আমেদাবাদ, 12 অক্টোবর: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের পারদ তরতরিয়ে বাড়ছে। জমে উঠেছে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ওই মেগা ম্যাচের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আমেদাবাদ। ভারত-পাকিস্তান দু’দলই পরপর দু’ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে। এখন দু’দলই চাইবে, নিজেদের তৃতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে।
2016 টি-20 বিশ্বকাপের পর প্রথম বারের মতো ভারতে এসে তাদের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। 14 অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর 50 ওভারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান।
প্রসঙ্গত, ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিতে পারেনি পাকিস্তান। সাতবার একদিনের বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সাতবারই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। এবার ভরতের লক্ষ্য 8-0।
- 1992 ওডিআই বিশ্বকাপের ম্যাচে ভারত প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। তাতে টিম ইন্ডিয়া 43 রানে জিতেছিল ।
- তারপর 1996 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরুতে ভারত পাকিস্তানকে 39 রানে পরাজিত করে।
- এরপর 1999 বিশ্বকাপের ম্যাচে ভারত ইংল্যান্ডের ম্যানচেস্টারে পাকিস্তানকে 47 রানে পরাজিত করে।
- 2003 সালে, ভারত, দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছিল। ম্যাচটি সচিন তেন্ডুলকরের ইনিংসের জন্য স্মরণীয় ৷
- 2011 বিশ্বকাপে, ভারত সেমিফাইনালে মোহালিতে পাকিস্তানকে 29 রানে পরাজিত করে।
- 2015 বিশ্বকাপের সংস্করণে ভারত অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে 76 রানে জিতেছিল ৷
- ম্যানচেস্টারে 2019 বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত পাকিস্তানকে 89 রানে পরাজিত করেছিল ।
আর এবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা-উদ্দীপনা যেমন চরম সীমা ছুঁয়ে ফেলবে এই ম্যাচে, ঠিক তেমনই বিশৃঙ্খলা তৈরি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে ৷ তাই নিরাপত্তা নিশ্চিত করতে ভারত-পাক ম্যাচের আগে কার্যত দুর্গে পরিণত আমেদাবাদ শহর। মোতায়েন করা হয়েছে 15 হাজার নিরাপত্তাকর্মী।
আরও পড়ুন: গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড রোহিতের