ETV Bharat / sports

'খেলোয়াড় হিসাবে বলছি...' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রেসিং রুমের 'পেপটক' নিয়ে সরব বিশ্বজয়ী কীর্তি - পেপটক নিয়ে মুখ খুললেন কীর্তি আজাদ

Kirti Azad slams PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ড্রেসিং রুমের পেপটক নিয়ে মুখ খুললেন কীর্তি আজাদ ৷ তাঁর দাবি প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই ড্রেসিং রুমে ঢুকে যেতে পারেন না ৷ এটা আইসিসি-র নিয়ম লঙ্ঘন ৷

KIRTI AZAD
পেপটক নিয়ে সরব বিশ্বজয়ী কীর্তি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:12 PM IST

নয়াদিল্লি, 21 নভেম্বর: প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা ছাড়াও কীর্তি আজাদের বড় পরিচয় তিনি ছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য় ৷ এবার এহেন কীর্তিই প্রশ্ন তুললেন বিশ্বকাপে হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের ড্রেসিংরুমে প্রবেশ করেন তা নিয়ে ৷ এত কাছে এসেও ট্রফি ছুঁতে পারেননি রোহিত শর্মারা ৷ অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল গোটা দল ৷ এই হারের পর খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিং রুমে পা রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই আচরণ নিয়ে প্রশ্ন তুললেন কীর্তি ৷

  • The dressing room is the
    sanctum sanctorum of any
    team. @ICC does not allow anybody
    to enter these rooms apart
    from the players and the
    support staff.

    PM of India should have met
    the team outside the dressing
    room in the private visitors
    area.

    I say this as a…

    — Kirti Azad (@KirtiAzaad) November 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর দাবি প্রধানমন্ত্রীও আইসিসি-র নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে প্রবেশ করতে পারেন না ৷ ওটা যে কোনও টিমের গর্ভগৃহ ৷ তিনি আরও দাবি করেন, আইসিসি-র নিয়ম বলছে শুধুমাত্র সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং কোচেদেরই প্রবেশাধিকার রয়েছে এই ড্রেসিংরুমে ৷ তিনি এও প্রশ্ন করেন, কেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 1983 সালের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় কপিল দেবকে নিমন্ত্রণই করা হল না?

এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে তিনি লেখেন, "আমি একজন রাজনীতিবিদ হিসাবে নয় এই কথা একজন খেলোয়াড় হিসাবে বলছি ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁর বেডরুমে কোনও ভক্তদের তাঁকে শুভেচ্ছা জানাতে আসার অনুমতি দেবেন? তিনি এও লেখেন, "খেলোয়াড়রা রাজনীতিবিদদের থেকে বেশি শৃঙ্খলাপরায়ণ ৷" কপিলকে আমন্ত্রণ না জানানো নিয়ে তিনি লেখেন, "যাঁর দল 1983 সালের বিশ্বকাপ জেতাল সেই কপিল দেবই আমন্ত্রণ পেলেন না এবার বলুন তো কে রাজনীতি করছে?"

এর আগে শিবসেনা-র রাজ্যসভার সাংসদও প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর আচরণ নিয়ে ৷ তিনি এও দাবি করেন, দেখে মনে হচ্ছিল খেলোয়াড়রা অত্যন্ত অস্বস্তি বোধ করছেন ৷ তাঁর পেপটক-এর সামনে পড়ে ৷ প্রধানমন্ত্রী রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে যে শুধু হাত মেলান তা নয় মহম্মদ শামিকেও জড়িয়ে ধরেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
  2. ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের!

নয়াদিল্লি, 21 নভেম্বর: প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা ছাড়াও কীর্তি আজাদের বড় পরিচয় তিনি ছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য় ৷ এবার এহেন কীর্তিই প্রশ্ন তুললেন বিশ্বকাপে হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ভারতের ড্রেসিংরুমে প্রবেশ করেন তা নিয়ে ৷ এত কাছে এসেও ট্রফি ছুঁতে পারেননি রোহিত শর্মারা ৷ অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল গোটা দল ৷ এই হারের পর খেলোয়াড়দের উজ্জীবিত করতে ভারতীয় দলের ড্রেসিং রুমে পা রাখেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই আচরণ নিয়ে প্রশ্ন তুললেন কীর্তি ৷

  • The dressing room is the
    sanctum sanctorum of any
    team. @ICC does not allow anybody
    to enter these rooms apart
    from the players and the
    support staff.

    PM of India should have met
    the team outside the dressing
    room in the private visitors
    area.

    I say this as a…

    — Kirti Azad (@KirtiAzaad) November 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর দাবি প্রধানমন্ত্রীও আইসিসি-র নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে প্রবেশ করতে পারেন না ৷ ওটা যে কোনও টিমের গর্ভগৃহ ৷ তিনি আরও দাবি করেন, আইসিসি-র নিয়ম বলছে শুধুমাত্র সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং কোচেদেরই প্রবেশাধিকার রয়েছে এই ড্রেসিংরুমে ৷ তিনি এও প্রশ্ন করেন, কেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে 1983 সালের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় কপিল দেবকে নিমন্ত্রণই করা হল না?

এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়ে তিনি লেখেন, "আমি একজন রাজনীতিবিদ হিসাবে নয় এই কথা একজন খেলোয়াড় হিসাবে বলছি ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী তাঁর বেডরুমে কোনও ভক্তদের তাঁকে শুভেচ্ছা জানাতে আসার অনুমতি দেবেন? তিনি এও লেখেন, "খেলোয়াড়রা রাজনীতিবিদদের থেকে বেশি শৃঙ্খলাপরায়ণ ৷" কপিলকে আমন্ত্রণ না জানানো নিয়ে তিনি লেখেন, "যাঁর দল 1983 সালের বিশ্বকাপ জেতাল সেই কপিল দেবই আমন্ত্রণ পেলেন না এবার বলুন তো কে রাজনীতি করছে?"

এর আগে শিবসেনা-র রাজ্যসভার সাংসদও প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর আচরণ নিয়ে ৷ তিনি এও দাবি করেন, দেখে মনে হচ্ছিল খেলোয়াড়রা অত্যন্ত অস্বস্তি বোধ করছেন ৷ তাঁর পেপটক-এর সামনে পড়ে ৷ প্রধানমন্ত্রী রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে যে শুধু হাত মেলান তা নয় মহম্মদ শামিকেও জড়িয়ে ধরেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'মুসকুরাইয়ে...', রোহিতদের মনোবল বাড়াতে ড্রেসিংরুমে 'মোদি কি বাত'
  2. ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.