ETV Bharat / sports

একাদশ নিয়ে রাখলেন ধোঁয়াশা, কামিন্সের পর পিচ বিতর্কে মুখ খুললেন রোহিতও - রোহিত শর্মা এবং প্যাট কামিন্স

Pre-Match Press Conference of Rohit Sharma: প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ উঠে এল পিচ এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ার প্রসঙ্গও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 10:43 PM IST

আমেদাবাদ, 18 নভেম্বর: বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা দুই দলের মধ্যেই তুঙ্গে ৷ ভারত-অস্ট্রেলিয়া দুই দলের মধ্যেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরে বাগযুদ্ধ ৷ মাঠের লড়াইয়ের আগে মাইন্ড গেম খেলতে আগাগোড়াই ভালোবাসে অস্ট্রেলিয়া ৷ এক্ষেত্রেও রোহিত শর্মা এবং প্যাট কামিন্স নামলেন কথার লড়াইয়ে ৷ যদিও চেনা ভঙ্গিতেই অজি অধিনায়ককে উত্তর দিলেন তিনি ৷ পাশাপাশি ফাইনালে যে পিচে খেলা হবে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক ৷ এর আগেই প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছিলেন অজি অধিনায়ক ৷ তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ঘরের মাঠে সুবিধা তো থাকেই ৷ অর্থাৎ, আরোপ একটু হলেও তিনি ঠেলে দিয়েছিলেন বিসিসিআইয়ের দিকে ৷ এবার পিচ নিয়ে মুখ খুললেন রোহিতও ৷

রোহিত এদিন বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম এখন সেই পিচ অনেকটাই আলাদা ৷ এই পিচে অনেক বেশি ঘাস রয়েছে ৷ আগেরবার কিছুটা শুকনো ছিল ৷ তবে আমার ধারনা এই পিচ একটু মন্থর হতে পারে ৷ তবে আমরা কাল আবার দেখব ৷ খুব বেশি পরিবর্তন হয়তো হবে না ৷ তবে সবসময় খেলার দিন সকালে পিচ দেখে পরিকল্পনা করাটাই ঠিক হবে ৷" মাঠে শিশির কতখানি থাকবে তা নিয়ে সন্দিহান তিনি ৷ তাই রোহিত জানান, টস এখানে খুব গুরুত্বপূর্ণ হবে না ৷ তাঁদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে ৷

কামিন্স তাঁর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তাঁদের দলে অনেকজন খেলোয়াড় আছেন যাঁরা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ৷ তাই তাঁরা অভিজ্ঞতার নিরিখে কিছুটা এগিয়ে থাকবেন বলেই দাবি ছিল অজি অধিনায়কের ৷ রোহিত সেই তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "আমার মতে এটা কোন বাড়তি সুবিধা হতে পারে না ৷ আমি জানি উনি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতার কথা বলছেন ৷ কিন্তু আমরা আট বছর পেরিয়ে এসেছি ৷ খেলোয়াড়দের বর্তমান ফর্ম কেমন সেটা দেখা খুব জরুরি ৷ আমাদের দলের ছেলেরাও প্রচুর ফাইনাল খেলেছে ৷ হ্যাঁ, হয়তো বিশ্বকাপ ফাইনাল খেলেনি ৷ দু'জন তো আছে যারা 2011 সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ৷"

রবিচন্দ্রন অশ্বিন কি দলে আসছেন? কারণ বেশ কয়েকদিন ধরেই তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছিল ৷ আর তাই এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখনও আমরা কিছু পরিকল্পনা করিনি ৷ 15 জনের মধ্যে যে কেউ খেলতে পারে ৷ আজ এবং কাল আমরা পিচ দেখে আলোচনা করব ৷ দলের 12-13 জন ক্রিকেটার তৈরি আছেন ৷ কারা খেলবেন তা এখনও ঠিক হয়নি ৷"

আরও পড়ুন:

  1. ট্রফি জিতে গুরু দ্রাবিড়কে দক্ষিণা দিতে চান 'একলব্য' রোহিত
  2. 'স্বার্থহীন' ক্রিকেটের উজ্জ্বল প্রতিচ্ছবি, ভাগ্যদেবতা সহায় হোক 'সেনাপতি' রোহিতের; চাইছে আসমুদ্র-হিমাচল

