ETV Bharat / sports

ICC World Cup 2023: কিউয়িদের বড় হার, ইডেনে সেমিফাইনাল খেলার আশা দেখছেন বাবর-আফ্রিদিরা - ভারত পাক ম্যাচ

এখনও সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের ৷ আর তা হলে শেষমেশ ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থাকতে পারে ভারত-পাক বিশ্বযুদ্ধের ৷ বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় পাওয়ার পর আপাতত সেমিফাইনালের দিকেই তাকিয়ে বাবর আজমরা ৷

Etv Bharat
পাকিস্তান ক্রিকেট
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 1:37 PM IST

Updated : Nov 2, 2023, 1:45 PM IST

কলকাতা, 2 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের শোচনীয় হার অক্সিজেন জোগালো পাকিস্তান এবং আফগানিস্তানকে । সেমিফাইনালের দরজা খোলার জোরালো সম্ভাবনা তৈরি হয়ে গেল পাকিস্তানের। পরিস্থিতি যা তাতে ইডেনের সেমিফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এখন সেই দিকেই তীক্ষ্ণ নজর পাক ক্রিকেট দলের ৷

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় তাদের পয়েন্ট টেবিলে রান রেটের প্রশ্নে আগের থেকে জায়গায় পৌঁছে দিয়েছে । এই মুহূর্তে পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের ঝুলিতে 7 ম্যাচে 6 পয়েন্ট । রান রেট -0.24 । একই পয়েন্টে দাঁড়িয়ে থাকা আফগানিস্তানের রান রেট -0.718 । কিন্তু তারা 6টি ম্যাচ খেলেছে । নিউজিল্যান্ড পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে সাত ম্যাচে আট পয়েন্টে দাঁড়িয়ে । পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে । নেট রান রেট +O.484 । ফলে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি কার্যত চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছে ।

দলের হেড কোচ গ্রান্ট ইতিমধ্যেই বলেছেন, শেষ তিনটি ম্যাচ জিততে পারলে তাঁদের সামনে শেষ চারের দরজা খুলতে পারে । বাংলাদেশের বিরুদ্ধে জয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছে । পাক ব্যাটার ফকর জমান বলেছেন, "প্রতিটি ম্যাচ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় । আমরা একটা জয়ের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সেমিফাইনালে যাওয়া অনেক কিছুর উপর নির্ভর করবে। তবে আমরা শেষ দুটো ম্যাচ রান রেট ভালো রেখে জেতার চেষ্টা করব । আমাদের লক্ষ্য সেমিফাইনালে পৌঁছনো । তার জন্য আমরা চেষ্টা করব ।"

আরও পড়ুন : বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের

দলের এক নম্বর বোলার শাহিন আফ্রিদি মিডিয়া জোনে দাঁড়িয়ে বলেছেন,"সেমিফাইনালে উঠতে আমাদের দল হিসেবে ভালো খেলতে হবে । আমরা এখনও টিকে রয়েছি এটুকু বলতে পারি । সেমিফাইনালের ভাবনা আমাদের মাথায় রয়েছে । নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিকে আমরা নক আউট হিসেবে দেখছি ।"

এদিকে শাহিন আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে নতুন নজির গড়েছেন। একদিনের ক্রিকেটে দ্রুততম 100 উইকেটের মালিক হয়েছেন তিনি । তাঁর কথায়, "রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য । অবশ্যই ভালো লাগছে । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দল সাফল্য পেলে আরও ভালো লাগবে"। এই সাফল্য তাঁকে আইসিসি ক্রমপর্যায়ে 9 নম্বর থেকে এক নম্বরে তুলে নিয়ে এসেছে ।

হ্যারিস রউফের সঙ্গে তাঁর জুটির সফলতা নিয়েও মন্তব্য করেছন শাহিন আফ্রিদি। তিনি বলেছেন, "আমাদের জুটিটা বৈচিত্র্যের খোঁজে থাকে । মাঠে নেমে সেটারই সন্ধান করি আমরা ।" সবমিলিয়ে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে জয় এবং পুণেতে নিউজিল্যান্ডের হারে বাবর আজমদের সামনে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ এনে দিল । ইডেনে পাকিস্তানকে ঐক্যবদ্ধ দেখিয়েছে । মরিয়া পাক দল বাকি দুই ম্যাচে নিংড়ে দেবে ।বিশ্বকাপের ইতিহাসে তলিয়ে যাওয়া অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর নজির কিন্তু পাকিস্তানের রয়েছে । এবারও তেমনই চমকের আশায় থাকবে পাকিস্তান।

