কলকাতা, 9 নভেম্বর: শহরে বিশ্বকাপ জ্বর ৷ তারই মাঝে বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ময়দানে দিল্লি ক্যাপিটালসের সেই প্রস্তুতিতে বৃহস্পতিবার যোগ দিলেন ঋষভ পন্ত ৷ স্বাভাবিকভাবেই ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের আগেরদিন কলকাতার মিডিয়াকুলের ফোকাস ইডেন চত্বর থেকে কিছুটা সরল বৈকি ৷ শুধুই কি পন্ত ? প্রথমবার শহরে দিল্লির অনুশীলনে যোগ দিয়েছেন হেড কোচ রিকি পন্টিংও ৷ আগ্রহটা তাই খানিক বেশিই ৷ পন্ত-পন্টিংয়ের সঙ্গে এদিন অনুশীলনে ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্লাবের ক্রিকেটিং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দলের অনুশীলনের মাঝে বিশ্বকাপ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিলেন মহারাজ ৷ সেমিফাইনালে ইডেনে ভারত-পাক দ্বৈরথ চাইছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি ৷
শেষ চারে ভারতের প্রতিপক্ষ নিয়ে সৌরভ বলছেন, "ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলা হোক। আমি তো তাই চাই। দর্শকরা উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পাবে।" টানা আট ম্যাচে অপরাজিত ভারত। প্রতিপক্ষকে দুরমুশ করে দিচ্ছেন রোহিতরা। অনেকেই বলছেন ভারতীয় দল বোধহয় একটু বেশি আগেই ফর্মের চূড়ায় পৌঁছে গিয়েছে। যদিও সৌরভ বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন। প্রাক্তন বোর্ড সভাপতির বলছেন, “আটটি ম্যাচ হয়ে গিয়েছে। তাহলে বেশি আগে ফর্মের চূড়োয় পৌঁছনোর বিষয়টি হল কই। আমি তো চাই টানা এগারোটি ম্যাচ জিতুক রোহিতরা।"
পাশাপাশি মঙ্গলবার ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের ঐশ্বরিক ইনিংসে এখনও বুঁদ ক্রিকেট-জনতা ৷ ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তবে বাকিদের মতো সেটাকে ওয়ান-ডে ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ইনিংস বলতে নারাজ 'প্রিন্স অফ ক্যালকাটা'৷ সৌরভ বলছেন, "দুর্দান্ত ইনিংস। তবে সেরা বোলিং লাইন-আপের বিরুদ্ধে নয়। সেরা অধিনায়কত্বের বিরুদ্ধেও নয়। তাই এই ইনিংস গ্রেটেস্ট নয়। আমি আরও ভালো ইনিংস দেখেছি। সচিন-বিরাটকে আরও ভালো ইনিংস খেলতে দেখেছি। তবে পরিস্থিতির বিচারে এই ইনিংসে অসাধারণ বলব।"
আরও পড়ুন: তিলোত্তমায় দিল্লি ক্যাপিটালসের অনুশীলন শিবিরে হাজির ঋষভ পন্থ, প্রশংসায় সৌরভ
2003 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দল এমনই টানা আট ম্যাচ জিতে ফাইনালে পৌঁছলেও খালি হাতে ফিরতে হয়েছিল ৷ সৌরভকে সেই কথা মনে করানো হলে তিনি চাইলেন সেই ইতিহাস বদলাক এবার ৷ সেইসঙ্গে শেষবেলায় মহম্মদ শামিকে চলতি বিশ্বকাপের 'সেরা বোলার' তকমা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।