ETV Bharat / sports

Sourav on Virat: শতরানের হাফসেঞ্চুরি কোহলির, 'অপার্থিব' বলছেন সৌরভ - দ্য প্রিন্স অব কলকাতা

ওয়াংখেড়ের বাইশ গজে সচিন তেন্ডুলকরের ওয়ান ডে-তে সর্বাধিক শতরানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ৷ করলেন তাঁর 50তম শতরান ৷ বিরাটের প্রশংসায় মত্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

Sourav on Virat
বিরাটের প্রশংসায় মত্ত সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 8:58 PM IST

Updated : Nov 15, 2023, 11:04 PM IST



কলকাতা, 15 নভেম্বর: ওয়াংখেড়ের ময়দানে এর আগে বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলেছিল ভারতীয় দল ৷ সেদিন তরুণ বিরাট কোহলির কাঁধে চড়ে সারা মাঠ প্রদক্ষিণ করেছিলেন মাস্টার ব্লাস্টার ৷ বুধবার সেই মাঠেই সচিন তেন্ডুলকরের 49টি শতরানের রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডবুকে শীর্ষে নাম তুলে ফেললেন বিরাট ৷ 113 বলে 117 রান করে সেমিফাইনালে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেন তিনি ৷ কোহলির এই রেকর্ড-ব্রেকিং শতরানের প্রশংসায় পঞ্চমুখ 'দ্য প্রিন্স অব কলকাতা'-ও ৷

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

'শতরানের হাফসেঞ্চুরি' এই মাইলস্টোনের কাছে এসেও বারবার ধাক্কা খেয়ে ফিরতে হয়েছিল স্বয়ং ক্রিকেটঈশ্বরকে ৷ কিন্তু বিরাটের লাগল মাত্র দু'টি ইনিংস ৷ মাঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি আউট হন 51 রানে ৷ আর তারপর ওয়াংখেড়েতে সচিনের সামনেই তাঁকে পিছনে ফেললেন রানমেশিন ৷ এই ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন বিসিসিআই কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বলেন, "আউটস্ট্যান্ডিং। 50টি শতরান। অপার্থিব। এই রেকর্ড ভাঙা অন্যদের পক্ষে কঠিন হবে। এখনও কোহলি খেলা ছাড়েনি । একথা মাথায় রাখতে হবে ৷"

আজ থেকে ঠিক 15 বছর আগে ভারতের ড্রেসিংরুমে পা রেখেছিলেন বিরাট কোহলি ৷ সেদিন তাঁর সঙ্গে দলের সদস্য়রা অদ্ভুত একটা রসিকতা করেন ৷ সচিন প্রণাম করতে পাঠানো হয়েছিল তাঁকে ৷ সরল বিশ্বাসে সচিনের পা ছুঁতে যান বিরাটও ৷ লিটল মাস্টার অবশ্য় তা করতে দেননি ৷ বরং পুরো বিষয়টাই হেসে উড়িয়ে দেন তিনি ৷ আজ বিরাটকে অভিনন্দন জানাতে গিয়ে সেই ঘটনার উল্লেখ করেছেন তিনি ৷ জানিয়েছেন অনেক শুভেচ্ছা ৷

আইডলের রেকর্ড ভেঙে কোহলি অবশ্য নিজেই মাথা 'নত' করেছেন ক্রিকেটের ঈশ্বরের সামনে ৷ সবাই যখন তাঁকে হাততালি দিয়ে অভিনন্দিত করছেন ৷ বিরাট মাথা নুইয়ে 'বাও' করে শ্রদ্ধা জানালেন কিংবদন্তি ক্রিকেটারকে ৷ শুধু কোহলি নন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ারও । সৌরভ বলছেন,“ভারত দারুণ খেলছে । শ্রেয়সও তো সেঞ্চুরি করল । সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছক । একটা করে ধাপ পেরোক ।"

বুধবার সকাল থেকে পিচ বিতর্কে উত্তাল দেশ । বলা হয়েছে ওয়াংখেড়েতে নতুন পিচে খেলা হচ্ছে না । ভারত বনাম শ্রীলঙ্কা যে পিচে খেলা হয়েছিল সেখানেই সেমিফাইনাল হচ্ছে । সৌরভ বলেন,“আমি বিষয়টা জানি না । তাই মন্তব্য করা উচিত হবে না । তবে পিচ যথেষ্ট ভালো পিচ । দু'দলই তো একই পিচে খেলছে ।" ভারতীয় দলের বিধ্বংসী পারফরম্যান্সের প্রশংসায় মাতলেন দাদা । তাঁর মতে,"দারুণ প্রতিভাবান দল। সকলেই ভালো খেলছে। রোহিত বিরাট গিল শ্রেয়স সকলেই দারুণ খেলছে। বোলার, ব্যাটার, স্পিনার প্রত্যেকেই ভালো খেলছে।" 19 নভেম্বর রোহিত শর্মার হাতে কাপ উঠছে কি? সৌরভের কথায়, "আমি জানি না। দেখা যাক।" এই দলটা কি 2003 সালের দলের চেয়ে ভালো? সৌরভের স্পষ্ট জবাব, "তুলনা করতে রাজি নই ৷"