আরও পড়ুন : ওয়াংখেড়ের অসম দ্বৈরথে ভারতে সামনে 2011 ফাইনালের প্রতিপক্ষ

কলকাতা, 2 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের শোচনীয় হার অক্সিজেন জোগালো পাকিস্তান এবং আফগানিস্তানকে । সেমিফাইনালের দরজা খোলার জোরালো সম্ভাবনা তৈরি হয়ে গেল পাকিস্তানের। পরিস্থিতি যা তাতে ইডেনের সেমিফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে ৷ এখন সেই দিকেই তীক্ষ্ণ নজর পাক ক্রিকেট দলের ৷

ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় তাদের পয়েন্ট টেবিলে রান রেটের প্রশ্নে আগের থেকে জায়গায় পৌঁছে দিয়েছে । এই মুহূর্তে পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের ঝুলিতে 7 ম্যাচে 6 পয়েন্ট । রান রেট -0.24 । একই পয়েন্টে দাঁড়িয়ে থাকা আফগানিস্তানের রান রেট -0.718 । কিন্তু তারা 6টি ম্যাচ খেলেছে । নিউজিল্যান্ড পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পরে সাত ম্যাচে আট পয়েন্টে দাঁড়িয়ে । পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চার নম্বরে । নেট রান রেট +O.484 । ফলে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি কার্যত চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছে ।

দলের হেড কোচ গ্রান্ট ইতিমধ্যেই বলেছেন, শেষ তিনটি ম্যাচ জিততে পারলে তাঁদের সামনে শেষ চারের দরজা খুলতে পারে । বাংলাদেশের বিরুদ্ধে জয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছে । পাক ব্যাটার ফকর জমান বলেছেন, "প্রতিটি ম্যাচ দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় । আমরা একটা জয়ের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সেমিফাইনালে যাওয়া অনেক কিছুর উপর নির্ভর করবে। তবে আমরা শেষ দুটো ম্যাচ রান রেট ভালো রেখে জেতার চেষ্টা করব । আমাদের লক্ষ্য সেমিফাইনালে পৌঁছনো । তার জন্য আমরা চেষ্টা করব ।"

আরও পড়ুন : বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের

দলের এক নম্বর বোলার শাহিন আফ্রিদি মিডিয়া জোনে দাঁড়িয়ে বলেছেন,"সেমিফাইনালে উঠতে আমাদের দল হিসেবে ভালো খেলতে হবে । আমরা এখনও টিকে রয়েছি এটুকু বলতে পারি । সেমিফাইনালের ভাবনা আমাদের মাথায় রয়েছে । নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিকে আমরা নক আউট হিসেবে দেখছি ।"

এদিকে শাহিন আফ্রিদি বাংলাদেশের বিরুদ্ধে নতুন নজির গড়েছেন। একদিনের ক্রিকেটে দ্রুততম 100 উইকেটের মালিক হয়েছেন তিনি । তাঁর কথায়, "রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য । অবশ্যই ভালো লাগছে । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দল সাফল্য পেলে আরও ভালো লাগবে"। এই সাফল্য তাঁকে আইসিসি ক্রমপর্যায়ে 9 নম্বর থেকে এক নম্বরে তুলে নিয়ে এসেছে ।

হ্যারিস রউফের সঙ্গে তাঁর জুটির সফলতা নিয়েও মন্তব্য করেছন শাহিন আফ্রিদি। তিনি বলেছেন, "আমাদের জুটিটা বৈচিত্র্যের খোঁজে থাকে । মাঠে নেমে সেটারই সন্ধান করি আমরা ।" সবমিলিয়ে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে জয় এবং পুণেতে নিউজিল্যান্ডের হারে বাবর আজমদের সামনে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ এনে দিল । ইডেনে পাকিস্তানকে ঐক্যবদ্ধ দেখিয়েছে । মরিয়া পাক দল বাকি দুই ম্যাচে নিংড়ে দেবে ।বিশ্বকাপের ইতিহাসে তলিয়ে যাওয়া অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর নজির কিন্তু পাকিস্তানের রয়েছে । এবারও তেমনই চমকের আশায় থাকবে পাকিস্তান।

আরও পড়ুন : ওয়াংখেড়ের অসম দ্বৈরথে ভারতে সামনে 2011 ফাইনালের প্রতিপক্ষ

Last Updated : Nov 2, 2023, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.