বেঙ্গালুরু, 4 নভেম্বর: ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখল পাকিস্তান ৷ 402 রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে শনিবার শুরুতেই ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান ৷ তবে দলের হাল ধরেন ফখর জামান ৷ দলে কামব্যাক করার পর গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের কাণ্ডারি হয়ে উঠেছিলেন তিনি ৷ আর এই ম্যাচেও বেঙ্গালুরুতে নায়ক বাঁ-হাতি ওপেনার ৷ মাত্র 63 বলে শতরান পূর্ণ করেন ফখর ৷ তাঁর মারমুখী ব্যাটিংয়ের সঙ্গ দেন অধিনায়ক বাবর আজমও ৷ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 25.3 ওভারে 1 উইকেট হারিয়ে 200 রান করে পাক দল ৷ ডাকওয়ার্থ-লুইস নিয়মে 21 রানে এগিয়ে থাকার সুবাদে জয় আসে পাকিস্তান শিবিরে ৷
পাকিস্তানের জন্য লড়াইটা ছিল বেশ কঠিন ৷ তবে স্নায়ুর চাপে কাবু হননি বাবর বা ফখর কেউই ৷ বাংলাদেশের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলারদের শাসন করতে শুরু করেন বাঁ হাতি এই ওপেনার ৷ বল হাতে শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান রয়েছেন নাকি রয়েছেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা তা যেন বোঝাই গেল না ৷ 81 বল খেলে 11টি ছক্কা হাঁকালেন ফখর ৷ করলেন অপরাজিত 126 রান ৷ ইনিংসে ছিল 8টি বাউন্ডারিও ৷
বাবরও দায়িত্ব পালন করলেন যথাযথ ৷ রানরেটের চাপ যেমন মাথার ওপর চড়তে দেননি তেমনই উইকেটও আগলে রাখলেন সমানতালে ৷ 63 বলে বাবরের অপরাজিত থাকলেন 66 রানে ৷ তিনি মারেন 6টি চার ও 2টি ছয় ৷
আরও পড়ুন: লাবুশেনের ব্যাটে হাফসেঞ্চুরি, বিশ্বকাপের অ্যাশেজে চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড
ডাকওয়ার্থ-লুইস নিয়মের জেরে বিশ্বকাপে তাদের চতুর্থ জয় পেল পাকিস্তান শিবির ৷ 8টি ম্যাচ খেলে আপাতত তাঁদের ঝুলিতে রয়েছে 8 পয়েন্ট ৷ অন্যদিকে নেট রানরেটে এগিয়ে থাকার কারণে একই সংখ্যক জয় নিয়েও আপাতত চতুর্থ স্থানেই রয়েছে নিউজিল্যান্ড ৷ কেন উইলিয়ামসনের দলের নেট রানরেট এখন +0.398 ৷ আর অন্যদিকে পাকিস্তানের নেট রানরেট +0.036 ৷ বাবরদের আগামী ম্যাচ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে ৷ আর নিউজিল্যান্ডের আগামী ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