আমেদাবাদ, 18 নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ রবিবাসরীয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ দু'দশক পর আবার ফাইনালে দেখা হতে চলেছে ক্রিকেট গ্রহের এই দুই জায়ান্টের ৷ জোহনাসবার্গের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া ৷ সালটা ছিল 2003 ৷ ঘরের মাঠে বদলা নিতে পারবেন কি রোহিত শর্মারা? উত্তরের অপেক্ষায় সমগ্র ভারতবর্ষ ৷ এদিকে ফাইনালের বল গড়ানোর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদকে ৷ আসুন জেনে নেওয়া যাক, বিশ্বকাপ ফাইনাল সংক্রান্ত কিছু তথ্য ৷
দুই দলের পুরস্কার মূল্য:
2023 সালের বিশ্বকাপ জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে 4 মিলিয়ন মার্কিন ডলার ৷ আইসিসি'র এই পুরস্কার মূল্য ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাঁড়াবে 33.20 কোটি ৷ অন্যদিকে রানার্স আপ দলের জন্য 2 মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার তুলে দিতে চলেছে আইসিসি ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় তারা পাবে 16.60 কোটি ৷ সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল অর্থাৎ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা প্রত্যেকেই পাবে 8 লক্ষ মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য 6.64 কোটি টাকা ৷ এছাড়া বাদ পড়া বাকি 6টি দলের প্রত্যেককে এক লক্ষ মার্কিন ডলার করে পুরস্কার তুলে দেওয়া হবে ৷
-
#WATCH | Gujarat: Security stepped up at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCWorldCup2023 pic.twitter.com/RxrMieuQwm
— ANI (@ANI) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Gujarat: Security stepped up at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCWorldCup2023 pic.twitter.com/RxrMieuQwm
— ANI (@ANI) November 18, 2023#WATCH | Gujarat: Security stepped up at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCWorldCup2023 pic.twitter.com/RxrMieuQwm
— ANI (@ANI) November 18, 2023
ফাইনালের আগে নিরাপত্তার ব্যবস্থা:
-
#WATCH | Ahmedabad, Gujarat: Ahead of the #ICCCricketWorldCup final, Gyanendra Singh Malik, Police Commissioner of Ahmedabad, says, "...We have called nearly 2000 police from outside... Overall, we are using more than 6,000 of the police force... Paramilitary (force) is… pic.twitter.com/QQHo78ED6b
— ANI (@ANI) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Ahmedabad, Gujarat: Ahead of the #ICCCricketWorldCup final, Gyanendra Singh Malik, Police Commissioner of Ahmedabad, says, "...We have called nearly 2000 police from outside... Overall, we are using more than 6,000 of the police force... Paramilitary (force) is… pic.twitter.com/QQHo78ED6b
— ANI (@ANI) November 18, 2023#WATCH | Ahmedabad, Gujarat: Ahead of the #ICCCricketWorldCup final, Gyanendra Singh Malik, Police Commissioner of Ahmedabad, says, "...We have called nearly 2000 police from outside... Overall, we are using more than 6,000 of the police force... Paramilitary (force) is… pic.twitter.com/QQHo78ED6b
— ANI (@ANI) November 18, 2023
রবিবারের ফাইনালের আগে ইতিমধ্য়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমেদাবাদে ৷ শনিবার থেকেই স্টেডিয়ামের সামনে দেখা গেল নিরপত্তারক্ষীদের ৷ রয়েছে বিশেষ ডগ স্কোর্য়াডের ব্যবস্থাও ৷ শনিবার বিকেল থেকেই মোতায়ন করা হল নিরাপত্তারক্ষীদের ৷ আগামিকাল মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসও ৷ এছাড়া হাজির থাকার কথা রয়েছে বিভিন্ন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের ৷ অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনি, কপিল দেবদের দেখা যাবে মাঠে ৷ এছাড়া সিনে দুনিয়ার বহু মানুষও উপস্থিত থাকবেন ফাইনালে ৷ আর তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে নারাজ প্রশাসন ৷
আমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক জানিয়েছেন, বিশ্বকাপের এই ম্যাচ এবং প্রধানমন্ত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে প্রায় 6000 পুলিশ মোতায়ন করা হবে ৷ যার মধ্যে 2000 পুলিশ কর্মী থাকবেন স্টেডিয়ামের বাইরে ৷ জলকামান ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামের ব্যবস্থাও করা হয়েছে ৷