কলকাতা, 4 নভেম্বর: বিশ্বকাপ ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি সকলেই। এহেন পরিস্থিতিতে নয়া চমক দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বোঝা গেল ক্রিকেট নিয়ে তাঁর উন্মাদনাও মোটেই কম নয় ৷ ক্রিকেট প্রেমীদের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজভবনের দরজা । বিশ্বকাপের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে রাজভবনের লনে । এলইডি স্ক্রিনের মাধ্যমে সেই ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা এই মুহূর্তে তুঙ্গে ৷ আর সেই সুযোগে শুরু হয়েছে টিকিটের দেদার কালোবাজারি ৷ এই পরিস্থিতিতে অনেক উৎসাহী মানুষই মাঠে গিয়ে ম্যাচের সাক্ষী হতে পারছেন না ৷ আর তাই এগিয়ে এলেন রাজ্যপাল ৷ সর্বোচ্চ 500 জন রাজভবনে ঢুকতে পারবেন । সেই 500 জনের তালিকায় থাকতে হলে অবশ্য চাই বেশ কিছু নথি ৷
রাজভবনের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখার 5 নভেম্বর রবিবার দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে রাজভবনের দরজা । অনলাইনেও করা যাবে আবেদন ৷ সেক্ষেত্রে অনলাইনে প্রবেশের জন্য আবেদন করতে পারেন: aamnesaamne.rajbhavankolkata@gmail.com এই মেল আইডিতে ।
এছাড়া বেশ কিছু সরকারি আইডি যেমন আধার, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইমেলে অন্তর্ভুক্ত করতে হবে ৷ প্রবেশের জন্যও এই নথি সঙ্গে রাখতে হবে । ক্রিকেট ভক্তদের অনেকেই অভিযোগ করেছিলেন তাঁরা সাশ্রয়ী মূল্য়ে টিকিট পাচ্ছেন না ৷ সেই কথা শুনেই 'জনতা স্টেডিয়াম' খোলার নির্দেশ দেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: হার্দিকের অনুপস্থিতিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রোহিতের ডেপুটি রাহুল
প্রসঙ্গত, আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারির তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 16 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ গতকাল পর্যন্ত এই গ্রেফতারির সংখ্যাটা ছিল 7 ৷ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার আরও 9 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ৷