ETV Bharat / sports

ICC World Cup 2023: তিলোত্তমায় এলাহি খানাপিনা! মুর্গ মালাই, মাহি অমৃতসারিতে মজলেন বাবররা

কলকাতায় এসে ভূরিভোজ ভালোই হচ্ছে পাক ক্রিকেট দলের ৷ বুধবার তাদের মেনুতে ছিল মুর্গ মালাই, মাহি অমৃতসরি ও পনিরের একটি কন্টিনেন্টাল ডিশ ৷

Etv Bharat
ইডেনে অনুশীলনে বাবর আজমরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 10:49 PM IST

কলকাতা, 8 নভেম্বর: পাকিস্তানের মেনুতে মুর্গ মালাই, মাহি অমৃতসরি । কলকাতায় বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেটীয় অনুশীলনের পাশাপাশি এই শহরের সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে আগ্রহী । গলফ খেলছেন, বিভিন্ন শপিংমলে বাজার করছেন এবং কলকাতার ফুড কালচারের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছেন । বিশেষ করে এই শহরের বিরিয়ানি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইছেন ।

তাই বিশ্বকাপে পাকিস্তান কলকাতায় আসার পর, তাদের দলের খাদ্যাভ্যাস বারবার খবরের শিরোনামে এসেছে । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে অনুশীলনে বুধবার নামল পাকিস্তান । বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে তাদের সামনে । হয়তো তা অনেক অঙ্কের উপর নির্ভর করবে কিন্তু পাক দল তা হারাতে রাজি নয় । তাই বুধবার অনুশীলনে বাড়তি মনোযোগী । তবে ইডেনে অনুশীলনের শেষে পাকিস্তানের জন্য ছিল খাবারের ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না । কী ছিল সেই মেনুতে ? মুর্গ মালাই সঙ্গে মাহি অমৃতসরি । এছাড়াও ছিল পনিরের একটি কন্টিনেন্টাল ডিশ ৷

অনুশীলনের পর সেই খাবার চেটেপুটে খেলেন বাবর- শাহিন আফ্রিদিরা । তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা হয় দল । পরে শোনা গিয়েছিল অধিনায়ক বাবর আজমের ইচ্ছেয় পাক দল বাইরে রাতের খাওয়ার খেতে বেরোতে পারে । কিন্তু তা শেষ পর্যন্ত বাতিল হয় । বৃহস্পতিবার ফের অনুশীলন রয়েছে । তবে তা নৈশালোকে । এদিন পাকিস্তানের অনুশীলনে আসেননি ইমাম ও নওয়াজ । চোখ সারিয়ে অনুশীলনে যোগ হ্যারিস রউফ ও শাদাব খানের । তাদের যোগদান পাক শিবিরের শক্তি বাড়ালো । সেমিফাইনাল খেলতে হলে অন্য ম্যাচের ফলাফলের উপর নজর রাখবে পাকিস্তান । বুধবার ইডেনে অনুশীলনে আসার আগে ও অনুশীলন থেকে ফিরে পাক ক্রিকেটারদের নজরে ছিল ইংল্যান্ড ম্যাচের ফলাফল । কারণ ইডেনে তাদের পরবর্তী প্রতিপক্ষ যে ইংল্যান্ড ।

আরও পড়ুন : নেপথ্যে নিক জোনস, 'ম্যাড ম্যাক্সে'র ঐশ্বরিক ইনিংস সম্ভব হল যাঁর বদান্যতায়

কলকাতা, 8 নভেম্বর: পাকিস্তানের মেনুতে মুর্গ মালাই, মাহি অমৃতসরি । কলকাতায় বিশ্বকাপ খেলতে এসে ক্রিকেটীয় অনুশীলনের পাশাপাশি এই শহরের সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে আগ্রহী । গলফ খেলছেন, বিভিন্ন শপিংমলে বাজার করছেন এবং কলকাতার ফুড কালচারের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছেন । বিশেষ করে এই শহরের বিরিয়ানি সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে চাইছেন ।

তাই বিশ্বকাপে পাকিস্তান কলকাতায় আসার পর, তাদের দলের খাদ্যাভ্যাস বারবার খবরের শিরোনামে এসেছে । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে নামার আগে অনুশীলনে বুধবার নামল পাকিস্তান । বিশ্বকাপ সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে তাদের সামনে । হয়তো তা অনেক অঙ্কের উপর নির্ভর করবে কিন্তু পাক দল তা হারাতে রাজি নয় । তাই বুধবার অনুশীলনে বাড়তি মনোযোগী । তবে ইডেনে অনুশীলনের শেষে পাকিস্তানের জন্য ছিল খাবারের ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না । কী ছিল সেই মেনুতে ? মুর্গ মালাই সঙ্গে মাহি অমৃতসরি । এছাড়াও ছিল পনিরের একটি কন্টিনেন্টাল ডিশ ৷

অনুশীলনের পর সেই খাবার চেটেপুটে খেলেন বাবর- শাহিন আফ্রিদিরা । তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা হয় দল । পরে শোনা গিয়েছিল অধিনায়ক বাবর আজমের ইচ্ছেয় পাক দল বাইরে রাতের খাওয়ার খেতে বেরোতে পারে । কিন্তু তা শেষ পর্যন্ত বাতিল হয় । বৃহস্পতিবার ফের অনুশীলন রয়েছে । তবে তা নৈশালোকে । এদিন পাকিস্তানের অনুশীলনে আসেননি ইমাম ও নওয়াজ । চোখ সারিয়ে অনুশীলনে যোগ হ্যারিস রউফ ও শাদাব খানের । তাদের যোগদান পাক শিবিরের শক্তি বাড়ালো । সেমিফাইনাল খেলতে হলে অন্য ম্যাচের ফলাফলের উপর নজর রাখবে পাকিস্তান । বুধবার ইডেনে অনুশীলনে আসার আগে ও অনুশীলন থেকে ফিরে পাক ক্রিকেটারদের নজরে ছিল ইংল্যান্ড ম্যাচের ফলাফল । কারণ ইডেনে তাদের পরবর্তী প্রতিপক্ষ যে ইংল্যান্ড ।

আরও পড়ুন : নেপথ্যে নিক জোনস, 'ম্যাড ম্যাক্সে'র ঐশ্বরিক ইনিংস সম্ভব হল যাঁর বদান্যতায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.