ETV Bharat / sports

ICC World Cup 2023: 48 ঘণ্টার ব্যবধানে ফের অঘটন! এবার প্রোটিয়াদের জয়রথ থামাল ডাচরা - ইংরেজবাহিনীকে পরাস্ত করে নজর কেড়েছিল আফগানিস্তান

ফের ঘটল অঘটন ৷ ইংরেজবাহিনীকে পরাস্ত করে নজর কেড়েছিল আফগানিস্তান ৷ আর এবার প্রোটিয়াদের অশ্বমেধের ঘোড়কে থামিয়ে দিল নেদারল্যান্ডস ৷

Etv Bharat
প্রোটিয়াদের জয়রথ থামাল নেদারল্যান্ডস
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 11:02 PM IST

ধরমশালা, 17 অক্টোবর: বিশ্বকাপে এমন অনেক অঘটনই ঘটে যা গুলিয়ে দেয় কাগজ-কলমের হিসেব নিকেশ ৷ কয়েকদিন আগেই গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছিল আফগানিস্তান ৷ আর এবার তৃতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিল স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস ৷ লোগান ভ্যান বিক, পল ভ্যান মিকি রেন, রিওলফ ভ্যান ডার মারউইদের দাপুটে বোলিংয়ের এদিন কার্যত অসহায় হয়ে পড়ে প্রোটিয়াবাহিনী ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 43 ওভারে 246 রানের টার্গেট রাখে ডাচ শিবির ৷ জবাবে অন্তিম ওভারে 207 রানে গুটিয়ে গেল প্রোটিয়াবাহিনী ৷ সবমিলিয়ে ডাচরা জিতল 38 রানে ৷

এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে প্রথমেই 20 রানে ফর্মে থাকা কুইন্টন ডিকককে ঘরে ফেরান কলিন অকারম্যান ৷ এরপর অধিনায়ক তেম্বা বাভুমাকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন বুাঁ হাতি স্পিনার ভ্যান ডার মারউই ৷ ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করামও এদিন ছিলেন ক্ষণিকের অতিথি ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 82 রানে 5 উইকেট হারায় নেদারল্যান্ডস ৷ সেই কঠিন পরিস্থিতি থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের হাল ধরেন স্কট এডওয়ার্ডস ৷

আর সেই ইনিংসই এদিন দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মধ্যে তফাত গড়ে দেয় ৷ ডেভিড মিলার চেষ্টা করেন ঠিকই ৷ কিন্তু কঠিন পরিস্থিতিতে দলকে জয় এনে দিতে ব্যর্থ কিলার মিলার ৷ 52 বলে 43 রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে প্রোটিয়া বাহিনী লড়াই ৷ নেদারল্যান্ডসের মতোই মঙ্গলবার মাত্র 89 রানে 5 উইকেট খোয়ায় প্রোটিয়া বাহিনীও ৷ তবে পরিস্থিতি আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা ৷

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংসে ডাচদের ম্য়াচে ফেরালেন স্কট

শেষপর্বে কেশব মহারাজ চেষ্টা করেছিলে ঠিকই তবে তাতে লক্ষ্যপূরণ করতে পারল না দক্ষিণ আফ্রিকা ৷ নেদারল্যান্ডসের হয়ে এদিন সর্বাধিক দু'টি করে উইকেট দখল করেন বিক, মিকি রেন, বাস ডি লিডি এবং ভ্যান ডার মারউই ৷

ধরমশালা, 17 অক্টোবর: বিশ্বকাপে এমন অনেক অঘটনই ঘটে যা গুলিয়ে দেয় কাগজ-কলমের হিসেব নিকেশ ৷ কয়েকদিন আগেই গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছিল আফগানিস্তান ৷ আর এবার তৃতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিল স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস ৷ লোগান ভ্যান বিক, পল ভ্যান মিকি রেন, রিওলফ ভ্যান ডার মারউইদের দাপুটে বোলিংয়ের এদিন কার্যত অসহায় হয়ে পড়ে প্রোটিয়াবাহিনী ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত 43 ওভারে 246 রানের টার্গেট রাখে ডাচ শিবির ৷ জবাবে অন্তিম ওভারে 207 রানে গুটিয়ে গেল প্রোটিয়াবাহিনী ৷ সবমিলিয়ে ডাচরা জিতল 38 রানে ৷

এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে প্রথমেই 20 রানে ফর্মে থাকা কুইন্টন ডিকককে ঘরে ফেরান কলিন অকারম্যান ৷ এরপর অধিনায়ক তেম্বা বাভুমাকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন বুাঁ হাতি স্পিনার ভ্যান ডার মারউই ৷ ভ্যান ডার ডুসেন এবং এইডেন মার্করামও এদিন ছিলেন ক্ষণিকের অতিথি ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 82 রানে 5 উইকেট হারায় নেদারল্যান্ডস ৷ সেই কঠিন পরিস্থিতি থেকে অধিনায়কোচিত ইনিংস খেলে দলের হাল ধরেন স্কট এডওয়ার্ডস ৷

আর সেই ইনিংসই এদিন দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মধ্যে তফাত গড়ে দেয় ৷ ডেভিড মিলার চেষ্টা করেন ঠিকই ৷ কিন্তু কঠিন পরিস্থিতিতে দলকে জয় এনে দিতে ব্যর্থ কিলার মিলার ৷ 52 বলে 43 রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফিরতেই ভেঙে পড়ে প্রোটিয়া বাহিনী লড়াই ৷ নেদারল্যান্ডসের মতোই মঙ্গলবার মাত্র 89 রানে 5 উইকেট খোয়ায় প্রোটিয়া বাহিনীও ৷ তবে পরিস্থিতি আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা ৷

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংসে ডাচদের ম্য়াচে ফেরালেন স্কট

শেষপর্বে কেশব মহারাজ চেষ্টা করেছিলে ঠিকই তবে তাতে লক্ষ্যপূরণ করতে পারল না দক্ষিণ আফ্রিকা ৷ নেদারল্যান্ডসের হয়ে এদিন সর্বাধিক দু'টি করে উইকেট দখল করেন বিক, মিকি রেন, বাস ডি লিডি এবং ভ্যান ডার মারউই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.