এই ব্যাটি কৌশলেই পূজারার ক্ষেত্রে কার্যকর এবং ভারতের ক্ষেত্রেও ৷ এর ব্যাখ্যা করতে গিয়ে সানি বলেন, উইকেটের একদিক থেকে পূজারা দুর্গ সামলান এবং উল্টোদিক থেকে স্ট্রোক প্লেয়াররা তাঁদের শট খেলার স্বাধীনতা পাবেন ৷ কারণ তাঁরা জানবেন উইকেটের উল্টোদিকে একজন পোক্ত খেলোয়াাড় রয়েছেন ৷ একই সঙ্গে পূজারার প্রতি তাঁর আস্থা আছে বলেই জানিয়েছেন সানি ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি, তাঁর নিজের প্রতি আস্থা রাখা দরকার এবং তিনি যে খেলাটা সবচেয়ে ভাল জানেন, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ৷ যা তিনি বহু বছর ধরে ভারতের হয়ে করে আসছেন ৷’’

আরও পড়ুন : Shane Warne : করোনা আক্রান্ত শেন ওয়ার্ন, রয়েছেন আইসোলেশনে

প্রসঙ্গত, প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বের দু’বছরে পূজারা একটি সেঞ্চুরিও করতে পারেননি এবং 30’র কম গড়ে রান করেছেন ৷ আর তাই বুধবার থেকে নটিংহ্যাম থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারা উপর সবার নজর থাকবে ৷ বিশেষ করে যখন ভারতীয় শিবিরে সিরিজ শুরুর আগেই একাধিক চোট আঘাতের সমস্যা দেখা দিয়েছে ৷ ইতিমধ্যে ওপেনিং ব্যাটসম্যান শুভমন গিল চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ৷ এমনকি মহম্মদ সিরাজের বাউন্সার হেলমেটে লাগার পর প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল ৷ ফলে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা কে এল রাহুল ওপেন করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.