আরও পড়ুন:

  1. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
  2. 'বিরাট' স্বপ্নপূরণে কোহলিকে অভিনন্দন সচিনের



কলকাতা, 15 নভেম্বর: ওয়াংখেড়ের ময়দানে এর আগে বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তুলেছিল ভারতীয় দল ৷ সেদিন তরুণ বিরাট কোহলির কাঁধে চড়ে সারা মাঠ প্রদক্ষিণ করেছিলেন মাস্টার ব্লাস্টার ৷ বুধবার সেই মাঠেই সচিন তেন্ডুলকরের 49টি শতরানের রেকর্ড ভেঙে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডবুকে শীর্ষে নাম তুলে ফেললেন বিরাট ৷ 113 বলে 117 রান করে সেমিফাইনালে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দেন তিনি ৷ কোহলির এই রেকর্ড-ব্রেকিং শতরানের প্রশংসায় পঞ্চমুখ 'দ্য প্রিন্স অব কলকাতা'-ও ৷

বিরাটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

'শতরানের হাফসেঞ্চুরি' এই মাইলস্টোনের কাছে এসেও বারবার ধাক্কা খেয়ে ফিরতে হয়েছিল স্বয়ং ক্রিকেটঈশ্বরকে ৷ কিন্তু বিরাটের লাগল মাত্র দু'টি ইনিংস ৷ মাঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি আউট হন 51 রানে ৷ আর তারপর ওয়াংখেড়েতে সচিনের সামনেই তাঁকে পিছনে ফেললেন রানমেশিন ৷ এই ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন বিসিসিআই কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বলেন, "আউটস্ট্যান্ডিং। 50টি শতরান। অপার্থিব। এই রেকর্ড ভাঙা অন্যদের পক্ষে কঠিন হবে। এখনও কোহলি খেলা ছাড়েনি । একথা মাথায় রাখতে হবে ৷"

আজ থেকে ঠিক 15 বছর আগে ভারতের ড্রেসিংরুমে পা রেখেছিলেন বিরাট কোহলি ৷ সেদিন তাঁর সঙ্গে দলের সদস্য়রা অদ্ভুত একটা রসিকতা করেন ৷ সচিন প্রণাম করতে পাঠানো হয়েছিল তাঁকে ৷ সরল বিশ্বাসে সচিনের পা ছুঁতে যান বিরাটও ৷ লিটল মাস্টার অবশ্য় তা করতে দেননি ৷ বরং পুরো বিষয়টাই হেসে উড়িয়ে দেন তিনি ৷ আজ বিরাটকে অভিনন্দন জানাতে গিয়ে সেই ঘটনার উল্লেখ করেছেন তিনি ৷ জানিয়েছেন অনেক শুভেচ্ছা ৷

আইডলের রেকর্ড ভেঙে কোহলি অবশ্য নিজেই মাথা 'নত' করেছেন ক্রিকেটের ঈশ্বরের সামনে ৷ সবাই যখন তাঁকে হাততালি দিয়ে অভিনন্দিত করছেন ৷ বিরাট মাথা নুইয়ে 'বাও' করে শ্রদ্ধা জানালেন কিংবদন্তি ক্রিকেটারকে ৷ শুধু কোহলি নন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন শ্রেয়স আইয়ারও । সৌরভ বলছেন,“ভারত দারুণ খেলছে । শ্রেয়সও তো সেঞ্চুরি করল । সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছক । একটা করে ধাপ পেরোক ।"

বুধবার সকাল থেকে পিচ বিতর্কে উত্তাল দেশ । বলা হয়েছে ওয়াংখেড়েতে নতুন পিচে খেলা হচ্ছে না । ভারত বনাম শ্রীলঙ্কা যে পিচে খেলা হয়েছিল সেখানেই সেমিফাইনাল হচ্ছে । সৌরভ বলেন,“আমি বিষয়টা জানি না । তাই মন্তব্য করা উচিত হবে না । তবে পিচ যথেষ্ট ভালো পিচ । দু'দলই তো একই পিচে খেলছে ।" ভারতীয় দলের বিধ্বংসী পারফরম্যান্সের প্রশংসায় মাতলেন দাদা । তাঁর মতে,"দারুণ প্রতিভাবান দল। সকলেই ভালো খেলছে। রোহিত বিরাট গিল শ্রেয়স সকলেই দারুণ খেলছে। বোলার, ব্যাটার, স্পিনার প্রত্যেকেই ভালো খেলছে।" 19 নভেম্বর রোহিত শর্মার হাতে কাপ উঠছে কি? সৌরভের কথায়, "আমি জানি না। দেখা যাক।" এই দলটা কি 2003 সালের দলের চেয়ে ভালো? সৌরভের স্পষ্ট জবাব, "তুলনা করতে রাজি নই ৷"

আরও পড়ুন:

  1. 'বিরাট' আবেগে ভাসলেন অনুষ্কা, বিরুষ্কার 'ফ্লাইং কিস' ভাইরাল
  2. 'বিরাট' স্বপ্নপূরণে কোহলিকে অভিনন্দন সচিনের
Last Updated : Nov 15, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.