আমেদাবাদ, 18 নভেম্বর: বিশ্বকাপ ফাইনাল নিয়ে উত্তেজনা দুই দলের মধ্যেই তুঙ্গে ৷ ভারত-অস্ট্রেলিয়া দুই দলের মধ্যেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরে বাগযুদ্ধ ৷ মাঠের লড়াইয়ের আগে মাইন্ড গেম খেলতে আগাগোড়াই ভালোবাসে অস্ট্রেলিয়া ৷ এক্ষেত্রেও রোহিত শর্মা এবং প্যাট কামিন্স নামলেন কথার লড়াইয়ে ৷ যদিও চেনা ভঙ্গিতেই অজি অধিনায়ককে উত্তর দিলেন তিনি ৷ পাশাপাশি ফাইনালে যে পিচে খেলা হবে তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক ৷ এর আগেই প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছিলেন অজি অধিনায়ক ৷ তিনি পরিষ্কার জানিয়েছিলেন, ঘরের মাঠে সুবিধা তো থাকেই ৷ অর্থাৎ, আরোপ একটু হলেও তিনি ঠেলে দিয়েছিলেন বিসিসিআইয়ের দিকে ৷ এবার পিচ নিয়ে মুখ খুললেন রোহিতও ৷

রোহিত এদিন বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলেছিলাম এখন সেই পিচ অনেকটাই আলাদা ৷ এই পিচে অনেক বেশি ঘাস রয়েছে ৷ আগেরবার কিছুটা শুকনো ছিল ৷ তবে আমার ধারনা এই পিচ একটু মন্থর হতে পারে ৷ তবে আমরা কাল আবার দেখব ৷ খুব বেশি পরিবর্তন হয়তো হবে না ৷ তবে সবসময় খেলার দিন সকালে পিচ দেখে পরিকল্পনা করাটাই ঠিক হবে ৷" মাঠে শিশির কতখানি থাকবে তা নিয়ে সন্দিহান তিনি ৷ তাই রোহিত জানান, টস এখানে খুব গুরুত্বপূর্ণ হবে না ৷ তাঁদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে ৷

কামিন্স তাঁর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তাঁদের দলে অনেকজন খেলোয়াড় আছেন যাঁরা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ৷ তাই তাঁরা অভিজ্ঞতার নিরিখে কিছুটা এগিয়ে থাকবেন বলেই দাবি ছিল অজি অধিনায়কের ৷ রোহিত সেই তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "আমার মতে এটা কোন বাড়তি সুবিধা হতে পারে না ৷ আমি জানি উনি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতার কথা বলছেন ৷ কিন্তু আমরা আট বছর পেরিয়ে এসেছি ৷ খেলোয়াড়দের বর্তমান ফর্ম কেমন সেটা দেখা খুব জরুরি ৷ আমাদের দলের ছেলেরাও প্রচুর ফাইনাল খেলেছে ৷ হ্যাঁ, হয়তো বিশ্বকাপ ফাইনাল খেলেনি ৷ দু'জন তো আছে যারা 2011 সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ৷"

রবিচন্দ্রন অশ্বিন কি দলে আসছেন? কারণ বেশ কয়েকদিন ধরেই তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছিল ৷ আর তাই এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এখনও আমরা কিছু পরিকল্পনা করিনি ৷ 15 জনের মধ্যে যে কেউ খেলতে পারে ৷ আজ এবং কাল আমরা পিচ দেখে আলোচনা করব ৷ দলের 12-13 জন ক্রিকেটার তৈরি আছেন ৷ কারা খেলবেন তা এখনও ঠিক হয়নি ৷"

আরও পড়ুন:

  1. ট্রফি জিতে গুরু দ্রাবিড়কে দক্ষিণা দিতে চান 'একলব্য' রোহিত
  2. 'স্বার্থহীন' ক্রিকেটের উজ্জ্বল প্রতিচ্ছবি, ভাগ্যদেবতা সহায় হোক 'সেনাপতি' রোহিতের; চাইছে আসমুদ্র-হিমাচল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.